Mommy's World

Mommy's World Welcome to Mommy's World — a cozy corner full of love,laughter and little adventures!♥️🥰

❤️
25/05/2025

❤️

"It's a blessing for grandchildren to still have their grandparents."♥️❤️🧡

এই গরমে শিশুদের রোগ থেকে দূরে রাখতে যা যা করণীয় — সচেতন হোন এখনই!গ্রীষ্মকালে আমাদের ছোট্ট সোনামণিদের শরীর সবচেয়ে বেশি ঝ...
25/05/2025

এই গরমে শিশুদের রোগ থেকে দূরে রাখতে যা যা করণীয় — সচেতন হোন এখনই!

গ্রীষ্মকালে আমাদের ছোট্ট সোনামণিদের শরীর সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। অতিরিক্ত গরম, ধুলাবালি, ঘাম এবং পানিশূন্যতা শিশুদের সহজেই নানা ধরনের অসুস্থতায় ভোগাতে পারে — যেমন জ্বর, ঘামাচি, ডায়রিয়া, হিট র‍্যাশ, হজমের সমস্যা, পানিশূন্যতা, ইনফেকশন ইত্যাদি।
তবে একটু সচেতন হলেই শিশুকে সুস্থ রাখা যায় এই দাবদাহের মধ্যে। জেনে নিন গরমে শিশুর যত্ন নেওয়ার কিছু কার্যকর করণীয়:

১. পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন:
প্রতিদিন ১-২ বার ঠান্ডা পানি দিয়ে শিশুকে গোসল করান। শরীরের ঘাম ও ধুলা মুছে ফেলুন, বিশেষ করে ঘাড়, পিঠ, বগল ও শরীরের ভাঁজে ভাঁজে।

২. হালকা ও সুতির জামা পরান:
ঘাম না ধরে এমন ঢিলেঢালা সুতির জামা শিশুর জন্য সবচেয়ে ভালো। সিনথেটিক বা মোটা কাপড় শিশুর ত্বকের জন্য ক্ষতিকর।

৩. ঘামে ভেজা জামা দ্রুত বদলান:
শিশুর জামা ভিজে গেলে তা দ্রুত বদলে দিন। ভেজা জামা পরে থাকলে ঠান্ডা লাগতে পারে বা চর্মরোগ হতে পারে।

৪. পর্যাপ্ত পানি ও তরল খাবার দিন:
শিশুকে পর্যাপ্ত পানি, ডাবের পানি, ফলের রস ও সহজপাচ্য তরল খাবার দিন। গরমে শিশু খুব সহজেই পানিশূন্যতায় ভুগতে পারে।

৫. রোদ এড়িয়ে চলুন:
দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদ খুব তীব্র থাকে। এই সময় শিশুকে বাইরে নিয়ে যাওয়া একেবারেই ঠিক নয়।

৬. খাবারে সতর্কতা:
বাসি খাবার শিশুকে খাওয়াবেন না। ঘরে তৈরি, তাজা ও হালকা খাবার দিন। বাইরের খাবার থেকে বিরত থাকুন।

৭. ঘর ঠাণ্ডা রাখুন:
শিশুর ঘরটি যেন আলো-বাতাসপূর্ণ ও তুলনামূলক ঠাণ্ডা থাকে তা নিশ্চিত করুন। ফ্যান বা এসি থাকলে মাঝারি তাপমাত্রায় রাখুন।

৮. ত্বকের যত্ন নিন:
ঘামাচি বা র‍্যাশ দেখা দিলে শিশুদের জন্য নির্ধারিত মেডিকেটেড পাউডার বা লোশন ব্যবহার করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

৯. অসুস্থতার লক্ষণ দেখলেই চিকিৎসকের কাছে যান:
শিশু যদি অতিরিক্ত ঘাম, খাওয়ায় অনীহা, ডায়রিয়া, বমি বা অস্বাভাবিক আচরণ করে, তবে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।

সন্তানকে সুস্থ ও হাসিখুশি রাখতে এই গরমে আপনাকেই হতে হবে সতর্ক।
এই তথ্যগুলো আপনার বন্ধু বা আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করুন, যাতে সকল শিশু সুস্থ ও নিরাপদ থাকে।

আপনার মতামত বা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে মিলে গড়ে তুলি সচেতন অভিভাবক সমাজ!❤️🧡

When I see my baby's newborn photo.♥️🥰🧡
24/05/2025

When I see my baby's newborn photo.♥️🥰🧡

🦷👶 শিশুর প্রথম দাঁত—শুরু হোক যত্নের প্রথম পাঠ 💖একটা ছোট্ট হাসি, আর তার ভেতর ছোট্ট একটি দাঁতের ঝিলিক…শিশুর প্রথম দাঁত যেন...
24/05/2025

🦷👶 শিশুর প্রথম দাঁত—শুরু হোক যত্নের প্রথম পাঠ 💖

একটা ছোট্ট হাসি, আর তার ভেতর ছোট্ট একটি দাঁতের ঝিলিক…
শিশুর প্রথম দাঁত যেন শুধুই একটা শারীরিক পরিবর্তন নয়—এটা এক অপার আনন্দের মুহূর্ত। মা-বাবার জন্য গর্বের, ভালোবাসার আর নতুন একটা দায়িত্বের সূচনা।

আমার সন্তান যখন প্রথম দাঁত গজাল, আমি অবাক হয়ে দেখছিলাম—এই ছোট্ট মানুষটার জীবন ধীরে ধীরে কী অসাধারণভাবে বদলে যাচ্ছে!
কিন্তু এর সঙ্গে সঙ্গেই শুরু হলো নতুন এক পর্যায়—যত্ন, সচেতনতা আর ভালোবাসার ছোঁয়ায় দাঁতের পরিচর্যা।

🔹 কখন দাঁত উঠতে শুরু করে?
সাধারণত ৬ মাস বয়স থেকে শিশুর প্রথম দাঁত ওঠে। কারও একটু আগে বা পরে হতে পারে—এটা একেবারেই স্বাভাবিক।

🔹 লক্ষণ:
• দাঁতের আগে ওরা কিছুকে কামড়াতে চায়
• লালা ঝরাতে শুরু করে
• মাঝে মাঝে একটু বিরক্ত বা কান্নাকাটি করে
• কখনো জ্বর বা পাতলা পায়খানা দেখা দিতে পারে

🔹 এই সময়টায় কী করবো?
✨ শিশুকে কামড়ানোর জন্য নরম রাবারের টিথার (teether) দেওয়া যায়
✨ ঠান্ডা কোনো পরিষ্কার কাপড় বা চামচ দিয়ে হালকা করে মাড়ি ঘষে দেওয়া যেতে পারে
✨ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি
✨ শিশুর মাড়ি বা দাঁত উঠলে প্রতিদিন একবার পরিষ্কার কাপড়ে বা নরম ব্রাশে মুছে দেওয়া উচিত

🔹 সবচেয়ে গুরুত্বপূর্ণ—ভালোবাসা আর ধৈর্য।
এই সময়টা শিশুর জন্য অস্বস্তিকর, তাই ওদের একটু বেশি আদর, একটু বেশি কোলে নেওয়া দরকার।

শিশুর দাঁতের যত্ন কোনোদিন অবহেলা করা উচিত নয়। কারণ এই দুধ দাঁতই একদিন স্থায়ী দাঁতের ভিত গড়ে দেয়। আর ভালো অভ্যাস গড়ে তুলতে হয় একেবারে শুরু থেকেই।



“একটা দাঁত উঠছে মানেই, শুধু দাঁত না—উঠছে একটা নতুন অধ্যায়।
যেখানে যত্নের ছায়ায় বেড়ে ওঠে একটা মিষ্টি হাসির গল্প।” 🍼🦷🌼

“যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন শুরু হয় একজন মায়ের রাত…”একটি ছোট্ট শিশুর নিঃশ্বাস, হঠাৎ করে কেঁদে ওঠা, একটু কাশি বা পানি খ...
24/05/2025

“যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন শুরু হয় একজন মায়ের রাত…”

একটি ছোট্ট শিশুর নিঃশ্বাস, হঠাৎ করে কেঁদে ওঠা, একটু কাশি বা পানি খাওয়ার ইচ্ছে—এই ছোট ছোট মুহূর্তগুলোই একজন মায়ের নির্ঘুম রাতের সঙ্গী। কেউ দেখে না, কেউ জানেও না—কিন্তু এই নিঃশব্দ রাতের ভিতরেই একজন মা নিজের ভালোবাসাকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয়।

মা হয়তো সারাদিন ক্লান্ত ছিল, হয়তো তার শরীর ব্যথা করছিল, কিন্তু সন্তানের একটু অসুবিধা দেখলেই সে জেগে ওঠে। মায়েরা কোনো ঘড়ি দেখে না, কোনো অভিযোগ করে না—কারণ তার ভালোবাসা সময় বা নিয়মে বাঁধা নয়।

এই রাতগুলো হয়তো কারো চোখে আসে না, কিন্তু এখানেই মায়ের সবচেয়ে বড় ত্যাগ লুকিয়ে থাকে। এটা কোনো গল্প না, এটা বাস্তব। এটা একজন মায়ের প্রতিদিনের নিরব নায়কোচিত যুদ্ধ।

শুধু বলার অপেক্ষা রাখে না—মা হওয়া মানে দিন-রাত এক করে সন্তানকে আগলে রাখা। ভালোবাসার এমন নিঃস্বার্থ রূপ শুধু একজন মা-ই দিতে পারে।♥️🌞💗

Hi there, sweet souls! I’m so happy you’re here.This little corner of the internet was born from the everyday magic of m...
24/05/2025

Hi there, sweet souls! I’m so happy you’re here.

This little corner of the internet was born from the everyday magic of motherhood—the tiny toes, the sleepy snuggles, the giggles, the messes, and every beautiful moment in between. Mommy’s Tiny World is a space to celebrate the real, raw, and radiant journey of raising little humans.

Whether you’re a fellow mom, soon-to-be mama, or just someone who enjoys heartwarming stories and honest reflections, you are warmly welcome here.

Let’s share the love, lift each other up, and remind ourselves that the tiniest moments often hold the biggest meaning.

With love,
A mamma with a full heart♥️♥️

Congratulations Ayman Sadiq  vaiya  and Munzereen Shahid apu.♥️♥️They are looking simply Gorgeous.. ♥️♥️♥️
15/09/2023

Congratulations Ayman Sadiq vaiya and Munzereen Shahid apu.♥️♥️
They are looking simply Gorgeous.. ♥️♥️♥️

13/09/2023
আবারও  নাটকের শুরু।। 😆🤣😂এরা পারেও বটে।🤣
07/09/2023

আবারও নাটকের শুরু।। 😆🤣😂
এরা পারেও বটে।🤣

পেইন্ট করার পর হাতের অবস্থা🎨🎨♥️♥️
06/09/2023

পেইন্ট করার পর হাতের অবস্থা🎨🎨♥️♥️

25/08/2023

A successful scenery of my whole day work.❤️❤️♥️🐠🐟

13/06/2023

আরে এটা তো আমি🤣😳🤣😢

Address

Bagerhat

Telephone

+8801311749321

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mommy's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mommy's World:

Share