Fane Page01

Fane Page01 Fane Page

স্যার : তুমি বড় হয়ে কি করবে ?🤔বল্টু : বিয়ে ☺️স্যার : আমি বুঝাতে চাচ্ছি বড় হয়ে তুমি কি হবে ?🤔বল্টু : জামাই 🤭স্যার : আরে আ...
20/05/2023

স্যার : তুমি বড় হয়ে কি করবে ?🤔
বল্টু : বিয়ে ☺️
স্যার : আমি বুঝাতে চাচ্ছি বড় হয়ে তুমি কি হবে ?🤔
বল্টু : জামাই 🤭
স্যার : আরে আমি বলতে চাচ্ছি তুমি বড় হয়ে কি পেতে চাও ?🤔
বল্টু : বউ 😎
স্যার : গাধা,তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে?🤔
বল্টু : বউ নিয়ে আসবো 🤗
স্যার : গর্দভ,তোমার বাবা মা তোমার কাছে কি চায় ?🤔
বল্টু : নাতী নাতনী 🥴
স্যার : ইয়া খোদা…তোমার জীবনের লক্ষ্য কি ?🤔
বল্টু : বিয়ে 🙈🙈
স্যার অজ্ঞান…..
😂😂আমার চিন্তা ভাবনা ও একই। 😜😜

বল্টু আইন নিয়ে পড়ছিল। কিন্তু ফাইনাল পরীক্ষায় ফেল করলো। কিন্তু ফেল করলে তো চলবে না, পাশ তো করতেই হবে। কি করা যায়! ...
18/05/2023

বল্টু আইন নিয়ে পড়ছিল। কিন্তু ফাইনাল পরীক্ষায় ফেল করলো। কিন্তু ফেল করলে তো চলবে না, পাশ তো করতেই হবে। কি করা যায়! ঠিক করলো, যে খাতা দেখে সেই স‍‍্যারের সাথে একটা ডিল করবে। বল্টু স‍‍্যারের বাড়ি গেল।

বল্টু : স্যার, একটা প্রশ্ন করবো?

স‍‍্যার: কর।

বল্টু : যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, আমি আমার খারাপ রেজাল্ট মেনে নেবো। আর যদি উত্তর দিতে না পারেন তো আমাকে পাশ করিয়ে দিতে হবে।

স্যার রাজি হলেন।

বল্টু : বলুন তো কোনটা লিগাল কিন্তু লজিকাল না, আর কোনটা লজিকাল কিন্তু লিগাল না, আর কোনটা লজিকাল বা লিগাল কোনোটাই না?

স‍‍্যার তো বেকায়দায়। চিন্তা করে চুল ছিঁড়ে ফেলার অবস্থা। কিন্তু সঠিক উত্তর কিছুতেই মাথায় আসছে না। শেষে বল্টুর শর্তই মেনে নিলেন, আর ওকে পাশ করিয়ে দিলেন।

পরের দিন স্যার ক্লাস নিতে গেলেন। ভাবলেন এই প্রশ্নই করবেন ছাত্রদের। প্রশ্ন করতেই অবাক হলেন। প্রায় সবাই হাত তুলেছে।

তা, একজন ছাত্র কে বললেন 'বল দেখি'!
সে বললো "স‍‍্যার, আপনার বয়স ৬৫, আর আপনার পত্নীর বয়স ২৮, এটা লিগাল, কিন্তু লজিকাল নয়”।

'আরে বস বস হারামজাদা, তোকে আর বলতে হবেনা'।

আর একজন ছাত্র পেছন থেকে বলে "স‍‍্যার, আপনার পত্নীর এক ২৩ বছরের যুবকের সাথে অ্যাফেয়ার চলছে। এটা লজিকাল, কিন্তু লিগাল না”।

স‍‍্যারের তো বিষম খাওয়ার অবস্থা! গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। জলের বোতল বার করলেন। তখনও অবাক হওয়ার আরো বাকি ছিল!

এবার লাস্ট বেঞ্চের একজন বলে উঠলো "স‍‍্যার, আপনার পত্নীর বয়ফ্রেন্ড ফাইনাল পরীক্ষায় ফেল করা সত্বেও আপনি পাশ করিয়ে দিলেন। এটা না লজিকাল, না লিগাল”।

*স‍‍্যার আপাতত হাসপাতালে চিকিৎসাধীন,,,,,,,,,,
😀😀😀😀😀😀😀😀😀😀
Fane Page 01

"নিজেকে যখন অনেক বড় মনে হবে তখন বুঝে নিবেন সূর্য ডুবে যাচ্ছে"
17/05/2023

"নিজেকে যখন অনেক বড় মনে হবে তখন বুঝে নিবেন সূর্য ডুবে যাচ্ছে"

একটু হাসুন : নাপিতের হুমকিনাপিত কাঁচি চালাতে চালাতে নেতাকে বললেন, ‘স্যার, আপনি নাকি ঘুষের টাকায় চলেন; লোকজন তো খ্যাপা! আ...
17/05/2023

একটু হাসুন : নাপিতের হুমকি

নাপিত কাঁচি চালাতে চালাতে নেতাকে বললেন, ‘স্যার, আপনি নাকি ঘুষের টাকায় চলেন; লোকজন তো খ্যাপা! আপনার কইলাম খবর আছে!’
নেতা ধমকে উঠলেন, ‘চুপ কর, ব্যাটা!’

পরদিন চুল কাটাতে গেলেন এক সরকারি কর্তা। নাপিত বললেন, ‘স্যার, আপনি নাকি বিশাল দুর্নীতিবাজ, লোকজন তো খ্যাপা! আপনার কইলাম খবর আছে!’
সরকারি কর্তাও ধমক দিলেন, ‘মুখ বন্ধ রাখ, ব্যাটা!’

কদিন পর নাপিতের দোকান ঘেরাও করল পুলিশ। ক্যাঁক করে ধরে শুরু করল জেরা, ‘এই ব্যাটা নাপিত, তুই নাকি কাস্টমারদের আজেবাজে কথা বলিস? তোর উদ্দেশ্য কী?’

নাপিত আমতা আমতা করলেন, ‘স্যার, এইসব বললে ভয়ে ওনাদের চুল খাড়া হয়া যায়, আমার চুল কাটতে সুবিধা। তাই বলি!’

Address

Khulna
Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fane Page01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share