Krishna Katha-কৃষ্ণ কথা

Krishna Katha-কৃষ্ণ কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

15/03/2025

কৃষ্ণানন্দ আগমবাগীশ||♥

মা কালীর আগে কোনও রূপ ছিল না। এক নিরাকারা মহাশক্তি কল্পনা করে তাঁর ধ্যান করা হত। আজ যে কালী মূর্তি আমরা দেখি, সেই কালী মূর্তির উদ্ভব কী করে হল, সেই ঘটনা জানেন কি? কে তাঁকে আবিষ্কার করলেন? সে এক রোমহর্ষক ঘটনা। আসুন, এবার সে কথা শোনা যাক।

27/12/2024

Joy shree ram 🙏🙏🙏

27/10/2024

Hare Krishna 🙏🙏🙏

🌿🌼 দামোদর কে?🌿🌼 দামোদর ব্রত কী?🌿🌼 প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য কী?🌿🌼 আরতি নিবেদনের নিয়ম কী? 🌿🌺দামোদরঃ-পরমেশ্বর ভগবান শ্র...
19/10/2024

🌿🌼 দামোদর কে?
🌿🌼 দামোদর ব্রত কী?
🌿🌼 প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য কী?
🌿🌼 আরতি নিবেদনের নিয়ম কী?


🌿🌺দামোদরঃ-
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। 'দাম' শব্দের অর্থ রশি এবং 'উদর' শব্দের অর্থ হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যাঁর উদরে দাম বা রশি বন্ধন হয়েছে, তিনিই দামোদর।

🌿🌺 দামোদর ব্রতঃ-
বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীন কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। দামোদর ব্রতের সময়ে প্রতিদিন সন্ধ্যায় কর্পূর সমন্বিত ঘৃত বা তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন করতে হয় এবং দামোদর অষ্টকম্ পাঠ করতে হয়।

🌿🌺প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্যঃ-
প্রজ্বলিত কর্পূর সমন্বিত দীপ দ্বারা আরতি করলে সপ্তকল্প যাবত ভগবদ্ধামে বাস হয়। মনোহর দৃশ্য প্রদীপ দ্বারা শ্রীহরির আরতি করলে কাম-ক্রোধাদি বিদূরিত হয় এবং পুনর্জন্ম হয় না। দীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্মহত্যাদি পাপ হতে মুক্ত হওয়া যায়। যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন, যশ, পুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তোষ্ট হন।

🌿🌺আরতি নিবেদনের নিয়মঃ-
ঘৃত বা তিলের তৈল যুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চার বার, নাভিদেশে দুই বার, মুখমণ্ডলে তিন বার এবং সর্বাঙ্গে সাত বার প্রদীপ ঘুরিয়ে আরতি করতে হয়। মাটির প্রদীপ একবারই ব্যবহার যোগ্য।

29/09/2024

দেখি উওর দেন
দূর্গা পূজায় কয়টা পদ্ম ফুল লাগে
ক)১০৫ খ)১০৬
গ)১০৭ ঘ)১০৮

॥ শ্রীহনুমদাষ্টোত্তরশতনামাবলী ॥ওঁ অঞ্জনীগর্ভসম্ভূতায় নমঃ ।ওঁ বায়ুপুত্রায় নমঃ ।🙏🏼🌿🙏🏼ওঁ চিরঞ্জীবিনে নমঃ ।🙏🏼🌿🙏🏼ওঁ মহাবলায় ন...
09/07/2024

॥ শ্রীহনুমদাষ্টোত্তরশতনামাবলী ॥

ওঁ অঞ্জনীগর্ভসম্ভূতায় নমঃ ।
ওঁ বায়ুপুত্রায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ চিরঞ্জীবিনে নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ মহাবলায় নমঃ ।
ওঁ কর্ণকুণ্ডলায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ ব্রহ্মচারিণে নমঃ ।
ওঁ গ্রামবাসিনে নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ পিঙ্গকেশায় নমঃ ।
ওঁ রামদূতায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ সুগ্রীবকার্যকর্ত্রে নমঃ ॥ ১০ ॥

ওঁ বালীনিগ্রহকারকায় নমঃ ।
ওঁ রুদ্রাবতারায় নমঃ ।
ওঁ হনুমতে নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ সুগ্রীবপ্রিয়সেবকায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ সাগরক্রমণায় নমঃ ।
ওঁ সীতাশোকনিবারণায় নমঃ ।
ওঁ ছায়াগ্রাহীনিহন্ত্রে নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ পর্বতাধিশ্রিতায় নমঃ ।
ওঁ প্রমাথায় নমঃ ।
ওঁ বনভঙ্গায় নমঃ ॥ ২০ ॥

ওঁ মহাবলপরাক্রমায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ মহায়োদ্ধ্রে নমঃ ।
ওঁ ধীরায় নমঃ ।
ওঁ সর্বাসুরমহোদ্যতায় নমঃ ।
ওঁ অগ্নিসূক্তোক্তচারিণে নমঃ ।
ওঁ ভীমগর্ববিনাশায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ শিবলিঙ্গপ্রতিষ্ঠাত্রে নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ অনঘায় নমঃ ।
ওঁ কার্যসাধকায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ বজ্রাঙ্গায় নমঃ ॥ ৩০ ॥

ওঁ ভাস্করগ্রাসায় নমঃ ।
ওঁ ব্রহ্মাদিসুরবন্দিতায় নমঃ ।
ওঁ কার্যকর্ত্রে নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ কার্যার্থিনে নমঃ ।
ওঁ দানবান্তকায় নমঃ ।
ওঁ অগ্রবিদ্যানাং পণ্ডিতায় নমঃ ।
ওঁ বনমালিনে নমঃ ।
ওঁ অসুরান্তকায় নমঃ ।
ওঁ বজ্রকায়ায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ মহাবীরায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ রণাঙ্গণচরায় নমঃ ॥ ৪০ ॥

ওঁ অক্ষাসুরনিহন্ত্রে নমঃ ।
ওঁ জম্বুমালীবিদারণায় নমঃ ।
ওঁ ইন্দ্রজীদ্গর্বসংহর্ত্রে নমঃ ।
ওঁ মন্ত্রীনন্দনঘাতকায় নমঃ ।
ওঁ সৌমিত্রিপ্রাণদায় নমঃ ।
ওঁ সর্ববানররক্ষকায় নমঃ ।
ওঁ সঞ্জীবননগোদ্বাহিনে নমঃ ।
ওঁ কপিরাজায় নমঃ ।
ওঁ কালনিধয়ে নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ দধিমুখাদিগর্বসংহর্ত্রে নমঃ ॥ ৫০ ॥

ওঁ ধূম্রবিদারণায় নমঃ ।
ওঁ অহিরাবণহন্ত্রে নমঃ ।
ওঁ দোর্দণ্ডশোভিতায় নমঃ ।
ওঁ গরলাগর্বহরণায় নমঃ ।
ওঁ লঙ্কাপ্রাসাদভঞ্জকায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ মারুতয়ে নমঃ ।
ওঁ অঞ্জনীবাক্যসাধাকায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ লোকধারিণে নমঃ ।
ওঁ লোককর্ত্রে নমঃ ।
ওঁ লোকদায় নমঃ ॥ ৬০ ॥

ওঁ লোকবন্দিতায় নমঃ ।
ওঁ দশাস্যগর্বহন্ত্রে নমঃ ।
ওঁ ফাল্গুনভঞ্জকায় নমঃ ।
ওঁ কিরীটীকার্যকর্ত্রে নমঃ ।
ওঁ দুষ্টদুর্জয়খণ্ডনায় নমঃ ।
ওঁ বীর্যকর্ত্রে নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ বীর্যবর্যায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ বালপরাক্রমায় নমঃ ।
ওঁ রামেষ্টায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ ভীমকর্মণে নমঃ ॥ ৭০ ॥

ওঁ ভীমকার্যপ্রসাধকায় নমঃ ।
ওঁ বিরোধিবীরায় নমঃ ।
ওঁ মোহনাশিনে নমঃ ।
ওঁ ব্রহ্মমন্ত্রিণে নমঃ ।
ওঁ সর্বকার্যাণাং সহায়কায় নমঃ ।
ওঁ রুদ্ররূপীমহেশ্বরায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ মৃতবানরসঞ্জীবিনে নমঃ ।
ওঁ মকরীশাপখণ্ডনায় নমঃ ।
ওঁ অর্জুনধ্বজবাসিনে নমঃ ।
ওঁ রামপ্রীতিকরায় নমঃ ॥ ৮০ ॥🙏🏼🌿🙏🏼

ওঁ রামসেবিনে নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ কালমেঘান্তকায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ লঙ্কানিগ্রহকারিণে নমঃ ।
ওঁ সীতান্বেষণতত্পরায় নমঃ ।
ওঁ সুগ্রীবসারথয়ে নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ শূরায় নমঃ ।
ওঁ কুম্ভকর্ণকৃতান্তকায় নমঃ ।
ওঁ কামরূপিণে নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ কপীন্দ্রায় নমঃ ।
ওঁ পিঙ্গাক্ষায় নমঃ ॥ ৯০ ॥

ওঁ কপিনায়কায় নমঃ ।
ওঁ পুত্রস্থাপনকর্ত্রে নমঃ ।
ওঁ বলবতে নমঃ ।
ওঁ মারুতাত্মজায় নমঃ ।
ওঁ রামভক্তায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ সদাচারিণে নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ য়ুবানবিক্রমোর্জিতায় নমঃ ।
ওঁ মতিমতে নমঃ ।
ওঁ তুলাধারপাবনায় নমঃ ।
ওঁ প্রবীণায় নমঃ ॥ ১০০ ॥

ওঁ পাপসংহারকায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ গুণাঢ্যায় নমঃ ।
ওঁ নরবন্দিতায় নমঃ ।
ওঁ দুষ্টদানবসংহারিণে নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ মহায়োগিনে নমঃ ।
ওঁ মহোদরায় নমঃ ।
ওঁ রামসন্মুখায় নমঃ ।🙏🏼🌿🙏🏼
ওঁ রামপূজকায় নমঃ ॥ ১০৮ ॥🙏🏼🌿🙏🏼

॥ ইতি শ্রীমধনুমদাষ্টোত্তরশতনামাবলী ॥🙏🏼🌿🙏🏼

25/06/2024

🙏হরে কৃষ্ণ🙏
আমাদের এই পেজটা বড় করার জন্য আপনাদের সহায়তা আশা করছি । দয়া করে আপনারা আমাদের এই পেজটা ফলো কিংবা লাইক দিয়ে বড় করতে সাহায্য করুন।
🙏 হরে কৃষ্ণ🙏
हरे कृष्णा
हम इस पृष्ठ को बड़ा बनाने में आपकी सहायता की आशा करते हैं। कृपया इस पेज को फ़ॉलो या लाइक करके इसे आगे बढ़ाने में हमारी मदद करें।
हरे कृष्णा

আয়না যেমন ধূলিকণা দ্বারা আচ্ছন্ন হয়, তেমনি ক্রোধে বুদ্ধিও আচ্ছন্ন হয়।”Joy Sri Krishna
24/06/2024

আয়না যেমন ধূলিকণা দ্বারা আচ্ছন্ন হয়, তেমনি ক্রোধে বুদ্ধিও আচ্ছন্ন হয়।”

Joy Sri Krishna

23/06/2024

বিপদে যখন সবাই পাশে থেকে চলে যায়,
তখন চোখ বন্ধ করে একবার কৃষ্ণ নাম জপ করুন।
দেখবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার সাথেই আছেন।
কারন ভগবান তার সন্তানকে কখনোই ছেড়ে দেন না।

শাস্ত্রে আছে যদি কোন জন্মে এক মুহুর্তের জন্যও জীব জগন্নাথদেবের স্নানযাত্রা দর্শন করে মাত্র, "তার আর নশ্বর পৃথিবীতে জন্মগ...
21/06/2024

শাস্ত্রে আছে যদি কোন জন্মে এক মুহুর্তের জন্যও জীব জগন্নাথদেবের স্নানযাত্রা দর্শন করে মাত্র, "তার আর নশ্বর পৃথিবীতে জন্মগ্রহন করতে হয় না, তার নিত্যকাল নিত্যধামে বাস হয়। তাই আজ ভগবানের অপ্রাকৃত স্নানযাত্রায়, অংশগ্রহণ করুন আর জীবন ধন্য করুন, জয় জগন্নাথ বলরাম শুভদ্রা মহারানীর জয়🙏🙏🙏

আমি কে?  আমি কেন এই জগত সংসারে  এসেছি?  আমি কোথা থেকে এসেছি? আমি মৃত্যুর পরে কোথায় যাব? প্রত্যেক মানুষের উচিত এই প্রশ্নগ...
21/06/2024

আমি কে? আমি কেন এই জগত সংসারে এসেছি? আমি কোথা থেকে এসেছি? আমি মৃত্যুর পরে কোথায় যাব? প্রত্যেক মানুষের উচিত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা।
তাহলেই আমরা সত্যকে জানতে পারব।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদেরকে এই মানুষ্য জন্মটা দিয়েছেন। তাই আসুন সময় থাকতে ভগবানের নাম স্মরণ করি।- হরে কৃষ্ণ 🙏🙏🙏

 #কর্মফল_ভুগতেই_হবে .....👈👈👈👈কর্ণের রথের চাকা মাটিতে ধসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্যে রথ থেকে নিচে নামেন। এসময় তিন...
20/06/2024

#কর্মফল_ভুগতেই_হবে .....👈👈👈👈

কর্ণের রথের চাকা মাটিতে ধসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্যে রথ থেকে নিচে নামেন। এসময় তিনি নিরস্ত্র ছিলেন... ভগবান শ্রী কৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুন কে কর্ণ কে বান মেরে হত্যা করার নির্দেশ দেন।
অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একেরপর এক বান নিক্ষেপ করে। যা কর্ণ কে ভয়ংকর ভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে।

মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রী কৃষ্ণ কে প্রশ্ন করেন, "এই তুমি ভগবান? এই তুমি করুনাময়? এই তোমার ন্যায্য বিচার ! যে একজন নিরস্ত্র কে হত্যা করার পরামর্শ দাও ? "
সচ্চিদানন্দময় ভগবান শ্রী কৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, "চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমুন্যও নিরস্ত্র হয়ে গেছিলো, যখন সকলে মিলে তাঁকে নৃশংস ভাবে হত্যা করেছিলে... তাঁর মধ্যে তুমিও ছিলে । তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিলো কর্ণ ? এ জগতে যে যেরূপ কর্ম করবে আমিও তাঁকে সেইরূপ কর্মফলই প্রদান করি। ইহাই আমার বিচার।"🙏🙏🙏

অতএব... কর্ম করুন ভেবেচিন্তে। আপনি আজ কাউকে কষ্ট দিলে, যন্ত্রনা দিলে, অবজ্ঞা করলে, কারো দুর্বলতার সুযোগ নিলে.... আগামীতে আপনার জন্যেও সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনিই আপনাকে তা প্রদান করবেন। 🙏🙏🙏🙏

জয় শ্রী কৃষ্ণ

Address

Bagerhat Town

Alerts

Be the first to know and let us send you an email when Krishna Katha-কৃষ্ণ কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krishna Katha-কৃষ্ণ কথা:

Share

Category