MH Murtaja Vlg's

MH Murtaja Vlg's i love islam

জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়ে না, তবে কিছুটা অনুভব করিয়ে দেয়।
01/06/2025

জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়ে না, তবে কিছুটা অনুভব করিয়ে দেয়।

চা শ্রমিকের ন্যায্য অধিকার,চা দিবসে আমাদের দৃঢ় অঙ্গীকার।এই সবুজের পেছনে রয়েছে তাদের অব্যাহত ঘাম আর শ্রম।সম্মান দেই, অধিক...
21/05/2025

চা শ্রমিকের ন্যায্য অধিকার,
চা দিবসে আমাদের দৃঢ় অঙ্গীকার।
এই সবুজের পেছনে রয়েছে তাদের অব্যাহত ঘাম আর শ্রম।
সম্মান দেই, অধিকার চাই।

05/01/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohitul Islam, Md Parves Sheikh, Rani Akter R, Faridul Islam

15/12/2024

ভোলাগঞ্জ,সাদা পাথর, সিলেট।
#ভোলাগঞ্জ #সদাপাথর #সাদাপাথর

11/12/2024

মোরেলগঞ্জ/বাগেরহাট/মংলা/খুলনা/বরিশাল সহো সকল জায়গায় যারা কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন ০ থেকে যেকোনো বয়সের কোয়েল পাখির দেওয়া যাবে। কোয়েল পাখির জন্য বুকিং দিন।

লোকেশন: মোরেলগঞ্জ,বাগেরহাট,খুলনা

যোগাযোগ: 01704932720 WhatsApp
MH Murtaja Vlg's #কোয়েলপাখি

29/10/2024

তারা নিজেদের মধ্যে তাদের দ্বীনকে বহু ভাগে বিভক্ত করেছে; প্রত্যেক দলই তাদের নিকট যা আছে, তা নিয়েই আনন্দিত।

আল-মুমিনুন ৫৩

23/10/2024

২০০৬ সালে,২৮ অক্টোবর এর শহীদ মাসুম রাহি. এর জানাজার পূর্বে শহীদ আল্লামা সাঈদী রাহিঃ বক্তব্যে বলেন...!

#ছাত্রশিবির

কোয়েল পাখির বাচ্চা বুকিং চলছে! আগ্রহীরা প্রি-অর্ডার করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে।01704932720
20/10/2024

কোয়েল পাখির বাচ্চা বুকিং চলছে! আগ্রহীরা প্রি-অর্ডার করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে।
01704932720

ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবেআগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ ...
18/09/2024

ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনী যা যা করতে পারবে

আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২ (১) ধারা অনুযায়ী দুই মাসের (৬০ দিন) জন্য এই ক্ষমতা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে-


ধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা।

ধারা ৬৫ : গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।

ধারা ৮৩/৮৪/৮৬ : ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা।

ধারা ৯৫(২) : নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা।

ধারা ১০০ : ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা।

ধারা ১০৫ : সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তার (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন।

ধারা ১০৭ : শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১০৯ : ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা।

ধারা ১১০ : ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১২৬ : জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা।

ধারা ১২৭ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা।

ধারা ১২৮ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩০ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩৩ : স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

ধারা ১৪২ : জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা।

উল্লিখিত ক্ষমতা ছাড়াও, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে।

এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন। তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা দুই বছরের বেশি হবে না।

(কপি পোস্ট)

দেশ গঠনের জন্য তরুণদেরকেই ভূমিকা রাখতে হবে। হতে হবে সৎ, দক্ষ আর দেশপ্রেমিক। একবিংশ শতাব্দীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলা...
10/08/2024

দেশ গঠনের জন্য তরুণদেরকেই ভূমিকা রাখতে হবে। হতে হবে সৎ, দক্ষ আর দেশপ্রেমিক। একবিংশ শতাব্দীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। তথ্য-প্রযুক্তির এই যুগে পুরো বাংলাদেশের চেহারাই বদলে দিবো আমরা ইনশাআল্লাহ।

বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই তরুণ। এ দেশের কর্মসংস্থানেও তারুণ্যের ভূমিকা রয়েছে অসামান্য। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণাপ্রতিষ্ঠানের মতে, তরুণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভারতে ৩৫ কোটি ৬০ লাখ, চীনে ২৬ কোটি ৯০ লাখ, ইন্দোনেশিয়ায় ৬ কোটি ৭০ লাখ, যুক্তরাষ্ট্রে ৬ কোটি ৫০ লাখ, পাকিস্তানে ৫ কোটি ৯০ লাখ এবং বাংলাদেশে রয়েছে ৪ কোটি ৭৬ লাখ। এই তরুণেরাই বাংলাদেশের সব ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছেন। ইতিহাস সৃষ্টি থেকে প্রতিটি স্তরে সেই তরুণ যুবকেরাই পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। আজও বাংলাদেশের সব অভূতপূর্ব সৃষ্টিগুলোর জন্মই দেন তরুণেরা। ৩৬ জুলাই (৫ আগস্ট) ২০২৪ তারই প্রমান বহন করে।

এদেশের বুকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, সুদ, দুর্ণীতি আর মাদকে চিরতরে বিদায় করে দিবো। ক্যাম্পাসগুলো করবো আমাদের জন্য নিরাপদ। তৈরি হবে দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্ব আর প্রতিষ্ঠা হবে মানবিক মূল্যবোধ, গঠিত হবে ২০২৪ সালের ছাত্রজনতার অভ্যূত্থানের চেতনায় সোনার বাংলা। স্বৈরাচার আর পরিবারতন্ত্রের কবর রচনা হবে এই বাংলায় ইনশাআল্লাহ।

Nurul Islam Saddam

"""নিয়ে আসলাম""""অনেকেই কোয়েল পাখি খুঁজতেছিলেন তাদের জন্য এসে গেছে।বর্তমান বয়স ৭/৮ দিন এ ছাড়াও যেকোনো বয়সের পাখি বড...
07/03/2024

"""নিয়ে আসলাম""""
অনেকেই কোয়েল পাখি খুঁজতেছিলেন তাদের জন্য এসে গেছে।
বর্তমান বয়স ৭/৮ দিন এ ছাড়াও যেকোনো বয়সের পাখি বড় করে দেয়া যাবে।
এছাড়াও যাদের খাওয়ারর জন্য ডিম দরকার,বাচ্চা ফুটানোর জন্য বীজ ডিম দরকার যোগাযোগ করুন।

একরামখালি, জিউধারা,মোড়লগঞ্জ, বাগেরহাট
01704932720 imo/whatsapp

কিছু পুরুষ কোয়েল পাখি বিক্রি হবে(মাংসের জন্য) ৫০দিন+ বয়স । যারা মাংস খাওয়ার জন্য কোয়েল পাখি খুঁজছেন যোগাযোগ করুন।018...
12/12/2023

কিছু পুরুষ কোয়েল পাখি বিক্রি হবে(মাংসের জন্য) ৫০দিন+ বয়স । যারা মাংস খাওয়ার জন্য কোয়েল পাখি খুঁজছেন যোগাযোগ করুন।
01851409592 imo/WhatsApp

Address

Morrelgong
Bagerhat
9320

Telephone

+8801704932720

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH Murtaja Vlg's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MH Murtaja Vlg's:

Share