Hare Krishna Naam - হরে কৃষ্ণ নাম

Hare Krishna Naam - হরে কৃষ্ণ নাম "নমষ্কার"হরে কৃষ্ণ নাম পেজে আপনাকে অভিনন্দন

এই জন্মাষ্টমীর তিথিতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অধিকাংশ মানুষের মনে কৃষ্ণভক্তিই নেই, আছে শুধু লোক দেখানো আচার-অনুষ্ঠা...
16/08/2025

এই জন্মাষ্টমীর তিথিতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অধিকাংশ মানুষের মনে কৃষ্ণভক্তিই নেই, আছে শুধু লোক দেখানো আচার-অনুষ্ঠান।

ভক্তি কাকে বলে? ভক্তি তা, যা ভক্তের হৃদয়ে ভগবানের প্রতিমূর্তি, আদর্শ বা ভাবধারাকে ধারণ করায়। কৃষ্ণের কথা বললেই ভারতীয় উপমহাদেশের অধিকাংশ সনাতনী ও অন্যান্যদের মানসপটে ′রাধা-কৃষ্ণ′ এর যুগল মূর্তি ভেসে ওঠে, যিনি বাঁশি হাতে একজন প্রেমিক পুরুষ। কিন্তু যে ব্যক্তির সমগ্র জীবন কেটেছে ধর্মের পালন, নিষ্ঠা, আদর্শ, রাজনীতি তথা জগতের কল্যাণের জন্য তাঁকে আমরা আজ এমন একজন নারীর সাথে যুক্ত করে দিয়েছি, যার বাস্তবিক উল্লেখ সনাতন শাস্ত্রেই নেই। অথচ ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিণী মাতা রুক্মিণীকে আমরা কখনোই সেই কাল্পনিক চরিত্রের একাংশেও উল্লেখ করি না, যা আমাদের জন্য সত্যিই চরম লজ্জাকর।

কথায় কথায় অনেকে তাঁর ১৬০০০ পত্নী আছে বলে কটাক্ষ করেন কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন। এই ১৬০০০ পত্নী ছিলো নরকাসুরের, নরকাসুর তাদেরকে বন্দী করে রেখেছিল। শ্রীকৃষ্ণ যখন নরকাসুরকে বধ করেন তখন তার স্ত্রীগণ শ্রীকৃষ্ণের কাছে তাদের সামাজিক স্থিতি ও দূর্দশা কী হবে তা জানতে চান। অসূরদের বহুবিবাহের প্রথা অনুযায়ী তখন শ্রীকৃষ্ণ শুধু তাদের সামাজিক স্বীকৃতি এবং সমাজ যেনো তাদের লাঞ্চিত ও অপমানিত না করে সেজন্যই তাদেরকে তাঁকে স্বামী হিসেবে পরিচয় দেবার অনুমতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তাদের সাথে শ্রীকৃষ্ণের কখনও বিবাহ হয়নি। শুধুমাত্র লোকাচার থেকে মুক্তি দিতেই তিনি এ কাজ করেছিলেন।

মহাভারতে মহর্ষি ব্যাসদেব লিখেছেন —
যোগীরাজ শ্রীকৃষ্ণের জীবনে একমাত্র স্ত্রী ছিলেন রুক্মিনী।
"যেমন শ্রীরামের সহিত দেবী সীতা,
তেমন শ্রীকৃষ্ণের সহিত দেবী রুক্মিণী।"
[মহাভারত উদ্যোগ পর্ব ১১৮/১৭]

তবুও আমরা যদি মাতা রুক্মিণীর সাথে শ্রীকৃষ্ণের এই পবিত্র সম্পর্কের বদলে কাল্পনিক চরিত্রকে মান্যতা দেই, তাহলে আমরা কখনোই শ্রীকৃষ্ণের আদর্শ ভক্ত হিসেবে নিজের পরিচয় দিতে পারি না।

সর্বশেষে, আপনি নিজেই ভাবুন কোন পথে চলবেন। আদর্শবান, উচ্চ চরিত্র বিশিষ্ট, মর্যাদাবান, শ্রীকৃষ্ণের আদর্শে নাকি অন্যান্য বিপথগামী ভক্তের মতো তথাকথিত রাসলীলার পথে? এক্ষেত্রে আমার নির্ণয় খুবই স্পষ্ট; আমি তাঁর ভক্ত যাঁর মাথা রাজনীতি, রণনীতি, কূটনীতিতে সমানভাবে চলতো। যিনি আর্যশ্রেষ্ঠ, অদ্বিতীয় রাজনীতিজ্ঞ, ধর্মসম্রাট, জগৎগুরু। যিনি ছিলেন মহারথীদেরও মহারথী, মহাবীর। আমি সেই সুদর্শন চক্রধারী, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত।

জয় রুক্মিণীশ্যাম🙏

🙏 শুভ রথযাত্রা 🚩জীবনের প্রতিটি রথ এগিয়ে চলে—ভক্তি , ধৈর্য ও নিয়তির হাত ধরে।সবকিছুর পেছনে আছে এক মহাপরিকল্পনা। ✨💫 আজ শু...
27/06/2025

🙏 শুভ রথযাত্রা 🚩
জীবনের প্রতিটি রথ এগিয়ে চলে—ভক্তি , ধৈর্য ও নিয়তির হাত ধরে।
সবকিছুর পেছনে আছে এক মহাপরিকল্পনা। ✨
💫 আজ শুধু সৃষ্টিকর্তাকে বলি—
“আমাদের অন্তর থেকে ক্লান্তি ও কষ্ট সরিয়ে নাও,আর সেই শক্তি দাও,
যাতে আমরা নিজেকে হারিয়ে না ফেলি,বরং নিজেকেই আবার খুঁজে পাই।
🌄 চলি নতুন আলোয়, ভক্তির সাথে 🙏🥰

18/03/2025

মর্ডান সুরে মধুর এক নাম কীর্তন শুনুন। মর্ডান সুরে কৃষ্ণ নাম শুনুন কল্যাণী সম্প্রদায়।ভাইরাল সেই কৃষ্ণ নাম।।

16/03/2025

অপূর্ব সেই কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ নামের সুরে আসর মাতালেন রাজলক্ষ্মী সম্প্রদায়। #ভাইরাল Hare Krishna Naam - হরে কৃষ্ণ নাম

শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী।।
13/03/2025

শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী।।

13/03/2025

মধুর এক নাম কীর্তন শ্রবণ করুন। এক নাম কীর্তনে কল্যাণী সম্প্রদায়।।হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।।

22/11/2024

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hare Krishna Naam - হরে কৃষ্ণ নাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hare Krishna Naam - হরে কৃষ্ণ নাম:

Share

Category