Sabuj Faraji

Sabuj Faraji মানবতার সেবায় সর্বদা প্রস্তুত 💞
মানুষের বিপদে সর্বদা পাশে আছি..
ইনশাআল্লাহ 🚨 I love Allah

16/07/2025

গোপালগঞ্জে আজ সকালে পুলিশের গাড়ি ভাংচুর ও আগুন দেওয়া হয় 😐

14/07/2025

আজ সন্ধ্যার পর খুলনা আফিলগেট রেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ। ২ জন নিহত আহত অনেক, খুলনা যশোর মহাসড়ক ও রেল যোগাযোগ বন্ধ।

15/06/2025

I got over 500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

04/06/2025

বিদ্যুৎ এর মিটার গুলোতে ভূতুড়ে বিল আসার আসল রহস্য 😶

সরকারি বি.এল কলেজের এডমিট কার্ডের সবগুলো এডমিটে লেখা রয়েছে Center Name - Govt. B.L Colleg কিন্তু মানবিকশাখা সহ ব্যাবসা শ...
29/05/2025

সরকারি বি.এল কলেজের এডমিট কার্ডের সবগুলো এডমিটে লেখা রয়েছে Center Name - Govt. B.L Colleg কিন্তু মানবিকশাখা সহ ব্যাবসা শাখার পরিক্ষা গুলো বাকি আরো ৪ টি কলেজে।হচ্ছে,,, অধিকাংশ শিক্ষার্থী কলেজের নোটিশ না থেকে এডমিট কার্ডের সেন্টার কোড দেখে B.L এ চলে আসবে,,
আমি মনে করি কর্তৃপক্ষের সব থেকে বড় ভুল হয়েছে সেন্টারের নামের ভুল।ইনফরমেশন দেয়া,,

28/05/2025

মোড়েলগঞ্জের মাদ্রাসা বাজারে, সোনাতলার আঃ জব্বার নামে এক বৃদ্ধর গলায় ফাস দিয়ে আত্মহত্যা 🥹
#মৃত্যু

25/05/2025

পরকিয়ার ভয়াবহতায় আজকের সমাজকে তীলে তীলে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে 🥹

আমাদের মোড়েলগঞ্জের  ১৪ নং বারইখালির শেখপাড়া,  পায়লাতলা গ্রামের নাইম ভাইয়ের (২৫) হত্যাকান্ডের সঠিক তদন্ত ও বিচার দাবি করত...
24/05/2025

আমাদের মোড়েলগঞ্জের ১৪ নং বারইখালির শেখপাড়া, পায়লাতলা গ্রামের নাইম ভাইয়ের (২৫) হত্যাকান্ডের সঠিক তদন্ত ও বিচার দাবি করতেছি ⛔
গতকাল খুলনায় হাত ও পা বাঁধা অবস্থায় শুক্রবার (২৩ মে) সকালের দিকে নগরের লবণচরা থানার শিপইয়ার্ড এলাকায়
আমাদের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ১৪ নং বারইখালি ইউনিয়নের ০৭ নং পায়লাতলা গ্রামের নাইম মোল্লা বয়স (২৫) নামে শিপইয়ার্ড কর্মীর মৃতদেহ পাওয়া যায় 😥
তিনি শিপইয়ার্ড এর জাহাজ নির্মান শ্রমিক ছিলেন, অথচ তার এই হত্যাকান্ডের পর বিষয়টি ধামাচাপা দিতে চাচ্ছে একটি চক্র 🤨

19/05/2025

পেটের দায়ে করলো চুরি, এতো অনুরোধ করার পরেও জীবন বাঁচাতে পারলো না, ট্রেনের নিচে পরে জীবন গেল!

পেটের দায়ে করলো চুরি, এতো অনুরোধ করার পরেও জীবন বাঁচাতে পারলো না, ট্রে'নের নিচে পরে জীবন গেল!

14/05/2025

জাতীয় সংগীত নিয়ে যে বিতর্ক তা খুব একটা অযৌক্তিক মনে হয় না।একটা দেশের জাতীয় সংগীত এমন হওয়া উচিত যেখানে জাতীয় চেতনার বহিঃপ্রকাশ ঘটবে, জাতির গৌরবগাঁথা থাকাবে।৯০ শতাংশ মুসলিম যে দেশের স্থায়ী বাসিন্দা তাদের বিরুদ্ধাচারণ করে কখনো ঐক্যের তাল ল ঠিক থাকতে পারে না। তাছাড়া গানটির রচয়িতা তিনি নিজেওতো বাংলাদেশি ছিলেন না,ড.সুনীতি কুমারের মতে এপার বাংলার বাঙালি আর ওপার বাংলার বাঙালি জাতীগত এবং অভ্যাসগত ভাবে পৃথক।মুসলিম বিদ্বেষ সহ মূর্খের দেশে আবার বিশ্ববিদ্যালয় এমন কটাক্ষ মন্তব্য মনে হয় তারই করা। ভারতের জাতীয় সংগীতকে জাতীয় সংগীত হিসেবেই লেখা সেখানে সুস্পষ্ট ভাবে ভারত সহ সেখানকার বিভিন্ন প্রদেশের কথা উল্লেখ করা কিন্তু দুর্ভাগ্যবসত আমাদের দেশের জন্য যেটাকে জাতীয় সংগীত হিসেবে নির্ধারণ করা হয়েছিল তাতে বাংলাদেশ নামটাও উল্লেখ করা নেই। কোন একটা লেখনীর প্রেক্ষাপটইতো সেই লেখার শব্দকে জীবন্ত করে তোলো, আমাদের জাতীয় সংগীত রচনার প্রেক্ষাপট কি ছিল?নাকি এটা শুধুমাত্র একটি গান হিসেবে রচনা করা হয়ছিলো। এমন কি যে গানের সুর গগণ হারকারার গানের সুর হতে কপি করা। এত্তোসব যৌক্তিক বিতর্কের ভেতর দিয়ে কিভাবে সম্ভব সেটাকে স্বাদরে গ্রহণ করা?হয়তো বিশ্বকবির নিকট আমাদের দেশের জাতীয় কবি, লেখক, বুদ্ধিজীবীগণ নিজেদের সীমাবদ্ধতাকে স্বীকার করেছিলেন এবং জাতির জীবনে জাতীয়তার প্রশ্নে একটা সম্মানসূচক প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছিলেন।

14/05/2025
10/05/2025

তার ভবিষ্যৎ বানি কতখানি সত্য হবে??

Address

Bagerhat

Alerts

Be the first to know and let us send you an email when Sabuj Faraji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share