দৈনিক দক্ষিণ বার্তা/Dainik Dakshin Barta

দৈনিক দক্ষিণ বার্তা/Dainik Dakshin Barta বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই সত্যের স্বাক্ষ্য।

05/07/2025

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল খুলনা জেলা নব গঠিত কমিটি কতৃক বাগেরহাট জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এবাদুল ইসলাম শাহীনকে ফুলেল শুভেচ্ছা প্রদান।

01/07/2025

মোরেলগঞ্জে পিএফজি'র আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত।

একই ক্যাপশন, একই ছবি দিয়ে ৬৭ বার পোস্ট।
16/06/2025

একই ক্যাপশন, একই ছবি দিয়ে ৬৭ বার পোস্ট।

ঈদ মোবারক
06/06/2025

ঈদ মোবারক

আজকে শুধু একটা মিসকল দিলাম, ঈদের পরেই টের পাবেন আন্দোলন: মোস্তাফিজুর রহমান। আজকে শুধু একটা মিসকল দিলাম, ঈদের পরেই টের পা...
28/05/2025

আজকে শুধু একটা মিসকল দিলাম, ঈদের পরেই টের পাবেন আন্দোলন: মোস্তাফিজুর রহমান।
আজকে শুধু একটা মিসকল দিলাম, ঈদের পরেই টের পাবেন আন্দোলন কী জিনিস -বলে মন্তব্য করেছেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।

বুধবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি। মিছিলটি নগরীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে দাবানল মোড়, পায়রা চত্বর, সিটি কর্পোরেশনের গেটে ঘণ্টাব্যাপী অবস্থান নেয়।

এ সময় তিনি বলেন, এই সরকার অথর্ব সরকার। স্থানীয় সরকার বা দেশ পরিচালনা করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। তারা আজকে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে খেলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একমাত্র রংপুর সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরাই আন্দোলন সমর্থন দিয়ে সব ধরনের সহযোগিতা করেছেন। কিন্তু আমরাই বৈষম্যের শিকার বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, স্থানীয় সরকারের ২০০৯ সালের যে আইনটি আছে, সেই আইন না মেনে আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচিত পরিষদকে বাতিল করে দিলেন। একদেশে দু’আইন কীভাবে হয়?

এ সময় সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, চট্টগ্রামের মেয়র নির্বাচন বয়কট করে যদি কেউ মেয়র হতে পারে, কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত পরিষদকে একই কলমের খোঁচায় বাতিল করে দেবেন, এটা রংপুরের মানুষ মেনে নেবে না।

তিনি বলেন, একটা মেয়র বা কাউন্সিলরকে অপসারণ করা হলে ৯০ দিনের মধ্যে ঐ শূন্য আসনে নির্বাচন দিতে হবে। কিন্তু কোনো কার্যক্রম হচ্ছে না। এমন একজন বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি দুর্নীতিবাজ। তিনি টাকা ছাড়া কিছু বোঝেন না। কোনো ফাইল সই করতে গেলে তাকে পারসেনটেজ দিতে হয়। রংপুরের মানুষের রক্ত চুষে অথর্ব বিভাগীয় কমিশনারকে সিটির দায়িত্ব দিয়ে রংপুর সিটি বাসির প্রতি একটা স্টিম রোলার চালানো হচ্ছে। এই বিভাগীয় কমিশনারকে সিটি কর্পোরেশন থেকে অপসারণ করতে হবে। একজন যোগ্য মানুষকে দিয়ে এই সিটি কর্পোরেশন নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।

সাবেক মেয়র বলেন, বাংলাদেশের কোথায় কী হয়েছে জানি না, তবে এতটুকু বলতে পারি রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ১৫৮টি ভোট সেন্টারের মধ্যে একটি তেও কোন ধরনের অভিযোগ হয়নি।

তিনি বলেন, বর্তমানে প্রশাসক নিয়োগের পর থেকে প্রায় সকল প্রকার নাগরিক সেবা, যেমন জন্ম, মৃত্যু ও ওয়ারিশান সনদ, টিকা কার্যক্রম এবং ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে নগরবাসী দারুণ ভোগান্তির শিকার হচ্ছেন।

সাবেক মেয়র বলেন, নগরবাসী চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন কারণ জন্ম, মৃত্যু ও ওয়ারিশান সনদ ছাড়া জমি বণ্টনসহ সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বিদেশে গমন, উন্নত চিকিৎসার জন্য বিদেশের ভিসার আবেদনসহ প্রায় সকল প্রকার মৌলিক ও অপরিহার্য কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। এমতাবস্থায় বর্তমান প্রশাসক বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধ ছাড়া কোন নাগরিক সেবা প্রদান করছেন না। রংপুর মহানগরের জনসংখ্যা প্রায় ৫ লক্ষ, এদের মধ্যে মাত্র ১ লক্ষ নগরবাসীর নিজস্ব বসত বাড়ি থাকলেও অধিকাংশ নগরবাসী ভাড়া বাসায় অবস্থান করছেন, ভূমিহীন, বাস্তুহারা, অবাঙ্গালী ক্যাম্পসহ খাস জমিতে বসবাস করায় তাদের কোন হোল্ডিং না থাকায় বর্তমান শর্ত আরোপের কারণে চরমভাবে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, মোস্তাফিজুর রহমান যে ফাউন্ডেশন তৈরি করে দিয়েছিল, সেই গাড়ি সেই ঘোড়া দিয়ে আপনারা কোনোভাবে তালবাহানা করে চালাচ্ছেন। এই বিভাগীয় কমিশনার যদি আর কিছুদিন থাকে, তাহলে এই সিটি কর্পোরেশনের শুধু পাথর আর ইট থাকবে, তা ছাড়া আর কিছু থাকবে না। ঈদের পরে টানা কর্মসূচির ঘোষণা দেন এই সাবেক মেয়র। তিনি বলেন, এই সিটি কর্পোরেশনের সামনেই মঞ্চ বানিয়ে টানা কর্মসূচি পালন করা হবে।

এ সময় বক্তব্য দেন ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোকছেদুল রহমান তরু, ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লিঠন পারভেজ, ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মমদেল সরকার, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ১৮, ২০ ও ২২ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম, সুপার মার্কেট দোতলা মালিক সমিতির সভাপতি জুয়েল আহমেদ, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহেরুল ইসলাম।

আল্লাহর কুদরাত
27/05/2025

আল্লাহর কুদরাত

এক হজযাত্রীর জন্য দুবার ফিরে এলো বিমান!

https://newspagebd.com/view/938
26/05/2025

https://newspagebd.com/view/938

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পেছনে চারজনের একটি চক্র বা 'গ্যাং অব ফোর' দায়ী বলে দাবি কর....

https://newspagebd.com/view/952
26/05/2025

https://newspagebd.com/view/952

করিডোর স্পর্শকাতর বিষয়, দেশের সার্বভৌম ক্ষুণ্ন হয় এমন বিষয় হলে তা প্রতিহত করা হবে। সোমবার (২৬ মে) সেনা সদরে এক ব্রি....

মানবিক করিডর ও বন্দরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে ‘নো’ বলেছি: জামায়াতের আমির। মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন চা-বাগানের শ্রম...
25/05/2025

মানবিক করিডর ও বন্দরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে ‘নো’ বলেছি: জামায়াতের আমির।
মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান। রোববার দুপুরে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারেছবি: প্রথম আলো
মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশিদের হাতে তুলে দেওয়ার তৎপরতা নিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘মানবিক করিডরের প্রশ্নই ওঠে না। মানবিক করিডরের ব্যাপারে আমরা (প্রধান উপদেষ্টাকে) “নো” বলে এসেছি, বন্দরের ব্যাপারে “নো” বলে এসেছি। দেশের স্বার্থের বিরোধী আমরা কোনো কিছুতে “হ্যাঁ” বলিনি। দেশের স্বার্থ বিচ্যুত হবে, সেখানেই আমাদের “নো”। আমরা বলেছি, এই দুইটা বিষয়ে না আগানোই ভালো।’

আজ রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির এ কথাগুলো বলেন। তিনি বলেন, নির্বাচিত সরকারের যদি এ ধরনের কোনো ইস্যু থাকে, তাহলে সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এখন যদি সিদ্ধান্ত নিতে চান, তাহলে সব রাজনৈতিক দলকে নিয়ে বসতে হবে, তাদের নিয়ে কথা বলতে হবে, তাদের কথা বলার সুযোগ দিতে হবে। তারপর সামষ্টিকভাবে দেশের জন্য ভালো হবে এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে।
জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘গতকাল শনিবার আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বলেছি, আপনি একজন সম্মানিত মানুষ, আমরা সবাই আপনাকে এই মহান দায়িত্ব দিয়েছি। আপনি বলেছেন, এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে আপনি নির্বাচন দেবেন। তিনি বলেছেন, “আমি আমার কথায় শক্ত আছি, সেই নির্বাচন আপনারাই পাবেন। তবে আমি চাচ্ছি, এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেক মানুষ ভোট দিয়ে হাসিমুখে বের হবে। এমন হবে না যে তার ভোট আরেকজন দিয়ে দেবে।” আমরা বলেছি, নির্বাচনের জন্য সুইটেবল টাইম দুইটা। একটা হলো রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝখানে। আরেকটা হলো, যদি রোজার আগে না হয়, আপনাদের কিছু কাজ একান্তই বাকি থেকে যায়, ম্যাক্সিমাম এটা এপ্রিল পার হওয়া উচিত হবে না। আমাদের বিশ্বাস এই সময়ের ভেতরে তিনি নির্বাচন দেবেন।’

জামায়াতের কুলাউড়া উপজেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন চা-বাগানের শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় চা-শ্রমিকদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘অনেকে বলেন শ্রমিকেরা শিক্ষিত হলে নাকি শ্রমিক খুঁজে পাওয়া যাবে না। আধুনিক প্রযুক্তি প্রয়োগ হলে চা-বাগানেও পরিবর্তন সম্ভব। জনগণ ও আল্লাহর ইচ্ছায় দায়িত্ব পেলে চা-শ্রমিকদের সন্তানদের প্রতিভার বিকাশে সহযোগিতা করব।’

আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘ইলেকশন করতে পারি, না-ও পারি। ইলেকশন করা একমাত্র উদ্দেশ্য নয়। মানুষের গায়ে লেগে থাকতে চাই। মানুষের পাশে থাকতে চাই।’

দুপুর ১২টার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সভা শুরু হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল মুন্তাজিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য ও লংলা ভ্যালি চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী বক্তব্য দেন। সভায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে জামায়াতের আমির উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী দলীয় কর্মসূচিতে তাঁর যোগদানের কথা আছে।

মানি লন্ডারিং মামলায় সেই পাপিয়ার চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নরসিংদী জেলা যুব...
25/05/2025

মানি লন্ডারিং মামলায় সেই পাপিয়ার চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক মঞ্জুরুল হোসেন আজ রোববার এই রায় দেন। রায় ঘোষণার পর পলাতক পাপিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

পাপিয়ার আইনজীবী সাখাওয়াত উল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একই মামলায় খালাস পেয়েছেন পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী এবং পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার, শেখ তাইবা নূর ও জুবায়ের আলম।

Address

Bagerhat

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক দক্ষিণ বার্তা/Dainik Dakshin Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share