Betagar news

Betagar news আসসালামু আলাইকুম, বেতাগা টিভিতে আপনাকে স্বাগতম। সত্য প্রকাশে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

খুলনা মহানগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপির  দ্বি - বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
15/09/2024

খুলনা মহানগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপির দ্বি - বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

একটা শিশু ছিলো। নাম আয়াত.......এই ছোট্ট বাচ্চাটা আজ থেকে ঠিক নয়দিন আগে হারিয়ে গিয়েছিলো। সোশ্যাল মিডিয়া মিডিয়া, প্রিন্ট ...
27/11/2022

একটা শিশু ছিলো। নাম আয়াত.......

এই ছোট্ট বাচ্চাটা আজ থেকে ঠিক নয়দিন আগে হারিয়ে গিয়েছিলো। সোশ্যাল মিডিয়া মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইউটিউব সব সবখানে তার ছবি ঘুরপাক খাচ্ছিলো। সব সময় ওকে নিয়ে করা সব কিছুকে অবজারভেশনে রেখেছিলাম। প্রথম যেদিন ওর আর্জেন্টিনার জার্সি পরিহিত ছবিটা দেখলাম। আমার হার্ট হঠাৎ ধুপ করে উঠেছিলো। এখনো মনে করতে পারি ওই মোমেন্টটা। এত্ত সুন্দর একটা বাচ্চা। মায়াবী চেহারা। দেখলেই মায়া লেগে উঠে। কেউ না কেউ নিশ্চয়ই খুঁজে পেয়ে ওর বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিবে এতটুকু বিশ্বাস রেখেছিলাম।

তবে গত নয়টা দিন আমি এই ভুল ধারণা নিয়ে ছিলাম। আয়াত আমার কেউ না। তাকে আমি চিনিও না। সে কার মেয়ে আমি সেটাও জানিনা। এসব কিছু হওয়া স্বত্বেও মনের মধ্যে আশা ছিলো যে ওকে পাওয়া যাবে। প্রতিনিয়ত ঘেটেঘুটে যতটুকু পাওয়া যায় খবর নেওয়ার চেষ্টা করতাম।

তবে, আজ আমার সকল ভুল ধারণা ভেঙ্গে দিয়ে মায়াবী চেহারার সেই অবুজ আয়াতের লাশ উদ্ধার করা হলো। কেটে ছয় টুকরা করা হয়েছে। ইয়া আল্লাহ আমার লিখতেও হাত কাঁপছে। চোখ ঝাপসা লাগছে। কে হত্যা করেছে, কয় টুকরো করেছে, কেনো করেছে তা নিয়ে লিখার আর রুচিবোধ কিংবা শক্তি কোনটাই নেই। নিউজ দেখলেই জানতে পারবেন।

আমরা নাকি আশরাফুল মাখলুকাত। আহা....আমরাই সেরা আবার আমরাই নিকৃষ্ট হয়ে বসে আছি।

আয়াত.....বোন
আমি তোমার কিছু হই না। তোমার বাবা-মা আত্বীয়-স্বজন কিংবা তোমার সাথে আমার কোনদিন দেখা হয়নি। তারপরেও বলছি, তোমাকে জন্ম দেয়া সেই শ্রেষ্ঠ বাবা মা যারা তোমাকে ভালোবাসা দিয়ে বড় করেছে। উনারা মানুষ। তুমিও মানুষ। তোমার এই অজানা বড়ভাইটাও মানুষ এবং যে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেও মানুষ। দেখো, আমাদের সবার মধ্যে কত অমিল তাই না?

আচ্ছা তুমি যখন মারা যাচ্ছিলে তখন তোমার এই পৃথিবী, এই বাংলাদেশ, এই সমাজ নিয়ে কি ঘৃণা জন্মেছিল আয়াত। তোমার এই অজানা বড় ভাই যদি পারতো তোমার খু*ন করা সেই অমানুষটাকে ঠিক তোমাকে যেভাবে মে*রে*ছে ঠিক সেভাবেই মে*রে ফেলতো।

তুমি ভালো থাকো সৃষ্টিকর্তার কাছে। তোমার অজানা বড় ভাইয়ের আজ মন খারাপ। প্রচন্ড মন খারাপ আয়াত।

ফকিরহাটের বেতাগা ধনপোতা -মাসকাটা সরকারি খালে ও ধনপোতা মাসকাটা মাহমুদিয়া আলমাদানী রহমাতুল্লাহ মাদরাসার পুকুরে এবং চাকুলী...
15/09/2022

ফকিরহাটের বেতাগা ধনপোতা -মাসকাটা সরকারি খালে ও ধনপোতা মাসকাটা মাহমুদিয়া আলমাদানী রহমাতুল্লাহ মাদরাসার পুকুরে এবং চাকুলী দারুল উলুম মাদ্রাসার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেছেন ,,,

মাদক মামলায় ১০ মাসের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার। # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #ফকির...
04/09/2022

মাদক মামলায় ১০ মাসের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার।

# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ রাখদিয়া গ্রামের নিয়মিত মাদক মামলার ১০ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শেখ রফিকুল ইসলামের ছেলে শেখ শরিফুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ফকিরহাট মডেল থানার নির্দেশনায় এসআই হারুন অর রশিদ এ এস আই আব্দুল্লাহ আল মামুন সঙ্গী ফোর্স এর সহযোগিতায় খুলনা মহানগর সোনাডাঙ্গা ৩ নং আবাসিক এলাকা হইতে ০৩.০৯.২২ বিকাল ৪ ঘটিকার সময় গ্রেফতার করে ফকিরহাট মডেল থানা পুলিশ।

30/08/2022

সাত বছরের ও উদঘাটন হয়নি বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে চাঞ্চল্যকর পান ব্যবসায়ী হান্নান হত্যা মামলার রহস্য।২০১৫ সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে চুলকাটির ‌‌একটি ডোবা হতে নিখোঁজের তিন দিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

,,, দৃষ্টি আকর্ষণ কামনা করছি,,ফকিহাটের ৩ নং মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ছাড়া মাঠের পশ্চিম পাশে টিনের ঘরে চল...
30/08/2022

,,, দৃষ্টি আকর্ষণ কামনা করছি,,ফকিহাটের ৩ নং মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ছাড়া মাঠের পশ্চিম পাশে টিনের ঘরে চলছে কোমলমতি শিশুদের ক্লাস , তিব্র তাপের কারণে কিছু পূর্বে কয়েক জন ছাত্র -ছাত্রী অসুস্থ হলেও তার কোনো রকম পরিবর্তন না হয়ে চলছে সেই ফাঁকা মাঠের টিনের ঘরে কোমলমতি শিশুদের ক্লাস যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা,,,

ফকিরহাটের বেতাগা এলাকায় ১১বছরের শিশু কন্যাকে রাতের আঁধারে তুলে নেওয়ার সময় আটক এক।
27/08/2022

ফকিরহাটের বেতাগা এলাকায় ১১বছরের শিশু কন্যাকে রাতের আঁধারে তুলে নেওয়ার সময় আটক এক।

27/08/2022

খুলনা মোংলা মহা সড়কের ভট্ট বালিয়াঘাটা নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত৫।

24/08/2022

বাগেরহাট জেলার, ফকিহাট উপজেলার, ধনপোতা মাসকাটা মাহমুদিয়া আল মাদানী রহমাতুল্লাহ মাদ্রাসার শিক্ষক আব্দুল রহিমের বেত্রাঘাতে দুই ছাত্র মারাত্মকভাবে আহতর ঘটনায় এলাকাবাসীর চাপের মুখে মাদ্রাসা কর্তৃপক্ষ গতকাল তাকে সাময়িক অব্যাহতি দিয়েছেন , এলাকার অনেকে জানান এই শিক্ষকের বিরুদ্ধে পূর্বে ও এধরণসহ অন্য অভিযোগ পাওয়া গেছে???

বাগেরহাট জেলার ফকিরহাটে নানা কর্মসুচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় ...
15/08/2022

বাগেরহাট জেলার ফকিরহাটে নানা কর্মসুচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বাগেরহাট জেলার, ফকিরহাটের সুপেয় পানির সংকট নিরসনে উপজেলা নির্বাহী অফিসারের ভূমিকায় এলাকাবাসীর স্বস্তি।
12/08/2022

বাগেরহাট জেলার, ফকিরহাটের সুপেয় পানির সংকট নিরসনে উপজেলা নির্বাহী অফিসারের ভূমিকায় এলাকাবাসীর স্বস্তি।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া গ্রামের আব্দুল মজিদ মল্লিকের পুত্র মনির মল্লিক কে ১৫পিচ ইয়াবাসহ...
10/08/2022

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া গ্রামের আব্দুল মজিদ মল্লিকের পুত্র মনির মল্লিক কে ১৫পিচ ইয়াবাসহ রাত আটটার সময় খোড়ার বটতলা এলাকায় রুপসা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছেন,,,,

Address

Betaga
Bagerhat
799144

Telephone

+8801731568159

Website

Alerts

Be the first to know and let us send you an email when Betagar news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Betagar news:

Share