Masum Billah

Masum Billah সাংগঠনিক সম্পাদক
রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগ
শরণখোলা, বাগেরহাট। I'm Simple...

04/06/2025
17/05/2024

কারো পা চেটে নিজের পরিচয় তৈরী করার চেয়ে,
কষ্টার্জিত অর্থে কেনা জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরী করা বেশী সম্মান জনক !

23/12/2023

শেষ নবী সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গী :
(১) রবীন্দ্রনাথের কাছে মুসলমানদের নবী’র জীবন চরিত কখন ভালোলাগতো না। এ সম্পর্কে মোতাহার হোসেন চৌধুরী শান্তি নিকেতনে কবি রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করেছিলেন, “আপনার লেখায় ইসলাম ও বিশ্বনবী সম্পর্কে কোনো কথা লেখা নেই কেন? উত্তরে কবি বলেছিলো, 'কোরআন পড়তে শুরু করেছিলুম কিন্তু বেশিদূর এগুতেপারিনি আর তোমাদের রসুলের জীবন চরিতও ভালো লাগেনি।
[তথ্যসূত্র: বিতণ্ডা, লেখক সৈয়দ মুজিবুল্লা, পৃ -২২৯ ]"

২) উপন্যাস ‘গোরা’ রবীন্দ্রনাথ বলেছিলো: ভালো মানুষী ধর্ম নয়; তাতেদুষ্ট মানুষকে বাড়িয়ে তোলে। তোমাদের ‘মুহম্মদ’ সে কথা বুঝতেন,তাই তিনি ভালো মানুষ সেজে ধর্মপ্রচার করেননি।”

৩) প্রবন্ধ ‘বীর গুরু’তে রবীন্দ্রনাথ বলেছে: "দেব-দৈত্য সকলেই নিজেরউপাসনা প্রচলিত করিতে চায়; গোরখনাথ রামানন্দ প্রভৃতি ধর্মমতেরপ্রবর্তকেরা নিজে নিজে এক-একটা পন্থা বাহির করিয়া গিয়াছেন।ঈশ্বরের কাছে প্রার্থনা করিবার সময়ে মুহম্মদ নিজের নাম উচ্চারণকরিতে আদেশ করিয়া গিয়াছেন।”

উল্লেখ্য মুখে ব্রাহ্ম ধর্ম বলে দাবি করলেও রবীন্দ্রনাথ ছিলো গোড়া হিন্দুত্ববাদী। এজন্য নিজ এলাকা শিলাইদহে গরু জবাই নিষিদ্ধ করেছিলো সে এবং পূজারব্যয় বহন করতে মুসলমান প্রজাদের বাধ্য করতো।

(সূত্র: বাংলাএকাডেমীর ত্রৈ মাসিক “উত্তরাধিকার” পত্রিকায় (বৈশাখ- আষাঢ়১৩৯৩) প্রকাশিত একটি প্রবন্ধে ডক্টর আহমদ শরীফ বিষয়টি দালিলিক প্রমাণসহ বিবরন দিয়েছেন।)

একে একে হারিয়ে যাচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা। বাগেরহাটের শরণখোলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শরীফর মৃত্যুতে বীর পর...
25/11/2023

একে একে হারিয়ে যাচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা।
বাগেরহাটের শরণখোলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শরীফর মৃত্যুতে বীর পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা...

23/11/2023

মাসুম বিল্লাহ : সংসদীয় আসন ৯৮, উপকূলীয় উপজেলা শরণখোলার ৪টি ও মোড়েলগঞ্জের ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে বাগেরহাট-.....

22/10/2023
I have reached 1K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
26/08/2023

I have reached 1K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

02/07/2023

বাগেরহাট প্রতিনিধিঃ টচ লাইটের আলো গায়ে মারাকে কেন্দ্র করে বাগেরহাটের কচুয়ায় ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (৩৭) নামের ...

02/07/2023

ফরিদুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জর কচিখালী এলাকায় ২৫০ ফুট হরিণ ধরার ফাঁ....

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়। বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর...
14/01/2023

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়। বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার মুক্তিকামী মানুষ।
৩০ লাখ শহীদের রক্ত আর লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় কাঙ্খিত বিজয়। এই দিনে পাকহানাদার বাহিনী আত্মসমর্পণ করলে বীর বাঙালি আনন্দে মেতে ওঠে, চারদিকে বিজয় মিছিল বের হয়। বিজয়ের এই দিনটি প্রতি বছর বিশেষ মর্যাদায় পালিত হয়। দেশের ডাক বিভাগও দিনটি ‍উদযাপনে পিছিয়ে নেই। ডাক বিভাগ বিজয় দিবসের স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম প্রকাশ করে দিনটি বিশেষভাবে উদযাপন করে।
বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে নিয়মিতভাবে বিশেষ দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট প্রকাশের রীতি চালু হয়। এর আগে মাত্র দুইবার স্মারক ডাকটিকেট প্রকাশ করে ডাক কর্তৃপক্ষ। ©

https://albd.org/bn/articles/news/40431/

৬৫ দিনের নিষেধাজ্ঞার ফাঁদে অলস সময় পার
05/06/2022

৬৫ দিনের নিষেধাজ্ঞার ফাঁদে অলস সময় পার

Address

Saronkhola
Bagerhat
9330

Alerts

Be the first to know and let us send you an email when Masum Billah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum Billah:

Share