21/09/2025
আমার ধারণা আমার ফ্রেন্ডলিস্টের মোটামুটি 10% এর নাম হচ্ছে মেহেদী হাসান। রুড হতে চাচ্ছি না, কিন্তু আমার মনে হয় বাবা মা বাচ্চার নামের পেছনে যখন একেবারেই টাইম ওয়েস্ট করতে চায় না - তখন ঝটপট এই নাম দিয়ে দেয়। মেহেদী হাসান এত বেড়ে গেছে যে কোনটা কোন মেহেদী হাসান বলেছে আজকাল হিসাবই থাকে না।