Rampal Times - রামপাল টাইমস

Rampal Times - রামপাল টাইমস রামপাল আপডেট নিউজ সবার আগে ।
রামপালের সর্বপ্রথম ডিজিটাল মিডিয়া ।
রামপাল টাইমস । যা সত্য, তাই সংবাদ।

01/12/2025

বাগেরহাটের রামপালে চক্ষু শিবির আয়োজন করেছে হিলফুল ফুজুল নামের একটি সামাজিক সংগঠন।
সোমবার (০১ ডিসেম্বর) সকালে উপজেলার ফয়লাহাট আছিয়া কারমতিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এই আয়োজনে রামপাল উপজেলা জামায়াত ইসলামি যুব বিভাগের সভাপতি আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াত ইসলামির নায়েবে আমির মাওলানা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ । সভাপতিত্ব করেন হিলফুল ফজলের প্রধান পৃষ্ঠপোষ্ট অধ্যাপক মুনিরুজ্জামান।

এদিন চক্ষু শিবিরে প্রায় ১০০০ রোগী চোখের চিকিৎসা গ্রহন করে ।

21/11/2025

সশস্ত্র দিবস উপলক্ষে মোংলা নেভাল বার্থে যু/দ্ধ জাহাজ বিএনএস আবু বকর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে কর্তৃপক্ষ

21/11/2025

চট্টগ্রাম বন্দর- দেশের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে কি...?

13/11/2025

বাগেরহাটের জন্য মনোনয়ন সংগ্রহ করছেন এনসিপির যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোল্যা রহমাতুল্লাহ

09/11/2025

খুলনা মোংলা মহাসড়কের লেন বৃদ্ধির দাবিতে পৃথকভাবে মানববন্ধন করেছে এনসিপি রামপাল উপজেলা শাখা ও বাংলাদেশ জামায়াত ইসলামী রামপাল উপজেলা শাখা

07/11/2025

খুলনা মংলা মহাসড়কে ৩ দিনের ব্যবধানে ঝরল পাঁচ প্রাণ ।
আজ (শুক্রবার, ০৭ নভেম্বর) তেঁতুলিয়া ব্রিজ এলাকায় ২ জন নি/হ/ত হয়েছে , এর আগে মঙ্গলবার (০৪ নভেম্বর) একই মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এর কাছেই বাবুরবাড়ি নামক স্থানে মটর সাইকেল ও যানবাহনের সংঘর্ষে বিএনপির তিন কর্মী নিহত হয় ।

04/11/2025

বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের বাবুর বাড়ি নামক স্থানে মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক সহ মোটরসাইকেলর ৩ আরহী নিহত হয়েছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন, মৃত আব্বাস আলী ইজারাদারের পুত্র জামির ইজারাদর (৫৫), মৃত শেখ শাহাদাত হোসেনের পুত্র মিজান শেখ (৫৫), ও মনিন্দির হালদারের পুত্র হরিপদ হালদার (৬০) । তারা প্রত্যেকেই বাগেরহাটের রামপাল উপজেলার কালেখারবেড়ের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মংলা খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় থেকে একটি রাজনৈতিক প্রোগ্রাম শেষে নিহত জামির ইজাদারের ব্যাক্তিগত মটর সাইকেলে (বাগেরহাট হ- ১২৯৫৭১) তারা বাড়ি ফিরছিলেন । এসময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি যানবাহন তাদের সজোরে ধাক্কা দিলে ছিটকে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয় । এতে খুলনা মংলা মহাসড়কে যানজট সৃষ্টি হয় ।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

30/08/2025

রামপাল টাইমস ডেস্কঃ বাগেরহাটের রামপালে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতি করেছে একটি চক্র। এরপর সাঁড়াশি অভিযানে চক্রের ২ সদস্যকে‌ আটক করেছে রামপাল থানা পুলিশ। এসময় তাদের থেকে ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি এবং ডাকাতিতে লুট করা মালামাল উদ্ধার হয় ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গৌরম্ভায় জনৈক আসাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কথা বলছেন, আতিকুর রহমান, ওসি রামপাল থানা, বাগেরহাট ।

24/08/2025

খুলনা-মোংলা মহাসড়কে সারাদিন যা হলো: বাগেরহাট-৩ এ রামপাল মোংলা কি পুনর্বহাল হবে?

17/08/2025

বাগেরহাটের রামপালে জুলাই বিপ্লবের ১ম বার্ষিকী উপলক্ষে ৩৬ জুলাই শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উজলকুড় ইউনিয়ন উন্নয়ন ফোরাম ।
শনিবার (১৬ আগষ্ট) উপজেলার গোবিন্দপুর এজেএস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অডিটরিয়ামে সকাল সাড়ে ৯টায় এ সভা অনুষ্ঠিত হয় । এতে গোবিন্দপুর গ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র ছাত্রী দের কে নিয়ে কুইজ, কবিতা লেখা, স্বহস্তে রচনা লেখা এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয় । অনুষ্ঠানে উজলকুড় ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ আম্মার শেখের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান সভাপতি, যুব- জামায়াতে ইসলামী, রামপাল উপজেলা শাখা । বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক বাগেরহাট জেলা সভাপতি এডভোকেট ইসাদুল হক । এছাড়া আরও উপস্থিত ছিলেন গোবিন্দপুর এজেএস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, টাটের হাট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মুজাহিদুল ইসলাম, জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, উজলকুড় ইউনিয়ন উন্নয়ন ফোরামের সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র-অভিভাবক সহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন ।

15/08/2025

বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী ২ নং উজলকুড় ইউনিয়ন শাখার পক্ষ থেকে বৃক্ষ রোপন ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান আসাদ,সহকারী সেক্রেটারি, রামপাল উপজেলা জামায়াত ইসলামী।
পরে ফয়লাহাট কামাল উদ্দিন বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আনোয়ারুল কাদির সোহাগ । এসময় উপস্থিত ছিলেন, আকবার হোসাইন, সেক্রেটারি, শ্রমিক কল্যান ফেডারেশন, রামপাল থানা, খালিদুর রহমান বাদশাহ, সভাপতি, শ্রমিক কল্যান ফেডারেশন, উজলকুড় ইউনিয়ন শাখা, আমির হামজা, সেক্রেটারি, জামায়াতে ইসলামি, ৩নং ওয়ার্ড শাখা, ইসমাইল হোসেন রাতুল, সহকারী সেক্রেটারি, উজলকুড় ইউনিয়ন যুব বিভাগ, আবু হোসেন রুবেল, সেক্রেটারি, রামপাল সদর ইউনিয়ন যুব বিভাগ, মোশাররফ হোসেন, আঃ রহিম সহ জামায়াত ইসলামী ও শ্রমিক কল্যান ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ।

11/08/2025

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদের বদলি আদেশ প্রত্যাহার ও তাঁকে পুনর্বহালের দাবিতে এক ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রামপালবাসীর আয়োজনে রবিবার (১০ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের সম্মুখে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিএনপি, জামায়াত, এনসিপি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কর্মসূচি পালন করেন। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একসাথে জনবান্ধব এই কর্মকর্তার পক্ষে অবস্থান নেন। মানববন্ধন শেষে জনপ্রশাসন উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, রামপাল উপজেলা সহকারী কমিশনার আফতাব আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকে ভূমি অফিসে দুর্নীতি, হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য হ্রাস পেয়েছে। সেবা প্রত্যাশীদের দ্রুত সেবা প্রদান, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও আগত সেবা প্রত্যাশীদের সাথে সৌজন্যমূলক আচরণ রামপালবাসীকে মুগ্ধ করেছে। সকল প্রকার চাপের উর্ধে থেকে তিনি সেবা প্রদানে বিশেষ স্বাক্ষর রেখেছেন।

Address

Rampal Sadar
Bagerhat
9340

Alerts

Be the first to know and let us send you an email when Rampal Times - রামপাল টাইমস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rampal Times - রামপাল টাইমস:

Share