Emam Hossen

Emam Hossen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Emam Hossen, Digital creator, sharonkhola Bagerhat, Bagerhat.

26/09/2025

পি আর ছাড়া নির্বাচন মানি না মানবো না, শরনখোলায় জামায়েত ইসলামের পথসভা ও বিক্ষোভ মিছিল

20/09/2025
আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে ইনশ...
14/09/2025

আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে ইনশা-আল্লাহ।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে,আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) ইস-রাইল মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন,আমরা মহান আল্লাহকে বলতে পারব না,আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন,আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান,যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী,আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হি সলিহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরে-স্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে,মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম,এবার একটু চিন্তা করুন তো,এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে!

09/09/2025

ভাঙ্গায় ভয়াবহ হরতাল । মহাসড়ক বন্ধ

29/08/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

আলহামদুলিল্লাহ, সম্মানিত আমীরে জামায়াত জননেতা ডা. শফিকুর রহমান ১০ দিন পর চিকিৎসা শেষে আজ বাসায় ফিরেছেন। আল্লাহ রাব্বুল আ...
12/08/2025

আলহামদুলিল্লাহ, সম্মানিত আমীরে জামায়াত জননেতা ডা. শফিকুর রহমান ১০ দিন পর চিকিৎসা শেষে আজ বাসায় ফিরেছেন।

আল্লাহ রাব্বুল আলামীন সম্মানিত আমীরে জামায়াতকে নেক ও সুস্থ হায়াত দান করুন। আমিন।

05/08/2025

শরনখোলায় জামায়াতে ইসলামের সমাবেশে বক্তব্য রাখছেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম

মিসওয়াকের ৭০টি  ফায়দা ও উপকারিতা *****************************************১. আল্লাহ তা'আলা সন্তুষ্ট হন।২. ফেরেশতারা খুশি...
04/08/2025

মিসওয়াকের ৭০টি ফায়দা ও উপকারিতা
*****************************************
১. আল্লাহ তা'আলা সন্তুষ্ট হন।
২. ফেরেশতারা খুশি হন।
৩. ফেরেশতারা তার সাথে মোসাফাহা করেন।
৪. ফেরেশতারা তার প্রশংসা করেন।
৫. নামায পড়তে বের হলে ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানায়।
৬. মসজিদ থেকে বের হলে ফেরেশতারা তার পিছনে পিছনে চলেন।
৭. আরশ বহনকারী ফেরেশতারা তার জন্য ক্ষমার দু'আ করেন, যখন সে মসজিদে থেকে বের হয়।
৮. ফেরেশতারা তাকে নবী রসুলগণের অনুসারী বলেন।
৯. নবী রসুলগণ তার জন্য মাগফিরাতের দু'আ করেন।
১০. শয়তান অসন্তুষ্ট হয়।
১১. শয়তান বিতারিত হয়।
১২. প্রয়োজন মিটাতে সাহায্য করে।
১৩. হযরত আলি রাযি. ও হযরত আনাস রাযি. থেকে বর্ণিত আছে, মেসওয়াক করার বরকতে রিজিক সহজে উপার্জন হয়।
১৪. নামাজের ফজিলত ৭০ গুণ বৃদ্ধি করে দেয় হয়। আর ইমাম আবু জাফর তাহাবি রহ. থেকে বর্ণিত, নামাযের ফযিলত ৯৩ গুণ থেকে ৪০০ গুণ পর্যন্ত বৃদ্ধির বর্ণনা করা পাওয়া যায়।
১৫. বাকশক্তি সুন্দর ও আকর্ষণীয় হয়।
১৬. কন্ঠস্বর সুন্দর করে।
১৭. মুখ পরিষ্কার করে।
১৮. জিহ্বা পরিষ্কার করে।
১৯. চাহিদা পরিচ্ছন্ন করে।
২০. দাঁতের শুভ্রতা ও উজ্জ্বলতা বৃদ্ধি করে।
২১. মুখে সুঘ্রাণ আনে।
২২. মুখের দুর্গন্ধ দূর করে।
২৩. রুচি বৃদ্ধি করে।
২৪। হজম শক্তি বৃদ্ধি করে।
২৫. মেরুদন্ড মজবুত করে।
২৬. দাঁত মজবুত করে।
২৭. দাঁতের মাড়ি মজবুত করে।
২৮. মাথা ব্যথা দূর করে।
২৯. কাশি দূর করে।
৩০. শরীরের অতিরিক্ত আদ্রতা দূর করে।
৩১. স্মরণ শক্তি বৃদ্ধি করে।
৩২. জ্ঞান- বুদ্ধি বৃদ্ধি করে।
৩৩. দৃষ্টি শক্তি তীক্ষ্ণ করে।
৩৪. শ্রবণ শক্তি বৃদ্ধি করে।
৩৫. মাথা ঠান্ডা রাখে।
৩৬. শরীর শক্তিশালী করে।
৩৭. পেট পরিষ্কার করে।
৩৮. পেটের রোগ দূর করে।
৩৯. অন্তর- আত্মা পবিত্র হয়।
৪০. আর্দ্রতা বন্ধ করে।
৪১. বীর্য ঘন করে।
৪২. সর্বপ্রকার ব্যাথা দূর করে।
৪৩. জ্বর থাকলে তা কমে যায়।
৪৪. ধন- সম্পদ বৃদ্ধি করে।
৪৫. স্ত্রী স্বমীর প্রতি, স্বমী স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে।
৪৬. যৌন শক্তি বৃদ্ধি পায়।
৪৭. যার মাথায় বা শরীরে পশম নেই মেসওয়াক করার দ্বারা তার শরীরে ও মাথায় চুল গজায়।
৪৮. যুদ্ধে জয় লাভ করা যায়।
৪৯. চুলের গোড়া শক্ত করে।
৫০. মেসওয়াক করার বরকতে শত্রুর দিলে ভয় সৃষ্টি হয়।
৫১. মেসওয়াক করার বরকতে গোনাহ থেকে বেঁচে থাকা যায়।
৫২. শরীরের রং উজ্জ্বল ও আকর্ষণীয় করে।
৫৩. শয়তানের ওয়াছওয়াছা দূর হয়।
৫৪. ক্ষুধা দূর করে।
৫৫. ইবাদতে শক্তি বৃদ্ধি করে।
৫৬. সন্তান -সন্ততি নেককার ও সভ্যভদ্র হয়।
৫৭. অধিক সন্তান লাভ হয়।
৫৮. বার্ধক্য বিলম্বে আসে।
৫৯. মৃত্যুর সময় ফেরেশতারা সম্মানের সাথে উপস্থিত হন।
৬০. মৃত্যুর সময় ফেরেশতারা এমন আকৃতিতে আসে যেমন আকৃতিতে নবী রসুলগণের কাছে আসতেন।
৬১. মৃত্যুর কষ্ট তাড়াতাড়ি শেষ হয়।
৬২. মেসওয়াক করার বরকতে মৃত্যুর সময় আত্মা সহজে বের হয়।
৬৩. মৃত্যুর সময় কালেমা নসীব হয়।
৬৪. কবর প্রশস্ত হয়।
৬৫. কবরে সান্তনা দেয়া হয়।
৬৬. জান্নাতের দরজা সমূহ উন্মুক্ত করে দেওয়া হয়।
৬৭. জাহান্নামের দরজা সমূহ তার জন্য বন্ধ করে দেওয়া হয়।
৬৮. আমল নামা ডান হাতে পাওয়া যায়।
৬৯. পুলসিরাত বিজলীর মতো পার হওয়া যায়।
৭০. আশা রাখা যায় বিনা হিসাবে জান্নাতের ফায়সালা করা হবে। ইনশাআল্লাহ
সব কিতাবের নাম দিলে লম্বা হয়ে যাবে তাই শুধুমাত্র হানাফি মাযহাবের ফাতাওয়ার কিতাব ফাতাওয়া শামির নামই উল্লেখ করছি ১/ ২৩৬
লেখক:মুফতী ওলিউর রহমান সাহেব ,শায়খে যাত্রাপাশী।
মুফতী তানভীর আহমদ সুনামপুরী

আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।
23/07/2025

আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।

Address

Sharonkhola Bagerhat
Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emam Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share