দৈনিক দক্ষিণ বার্তা/Dainik Dakshin Barta

দৈনিক দক্ষিণ বার্তা/Dainik Dakshin Barta বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই সত্যের স্বাক্ষ্য।

04/11/2025
03/11/2025

সানসিল্ক ব্লাক শাইন র্্যাফেল ড্র সরাসরি লাইভ। আজ রাত ১০টায়।

স্মৃতি
25/10/2025

স্মৃতি

লোকটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন। বাগেরহাটের মোরেলগঞ্জ এবি গজালিয়া গ্রামের বাসিন্দা সুলতান শেখের ছেলে শামীম খুলনার সোনাড...
17/10/2025

লোকটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন।
বাগেরহাটের মোরেলগঞ্জ এবি গজালিয়া গ্রামের বাসিন্দা সুলতান শেখের ছেলে শামীম খুলনার সোনাডাঙা থেকে একটি ইজিবাইক নিয়ে পালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
ইজিবাইকের মালিক পক্ষ পলাশের সোনাডাঙ্গা থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় শামীম সারাদিন ইজিবাইক চালিয়ে গ্যারেজেই রাত্রিযাপন করতো। মঙ্গলবার দুপুরে তার বিছানাপত্র ও ইজিবাইক নিয়ে বেরিয়ে আর ফিরে আসেনি। তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে যায়।
যোগাযোগ 01925382268

09/10/2025

গু, লি হবে, ফায়ার ফায়ার নির্দেশ।
বরিশালে অভিযানে জেলেদের ট্রলার ডুবিয়ে আট,ক ছয় জেলেকে কারা,দন্ড।

28/09/2025

ভারতের জলসীমায় প্রবেশের অভিযোগে ১৩ জেলে আটক, ৮ দিনেও সন্ধান মেলেনি তাঁদের।

বাগেরহাটের মোড়েলগঞ্জ ও পার্শ্ববর্তী জিয়ানগর উপজেলার ১৩ জন জেলেকে ভারতের সীমান্তরক্ষীরা সাগর থেকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আটকের আট দিন পেরিয়ে গেলেও এখনো তাঁদের কোনো খোঁজ মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের পশারীপাড়ার ‘মায়ের দোয়া’ নামের মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ভাসতে ভাসতে ট্রলারটি ভারতের জলসীমায় প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষীরা ট্রলারসহ ১৩ জেলেকে আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় আটকের আট দিন পার হলেও তাঁদের পরিবারের সদস্যরা কোনো তথ্য পাননি। সাগরে থাকা অন্যান্য ট্রলারের জেলেদের ধারণা, আটককৃতদের ভারতীয় সীমান্তরক্ষীরা ওই দেশের কাকন দ্বীপের কেদারগঞ্জ কোস্টাল থানায় রেখেছে।

মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাগেরহাট জেলা সভাপতি মোঃ এবাদুল ইসলাম শাহীন নানা হয়েছেন। আলহামদুলিল্লাহ। তার কন্যা ও নাতি দু,জন...
19/09/2025

মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাগেরহাট জেলা সভাপতি মোঃ এবাদুল ইসলাম শাহীন নানা হয়েছেন। আলহামদুলিল্লাহ। তার কন্যা ও নাতি দু,জনই আল্লাহর রহমাতে সুস্থ আছে।

পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন প্রদেশ মিলিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করা হচ্ছে।বাংলাদেশের চট্টগ্রাম...
19/09/2025

পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন প্রদেশ মিলিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করা হচ্ছে।
বাংলাদেশের চট্টগ্রামে মার্কিন সেনা, পালটা ভারতীয় সেনা পৌঁছাল মায়ানমারে।
বাংলাদেশের চট্টগ্রামে মার্কিন সেনা, পালটা ভারতীয় সেনা পৌঁছাল মায়ানমারে
গত কয়েকদিন ধরে দক্ষিণ এশিয়ার স্পর্শকাতর অঞ্চলে সামরিক গতিবিধি বেড়ে গিয়েছে। এর জেরে উদ্বেগ বেড়েছে ভারতে। জানা গিয়েছে, মার্কিন সেনাবাহিনীর ১০০ জনেরও বেশি সেনা বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে। অন্যদিকে ভারত তার তিন বাহিনীর ১২০ জন সদস্যকে মায়ানমারে পাঠিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনা নিছক কাকতালীয় নাও হতে পারে। বিশেষ করে যখন এই দুটি স্থান ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য (সেভেন সিস্টারস) এবং মায়ানমারের অস্থিতিশীল রাখাইন প্রদেশের কাছাকাছি। এগুলো কি যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ, নাকি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন উত্তেজনা?

বাংলাদেশের চট্টগ্রাম শহরটি বঙ্গোপসাগরের কৌশলগত উপকূলে অবস্থিত। সেখানেই গত এক সপ্তাহ ধরে মার্কিন সামরিক তৎপরতার বেড়েছে। গত ১০ সেপ্টেম্বর মার্কিন বিমান বাহিনীর একটি সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। এরই সঙ্গে জানা গিয়েছে, প্রায় ১২০ জন মার্কিন সেনা এবং বিমান বাহিনীর কর্মকর্তা চট্টগ্রামে পৌঁছেছেন। এসব সৈন্যরা রেডিসন ব্লু হোটেলে অবস্থান করে, যেখানে তাদের নাম রেজিস্টারে লেখা হয়নি। এই অপারেশনটি 'অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৪'-এর অংশ। ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিমান বাহিনীর মধ্যে পরিচালিত হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই মহড়ার বিষয়টি গোপন রাখার চেষ্টা হয়েছিলল?

এর আগে, ৮-১০ সেপ্টেম্বর হাওয়াইতে অনুষ্ঠিত 'ল্যান্ড ফোর্সেস টকস'-এ ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সেনাবাহিনী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেছিল। এদিকে বঙ্গোপসাগরে চট্টগ্রামের অবস্থান তাৎপর্যপূর্ণ। সেখানে চিনের প্রভাব বাড়ছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলিকে (যেমন আরাকান আর্মি) সমর্থন করতে চায়। এই বিদ্রোহীরা জুন্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। এদিকে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপেও আমেরিকার নজর রয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের গোয়েন্দা সূত্র জানিয়েছে যে মার্কিন সেনারা ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম ত্যাগ করবে।

এদিকে ভারতও নীরবে পাল্টা জবাব দিয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনীর একটি আইএল-৭৬ বিমান সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ১২০ জন সদস্যকে নিয়ে মায়ানমারের রাজধানী নেপিডোতে অবতরণ করেছিল। এটি তৃতীয় 'ভারত-মায়ানমার পারস্পরিক সামরিক সাংস্কৃতিক বিনিময়'। ১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই মহড়ায় অপারেশনাল সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং প্রতিরক্ষা সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়া হবে। মায়ানমারের সামরিক জুন্তার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে প্রতিবেশী দেশের সামরিক বাহিনী ক্ষমতায় রয়েছে। এদিকে মায়ানমারকে নিজেদের 'অ্যাক্ট ইস্ট পলিসি'র একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে ভারত সরকার। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগের জন্য।

কালাদান মাল্টি-মোডাল ট্রানজিট প্রজেক্ট (মিজোরাম থেকে সিত্তে বন্দর পর্যন্ত) এর মতো প্রকল্পগুলি জুন্তার সমর্থনের উপর নির্ভর করে। কিন্তু মায়ানমারে আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহীদের বিরুদ্ধে গৃহযুদ্ধ চলছে। এই অর্থে, এই গোটা বিষয়টি খুব সংবেদনশীল। এদিকে এর আগে গত মে মাসেও কক্সবাজারে মার্কিন সেনার উপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। উল্লেখ্য, বাংলাদেশের চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন প্রদেশে মানবিক করিডোর তৈরি করার পরিকল্পনা করছিল মহম্মদ ইউনুসের সরকারের। তবে এই করিডোরের মাধ্যমে উত্তরপূর্ব ভারতে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এদিকে এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ নিজেদের সার্বভৌমত্বের সঙ্গে আপস করতে পারে বলে আশঙ্কা শুরু হয়েছিল তাদের দেশের অভ্যন্তরেই। যার জেরে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছিল ইউনুস সরকারের ওপর। তারপর বেশ কয়েক মাস বিষয়টি নিয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি ইউনুস সরকারের তরফ থেকে। এমনকী বলা হয়েছিল, এই করিডোরের বিষয়ে সরকার চূড়ান্ত কোনও সিদ্ধান্তই নেয়নি। উল্লেখ্য, এর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দাবি করেছিলেন, আমেরিকা সেন্ট মার্টিন্স দ্বীপে ঘাঁটি গড়তে চায়। এরই সঙ্গে ভারতের উত্তরপূর্বের খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন প্রদেশ মিলিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করা হচ্ছে।

With Abdur Rajjak Raju – I just got recognised as one of their top fans! 🎉
06/09/2025

With Abdur Rajjak Raju – I just got recognised as one of their top fans! 🎉

04/09/2025

মোরেলগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত।

Address

Bagerhat

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক দক্ষিণ বার্তা/Dainik Dakshin Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share