Tawhid Islam

Tawhid Islam ٱلسَّلَامُ عَلَيْكُمْ

ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে,,,পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর ।¤ রফিক -- কই যাও?¤ আমি -- জি, শহীদ ...
21/02/2025

ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে,,,
পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর ।

¤ রফিক -- কই যাও?

¤ আমি -- জি, শহীদ মিনারে যাচ্ছি ফুল দিতে।

¤ সালাম -- ফুল দিয়ে কি হবে?

¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা জন্য,,
যাতে আপনাদের আত্মা শান্তি পায়।

¤ বরকত -- হা হা হা,
কুরআন হাদিসের কোথাও লেখা আছে,
ফুল দিলে আত্মার শান্তি হয়?
কখনো কি কবর জিয়ারত করেছো?
দুই রাকাত নামাজ পড়ে,,
আমাদের জন্য দোয়া করেছো??

¤ আমি -- জি…না, মানে…

¤ রফিক -- হুমম,
প্রতি বছর কত টাকার ফুল দিয়ে
এভাবে শ্রদ্ধা জানাও?

¤ আমি -- জি, কোটি টাকার উপরে।

¤ শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার
অভাবে মারা গেছে,
কেউ কি খোঁজ নিয়েছে?

¤ সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে
রিকশা চালিয়ে,
দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে,
তার কি কোন খবর রাখে কেউ?

¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা।
আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই।
তাদের খোঁজ কেন নিব?

¤ বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা।
তাদের নাতি পুতিরা এত
সুযোগ সুবিধা পায় কেন?

¤ শফিউর -- বাদ দাও তো বরকত !
ওদেরকে বেশি উস্কে দিয়ো না।
বেশি উস্কালে হয়ত,
নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত,,
নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারা
আরেকটা পার্টি বানাবে।
মনটা খারাপ হয়ে গেল।
বাসায় ফিরে আসলাম।
আর কোনদিন ফুল দিতে যাবো না।

(গল্পটি রূপক কিন্তু এটাই ইসলামের শিক্ষা,,
রাসূলের আদর্শ )

হে আল্লাহ !
আমার জানা অবস্থায়
তোমার সাথে শিরক করা হতে,,
তোমার নিকট আশ্রয় চাচ্ছি।

আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে
আল্লাহ্ আমাদের ক্ষমা করুন
কপি পোস্ট

দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানেইনশাআল্লাহ.....
04/02/2025

দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে
ইনশাআল্লাহ.....

27/01/2025

প্রকাশনা উৎসব, ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
বাগেরহাট জেলা।


💟আলহামদুলিল্লাহ!!সময় বাড়ল আরোও ১দিন!!♍অবশেষে,ক্রেতাদের ব্যাপক চাহিদা থাকায় সময় বৃদ্ধি করা হয়েছে আরো ১ দিন!! তাই আগাম...
19/01/2025

💟আলহামদুলিল্লাহ!!সময় বাড়ল আরোও ১দিন!!

♍অবশেষে,ক্রেতাদের ব্যাপক চাহিদা থাকায় সময় বৃদ্ধি করা হয়েছে আরো ১ দিন!! তাই আগামীকালই চলে আসুন!!❤️
♍স্থান : বাগেরহাট নূর মসজিদ মোড়!!💚

10/01/2025

শায়েখ মিজানুর রহমান আজহারী, এটাই বুঝাতে চেয়েছিলেন।

শহীদ আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ।।

26/12/2024

আধারের বুক চিরে, আলোর নকীব আহা।
কথা:-আতিফ আবু বকর।
সুর:-জাহিদুল ইসল।
কন্ঠ :- হানিফ শেখ নুর।

25/12/2024
বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমির আয়োজনেগতকালকের সাংস্কৃতিক অনুষ্ঠানে "খানজাহান"।১৯/১২/২০২৪
20/12/2024

বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে
গতকালকের সাংস্কৃতিক অনুষ্ঠানে "খানজাহান"।
১৯/১২/২০২৪

সম্ভাবনার উৎসব, বাগেরহাট।
10/12/2024

সম্ভাবনার উৎসব, বাগেরহাট।

08/12/2024
06/12/2024

আমাকে করেছো মুমিন মুসলমান,
এইতো পরম পাওয়া.....

Address

Bagerhat Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tawhid Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share