21/06/2024
আমি জানি না এই মেয়েটা কে বা কি তার পরিচয় ।।
তার ভিডিওর একটা শর্ট ক্লিপ দেখছিলাম।।যেটুকু দেখেছি তাতে আমি একটা জিনিস আমার সাথে অনেক কিছু অনেক কথার মিল পেয়েছি ।।আমি তার পোস্ট করা ভিডিও তে দেকলাম অনেক মানুষ কমেন্ট করেছেন একজন এর জন্য এভাবে জীবন দিয়ে দেয়া ঠিক নয় আরো অনেক কিছু ।।কিন্তু আসলে কি সে যে পরিস্থিতির ভিতর থাকে সাফার করেছে সেই শুধু জানে তার কতটা কষ্ট হইছে।। ভালোবাসার মানুষটা যখন চোখের সামনে চেঞ্জ হইয়া যায় বা যখন মূল্য না দেয় তখন কেমন লাগে শুধু মাত্র সেই ব্যক্তিই জানে ।।
অন্তত আমি এটা বুঝি ।।সবসময় ফ্যামিলির গার্ডিয়ানদের কোনো অন্যায়ের বা ভুলের জন্য সন্তানদের উপরে প্রতিশোধ নেয়াটা কোনো সঠিক বিচার হইতে পারে না ।। ভালোবাসাটা অনেক সুন্দর সবাই এই ভালোবাসাকে আঁকড়ে ধরে সারাজীবন বাঁচতে পারে না বা চায় না ।।আমি মনে করি যে ব্যক্তি সব বুঝে শুনে তার ভালোবাসার মানুষকে ইচ্ছে করে অপমান আঘাত দূরে সরিয়ে রাখে সে একটা অমানুষ ছাড়া আর কিছুই হইতে পারে না।।এই বোনটির মত আমারও জীবনের ঘটনা প্রায় একই তবুও অনেক যুদ্ধ করে বেঁচে আছি নিজের মনের সাথে তাও মাঝে মাঝে আমারও অনেক আজে বাজে চিন্তা মাথায় আসে তখন আসলেই নিজেকে কন্ট্রোল করা খুবই কষ্টকর হইয়া পরে।। বোন আমি জানি না তুমি বেঁচে আছো নাকি পরপারে চলে গেছো।।তবে তুমি যেখানেই থাকো না কেনো ভালো থাকো ।।আমি তোমার যন্ত্রণাটা অনুভব করতে পেরেছি এই জন্য আমি এই পোস্ট করলাম ।।
সরি বোন এই দুনিয়ার বেইমান আর অমানুষ গুলার উপরে এত বেশি দুর্বল হইয়া নিজেকে শেষ করে দাওয়ার জন্য ।।😭😭