Rampal Times - রামপাল টাইমস

  • Home
  • Rampal Times - রামপাল টাইমস

Rampal Times - রামপাল টাইমস রামপাল আপডেট নিউজ সবার আগে ।
রামপালের সর্বপ্রথম ডিজিটাল মিডিয়া ।
রামপাল টাইমস । যা সত্য, তাই সংবাদ।
(1)

14/07/2025

বাগেরহাটের রামপালে এনসিপির পদযাত্রা একনজরে...
উল্লেখ্য, গত ১২ জুলাই শনিবার জুলাই পদযাত্রার অংশ হিসেবে তারা রামপালের ফয়লা বাস স্ট্যান্ডে এক পথসভায় অংশগ্রহণ করেন...

12/07/2025

বাগেরহাটের রামপালের খুলনা মোংলা মহাসড়কের ফয়লাহাট বাস স্ট্যান্ডে কথা বলছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন

12/07/2025

বাগেরহাটের রামপালের খুলনা মোংলা মহাসড়কের ফয়লাহাট বাস স্ট্যান্ডে কথা বলছেন নাসির উদ্দিন পাটোয়ারী

12/07/2025

বাগেরহাটের রামপালের খুলনা মোংলা মহাসড়কের ফয়লাহাট বাস স্ট্যান্ডে কথা বলছেন সারজিস আলম

10/07/2025

রামপালে জুলাই স্বাধীনতা স্মরণে চক্ষু চিকিৎসা শিবির

রবিউল ইসলাম রাকিবঃ বাগেরহাটের রামপালে বিনামূল্য জুলাই স্বাধীনতা স্মরণে এক চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। হিলফুল ফুজুল ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদরাসায় হিলফুল ফুজুলের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মুনিরুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী চক্ষু শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এ্যাডভোকেট শেখ আ.ওয়াদুদ।
প্রধান অথিতির বক্তব্য দেন সোনাতুনিয়া আজিজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এস, এম আ. আজিজ। বিশেষ মেহমানের বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক শেখ মাঞ্জুরুল হক রাহাদ, অধ্যক্ষ এ, বি, এম আব্দুস সোবহান প্রমুখ।
চক্ষু চিকিৎসা শিবিরে ছানিপড়া রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়। এ সময় আগত ৬ শতাধিক রোগীকে বিনামূল্য প্রাথমিক চিকিৎসা, ২ শতাধিক রোগীকে চশমা প্রদান ও ৬০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। অধ্যাপক মুনিরুজ্জামান জানান, এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

ভিডিওতে অনুষ্ঠানের একাংশ...

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট সিএন্ডবি মোড়ে আসবেন ২৪ এর জুলাইয়ে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী নাহিদ হাসনাত সারজিসর...
09/07/2025

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট সিএন্ডবি মোড়ে আসবেন ২৪ এর জুলাইয়ে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী নাহিদ হাসনাত সারজিসরা । ১২ জুলাই শনিবার বেলা ১২টায় জুলাই পদযাত্রার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আসছেন বলে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিনাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ ।
#বিশেষদ্রষ্টব্য:- এটি একটি সংবাদ বিজ্ঞপ্তি পরিবেশনা।

24/06/2025

নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/ সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নত করন, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি প পালন করে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, রামপাল শাখা । মঙ্গলবার সকাল ১০টায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা । এ সময় লিখিত বক্তব্যের মাধ্যমে তাদের দাবি পেশ করেন...
বিস্তারিত: আব্দুল্লাহ শেখের তথ্যচিত্রে...

05/06/2025

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট হাই স্কুল মাঠে ছিল পশুর জমজমাট হাট! ( ভিডিও বিকেলে ধারণকৃত) ।

28/05/2025

অবহেলায় প্রসূতির মৃত্যু, জরুরী বিভাগ ও এনেস্থেশিয়া মেশিন না থাকা এবং বজ্র অব্যাবস্থাপনা সহ নানান অনিয়মের অভিযোগে বাগেরহাটের একটি ক্লিনিক বন্ধ করেছে রামপাল উপজেলা স্বাস্থ্য বিভাগ।

গতকাল মঙ্গলবার (২৭ মে) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট সিএন্ডবি মোড়ে অবস্থিত সুন্দরবন প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে তালাবন্ধ করে দেন রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল।

ডাঃ সুকান্ত কুমার পাল জানান, সোমবার রাতে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া যায় । তার প্রেক্ষিতে বাগেরহাট জেলা সিভিল সার্জন আ.স.ম. মাহবুবুল আলমের নির্দেশনায় অভিযুক্ত সুন্দরবন প্রাইভেট ক্লিনিকে মঙ্গলবার দুপুর পরিদর্শনে যান তারা । এ সময় বেরিয়ে আসে ওই ক্লিনিকের নানান অনিয়ম। তার মধ্যে অন্যতম জরুরী বিভাগ ও এনেস্থেশিয়া মেশিন না থাকা এবং বজ্র অব্যাবস্থাপনা ।
তিনি আরও জানান, তিন জন বিশেষজ্ঞ ডাক্তার অপারেশন থিয়েটারে উপস্থিত থাকার কথা থাকলেও কখনই এই শর্ত তারা মানেন না । এসকল বিষয়গুলো আমলে নিয়ে জেলা সিভিল সার্জনের নির্দেশনায় ক্লিনিক তালা বন্ধ করা হয়েছে।

একটি হারানো বিজ্ঞপ্তি আমার একটি মানিব্যাগ হারিয়ে গিয়াছে,উক্ত ব্যাগে আমার ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ আরো প্রয়োজনীয়...
18/05/2025

একটি হারানো বিজ্ঞপ্তি
আমার একটি মানিব্যাগ হারিয়ে গিয়াছে,উক্ত ব্যাগে আমার ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ আরো প্রয়োজনীয় কাগজপত্র ছিল,, চামড়ার মানিব্যাগ ছিল কোন সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন,তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।
নাম:সেলিম শেখ
পিতা মৃত সাহেব আলী চৌকিদার
গ্রাম: গোবিন্দপুর থানা রামপাল জেলা বাগেরহাট
যোগাযোগের নাম্বার:
01910286500

21/04/2025

বাগেরহাটের রামপাল থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ আতিকুর রহমান রামপাল বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি ১০ এপ্রিল রামপাল থানায় যোগদান করেন ।

সোমবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, যে কোন‌ সমস্যায় সরাসরি থানায় আসতে, কোন ফোন বা তদবিরের কোন‌ প্রয়োজন নেই।
রামপালকে সবার জন্য শান্তিপ্রিয় ও বাসযোগ্য করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন ।

রবিউল ইসলাম রাকিবের ভিডিও চিত্রে মুনাওয়ার রনির ডেস্ক রিপোর্ট।

10/04/2025

সারা দেশের ন্যায় ই জ রা ই লী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বাগেরহাটের রামপালেও । সোমবার (০৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে দুঃখ ভারাক্রান্ত কন্ঠে গা জা বাসির জন্য যে দোয়া করেন ফয়লাহাট সেন্ট্রাল জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নুরুল ইসলাম ...

ভিডিওটি ধারণ করেন রবিউল ইসলাম রাকিব ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rampal Times - রামপাল টাইমস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rampal Times - রামপাল টাইমস:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share