Nafij Uddin Sajol

Nafij Uddin Sajol Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nafij Uddin Sajol, Digital creator, Badhal Union Digital Center, Bagerhat.

12/07/2025

জাতীয় নাগরিক পার্টি - NCP
"জুলাই পদযাত্রা - বাগেরহাট জেলা"

কোন ব্র‍্যান্ডের লুঙ্গি?  দাম কত? এই লুঙ্গি কেনার টাকা কই পাইলো?Photo Credit: Dr. Mahamuda Mituএকজন শান্ত ,শিষ্ট ,নিরীহ ...
10/07/2025

কোন ব্র‍্যান্ডের লুঙ্গি? দাম কত? এই লুঙ্গি কেনার টাকা কই পাইলো?

Photo Credit: Dr. Mahamuda Mitu
একজন শান্ত ,শিষ্ট ,নিরীহ বেচারা 😝।
আল্লাহ এই বেচারাকে শতবছর হায়াত দান করুন। আমিন।

বছর ঘুরে - জুলাই গণঅভ্যুত্থানএই দিনটা শুধু একটি স্মৃতি নয়—এটা আমাদের শপথ, আমাদের সম্মান, আমাদের চেতনা।আমরা ভুলে না যাই শ...
01/07/2025

বছর ঘুরে - জুলাই গণঅভ্যুত্থান

এই দিনটা শুধু একটি স্মৃতি নয়—
এটা আমাদের শপথ, আমাদের সম্মান, আমাদের চেতনা।

আমরা ভুলে না যাই শহীদের রক্ত, ভুলে না যাই বন্ধুর কান্না,
ভুলে না যাই সেই বন্ধ ইন্টারনেটের মধ্যেও গর্জে ওঠা কণ্ঠগুলো।
ভুলে না যাই শতাব্দীর আর্তনাদ মিলে হওয়া এই নতুন ইতিহাস।

এই জুলাই রেখে গেছে আমাদের প্রতি দায়,
দেশের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, এক হয়ে করার লড়াই।
“এই জুলাই বিক্রি নাহ হোক”

যতদিন মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানবে, ততদিন জুলাই বেঁচে আছে, বেঁচে থাকবে….

ইনকিলাব জিন্দাবাদ।

- Nafij

অবশেষে Google Pay (Wallet) অফিসিয়ালি বাংলাদেশে।"Tap & Pay" Thanks To City Bank.
24/06/2025

অবশেষে Google Pay (Wallet) অফিসিয়ালি বাংলাদেশে।

"Tap & Pay" Thanks To City Bank.

16/06/2025

“যাকে আপন ভাবো, সেও তো মানুষ।”

আর মানুষ?
মানুষ ঠিকানা নয়—মানুষ সফরসঙ্গী।
কেউই চিরকাল পাশে থাকে না।
কেউ আসে, কেউ যায়। কেউ হয়ত দীর্ঘদিন থাকে, কেউ শুধু কিছুদিনের গল্প হয়ে যায়।
তবে প্রত্যেকেই নিজের সীমা, নিজের পথ, নিজের সিদ্ধান্ত নিয়ে চলে।

তবে সম্পর্ক?
আসলে সম্পর্ক হলো এক অদৃশ্য চুক্তি।
শুধু কেউ সেটাকে লিখিত করে না।
শর্ত থাকে—
যতদিন বোঝা হবে, যতদিন মানিয়ে চলা যাবে, ততদিন সম্পর্ক বেঁচে থাকে।
যখন সেই বোঝাপড়ার ভার কমে যায়, তখন সম্পর্কও নীরবে ভেঙে পড়ে।
তাই কাউকে চিরস্থায়ী ভাবার আগে এটুকু বুঝে নিতে হয়—
মানুষ আপন হতে পারে, স্থায়ী হয় না।

মানুষ বলি কিংবা সম্পর্ক, সবটাই রিজিকে নির্ধারিত।।

- Nafij

Bongaon Clock Tower.📍Matiganj, West Bengal, India 🇮🇳.
27/05/2025

Bongaon Clock Tower.


📍Matiganj, West Bengal, India 🇮🇳.

One Day My Pookie in My Room.🖼️ Collected.
21/05/2025

One Day My Pookie in My Room.


🖼️ Collected.

“চাওয়া আর প্রয়োজন এক নয়"আমি যা চাই, সবই কি আমার প্রয়োজন? নাহ! আমি হয়তো চেয়েছিলাম সে থাকুক—সারাদিন, সারারাত, নীরবে পাশে, ...
15/05/2025

“চাওয়া আর প্রয়োজন এক নয়"

আমি যা চাই, সবই কি আমার প্রয়োজন? নাহ!
আমি হয়তো চেয়েছিলাম সে থাকুক—সারাদিন, সারারাত, নীরবে পাশে,
কিন্তু আমার আসলে প্রয়োজন ছিল মানসিক শান্তি।
আমি হয়তো চেয়েছিলাম তার খোঁজ, তার বার্তা, তার মনোযোগ।
তবে আমার আসলে প্রয়োজন ছিল আত্মসম্মান।

মানুষ আসলে অনেক কিছু চায়,
কিন্তু সব পেয়ে যাওয়া ভালো নয়।
কিছু কিছু পাওয়া কখনো কখনো ধ্বংস ডেকে আনে,
কিছু পরিস্থিতিতে হয়তো বেঁচে থাকাও কঠিন করে তোলে....

তবে এখন আর যা পাই না, তার জন্য আফসোসের কোন সুযোগ নেই।
কারণ এতটুকু বুঝ হয়েছে যে— সব চাওয়া আসলে সবসময় পাওয়া উচিত না।
মাঝে মাঝে না-পাওয়াই আসল মুক্তি।।
অন্তত পরিস্থিতি অনুযায়ী চাওয়া আর প্রয়োজনের পার্থক্যটা তো করতে হবে।

- Nafij

Sherazul এই দুনিয়ায় বর্তমানে তোদের ভূমিকা কি!!এসব কি তোদের চোখে পড়েনা? আর কতো এভাবে??
10/05/2025

Sherazul এই দুনিয়ায় বর্তমানে তোদের ভূমিকা কি!!
এসব কি তোদের চোখে পড়েনা? আর কতো এভাবে??

08/05/2025

নিজেকে ফিরে পাওয়া খুব সহজ না!
তবে কঠিন হলেও এটা দরকার—
কারণ যদি নিজের সাথে থাকতেই না পারো,
তাহলে আদৌ কি কারো সাথে থাকতে পারবে?

-Nafij

আত্মসম্মান কোনো অফার না, যে বারবার প্রমাণে ছাড় পাওয়া যায়।যেখানে বারবার নিজের জায়গা বুঝিয়ে নিতে হয়—সেখানে জায়গাটা অতিথির,...
07/05/2025

আত্মসম্মান কোনো অফার না, যে বারবার প্রমাণে ছাড় পাওয়া যায়।
যেখানে বারবার নিজের জায়গা বুঝিয়ে নিতে হয়—
সেখানে জায়গাটা অতিথির, আপনের জায়গা নয়।

আত্মসম্মান কার্ড না— যে রিচার্জ করলেই টিকে থাকবে সম্পর্ক।
যদি কেউ এমনভাবে বোঝায় যে, "থাকার যোগ্য" নও— তাহলে অপেক্ষা করার কি প্রয়োজন!
অবশ্যই চলে যাওয়া শ্রেয়—নিরবে, দৃঢ়ভাবে।

কেউ যদি 'চলে যাও' ভাবায়, তার আগে নিজেই বেরিয়ে আসা উত্তম।

কারণ নিজের মূল্য বুঝে হাঁটা, সবচেয়ে উচ্চারণহীন প্রতিবাদ।

- Nafij

“ভালোবাসা”ভালোবাসা! - এখন সে এক সার্ভিস সিস্টেম,সময়মতো সাড়া দিলে “আছো”, না দিলে “seen”-এ ফেলে দেওয়া সম্পর্ক,আগে চোখে চোখ...
05/05/2025

“ভালোবাসা”

ভালোবাসা! - এখন সে এক সার্ভিস সিস্টেম,
সময়মতো সাড়া দিলে “আছো”, না দিলে “seen”-এ ফেলে দেওয়া সম্পর্ক,
আগে চোখে চোখ রাখলেই প্রেম হতো, এখন মোবাইল অফ থাকলেই সন্দেহ হয়!

ভালোবাসা এখন নোটিফিকেশন, রিলস, আর অনলাইন অ্যাটেনশন,
তাই বলাই যায় এখন মানুষ ভালোবাসে না, কনটেন্ট চায়,
তারা খোঁজে ফিল্টার দেওয়া গল্প, ভাইরাল হওয়ার রোমান্স।

সম্পর্ক মানেই কনটেন্ট, হাসি, কান্না, রাগ—সবই একটা ক্লিকবেইট মাত্র।।

- Nafij

Address

Badhal Union Digital Center
Bagerhat
9311

Telephone

+8801511623666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nafij Uddin Sajol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share