Emam Hossen

Emam Hossen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Emam Hossen, Digital creator, sharonkhola Bagerhat, Bagerhat.

আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।
23/07/2025

আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।

29/06/2025

দৈনিক সঞ্চয়ের মাধ্যমে ব্যবসায় সফলতা । অল্প অল্প টাকা জমিয়ে যেকোনো একজন ব্যবসাহীকে সহযোগিতা করা আমাদের মূল লক্ষ্য ।

টাইম লাইনে রেখে দিবেন।
27/06/2025

টাইম লাইনে রেখে দিবেন।

নতুন হিজরি বর্ষে আমাদের জীবনে আসুক— শান্তি, সমৃদ্ধি ও মুক্তির বার্তা।
27/06/2025

নতুন হিজরি বর্ষে আমাদের জীবনে আসুক— শান্তি, সমৃদ্ধি ও মুক্তির বার্তা।

26/06/2025

তুই মরিলে কান্দিবে কয়জন অসাধারণ একটি গজল । tui morile kandibe kajon

26/06/2025

পরান পাখিরে সময় হলে জিবন চেনা যায়

🔴 ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে ম...
22/06/2025

🔴 ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!

১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।

২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।

৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা।
এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।

৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়।

৮। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে। সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ।।

বুঝেশুনে খরচ করুন। ধনী না হলেও অন্তত ঋণী হবেন না।"আসলেই সত্য। লাইফস্টাইল সবাই আমরা ভাল চাই।  অনেক ক্ষেত্রে অন্যের দেখে, ...
14/06/2025

বুঝেশুনে খরচ করুন।
ধনী না হলেও অন্তত ঋণী হবেন না।"

আসলেই সত্য। লাইফস্টাইল সবাই আমরা ভাল চাই। অনেক ক্ষেত্রে অন্যের দেখে, আশেপাশের ইনফ্লুয়েন্সে আমরা সবকিছু চাই লেটেস্ট। সোশ্যাল মিডিয়াও বড় রোল প্লে করে আজকাল। বাসাও হাইফাই লাগবে, বাসন কোসনও লাগবে হরেক পদের, ব্র‍্যান্ডের ব্যাগ না হলে বাইরে বেরোতে ইচ্ছে করেনা, বছরে দুইটা হলিডে না হলে জাতে ওঠা যায় না- এগুলো ভুল ধারণা। জীবন মধ্যমপন্থাতেই সুন্দর আর সাবলীল। জিনিসের চাইতেও মেন্টাল পিস বেশি জরুরি। স্যাটিসফাইড থাকার প্র‍্যাক্টিস করতে হবে। সব ভাল হলে খুবই ভাল সেটা অবশ্যই হালাল ইনকামে কাউকে কষ্ট না দেয়া টাকায় হতে হবে। অন্যের জন্য না, নিজের সখের জন্য সুন্দর করে বেঁচে দেখুন। জীবন সিম্পলের মধ্যেও সুন্দর!

সেভিংস রাখুন। পুরোটা খরচ করা যাবেনা।
বিপদে মানুষ, জিনিস কিছুই কাজে আসেনা।
কাজে আসে শুধু টাকা, গোল্ড আর প্রোপার্টি।
লোকদেখানো মানুষ হেল্পের ভান করে,
হেল্প করেনা।
এটাই বাস্তবতা।

সংগৃহীত।

আহমেদাবাদ থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার—গন্তব্য ছিল লন্ডন। কিন্তু আকাশে উড়ে ছিল মাত্র ৫ মিনিট। তারপর...
12/06/2025

আহমেদাবাদ থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার—গন্তব্য ছিল লন্ডন। কিন্তু আকাশে উড়ে ছিল মাত্র ৫ মিনিট। তারপরই ভয়াবহ বিস্ফোরণ! শহরের মেঘানি নগরের উপরেই ভেঙে পড়ল বিমানটি। মুহূর্তেই আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল, আগুনের হলকায় জ্বলেপুড়ে ছাই হয়ে গেল একাধিক বহুতল।

👨‍⚕️ লাঞ্চ করতে এসে মৃত্যু হল মেডিকেল হোস্টেলের ডাক্তারি ছাত্রদের। 👪 ২৩২ জন যাত্রী ও ১২ জন ক্রু — প্রবাসযাত্রা, নতুন জীবন, চিকিৎসা — সব স্বপ্ন থেমে গেল এক নিমেষে।

বিমানে ছিলেন:

🇮🇳 ১৬৯ জন ভারতীয়

🇬🇧 ৫৩ জন ব্রিটিশ

🇵🇹 ৭ জন পর্তুগীজ

✈️ DGCA জানিয়েছে, বিমানটি উড়েই "Mayday" সংকেত পাঠিয়েছিল। কিন্তু তার কয়েক সেকেন্ডের মধ্যেই স্পীড ছিল ২৭৫ কিমি/ঘণ্টা, উচ্চতা মাত্র ৬২৫ ফুট — সেখানেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা! সম্ভবত যান্ত্রিক ত্রুটি।

💔 যারা হারিয়ে গেলেন তারা কেবল সংখ্যা নন—
তারা কারও বাবা, কারও মেয়ে, কারও জীবনসঙ্গী, কারও স্বপ্ন! তাদের শূন্যতা চিরস্থায়ী ক্ষত হয়ে রইল অসংখ্য পরিবারের হৃদয়ে।

🏥 এখন পর্যন্ত ৮ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, মানসিক দিক থেকে তাঁরা সম্পূর্ণ ভেঙে পড়েছেন।

এই ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দিল—

> আকাশে যেমন স্বপ্ন আছে, তেমনি আছে ঝুঁকি।
আর সেই ঝুঁকি প্রতিরোধে চাই আরও কঠোর নিরাপত্তা, আর মান রক্ষার প্রতিশ্রুতি।

📸 কথা ও ছবিগুলি ইন্টারনেট থেকে সংগৃহীত।

09/06/2025

ও মেরা নবী মেরা নবী হে (সঃ) । Woh Mera Nabi Hai | ও মেরা নবী হে | । | উর্দু নাথ
Woh Mera Nabi Hai | ও মেরা নবী হে | Syed HassanUllah Hussaini | Muhammad Shaffan |Muhammad Junaid
Woh Mera Nabi Hai
ও মেরা নবী হে
উর্দু গজল 2023
পাকিস্তানি গজল 2023
ইসলামিক গজল
নাতে রাসুল
naate rasul
উর্দু নাতে রাসুল
উর্দু নাত
বাংলা নাত
ইসলামিক নাত

আব্দুল জব্বার মন্ডল এর উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস...
22/05/2025

আব্দুল জব্বার মন্ডল এর উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
মনে রাখবেন আঃ জব্বার মন্ডলরা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশের ন্যায় ও সততা!!

21/05/2025

মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি ঘনিয়ে আসছে।

Address

Sharonkhola Bagerhat
Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emam Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share