26/03/2024
আবূ যার রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন,
يَا عِبَادِى إِنِّى حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِى وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا فَلاَ تَظَالَمُوا
আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি। তোমাদের পারস্পরিক জুলুমকেও হারাম করে দিয়েছি। অতএব তোমরা একে অন্যকে জুলুম করো না।
সহীহ মুসলিম , হাদীস ২৫৭৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬৩৩৯ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)