15/08/2025
বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী ২ নং উজলকুড় ইউনিয়ন শাখার পক্ষ থেকে বৃক্ষ রোপন ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান আসাদ,সহকারী সেক্রেটারি, রামপাল উপজেলা জামায়াত ইসলামী।
পরে ফয়লাহাট কামাল উদ্দিন বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আনোয়ারুল কাদির সোহাগ । এসময় উপস্থিত ছিলেন, আকবার হোসাইন, সেক্রেটারি, শ্রমিক কল্যান ফেডারেশন, রামপাল থানা, খালিদুর রহমান বাদশাহ, সভাপতি, শ্রমিক কল্যান ফেডারেশন, উজলকুড় ইউনিয়ন শাখা, আমির হামজা, সেক্রেটারি, জামায়াতে ইসলামি, ৩নং ওয়ার্ড শাখা, ইসমাইল হোসেন রাতুল, সহকারী সেক্রেটারি, উজলকুড় ইউনিয়ন যুব বিভাগ, আবু হোসেন রুবেল, সেক্রেটারি, রামপাল সদর ইউনিয়ন যুব বিভাগ, মোশাররফ হোসেন, আঃ রহিম সহ জামায়াত ইসলামী ও শ্রমিক কল্যান ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ।