Tanisha Sathi - তানিশা সাথী

Tanisha Sathi - তানিশা সাথী As-salamu alaykum everyone 🧿
(1)

মানুষের বদনজর শুধু সম্পর্ক না, শরীর সৌন্দর্য, শান্তি, ক্যরিয়ার, সব নষ্ট করে দিতে পারে!
07/03/2025

মানুষের বদনজর শুধু সম্পর্ক না, শরীর সৌন্দর্য, শান্তি, ক্যরিয়ার, সব নষ্ট করে দিতে পারে!

07/03/2025
জীবনে কতটা  lifeless হলে মানুষ আমাকে নিয়ে পড়ে থাকে। কেউকে নিয়ে পড়ে থাকা তো দূরের কথা কাউকে নিয়ে কথা বলাও আমার ব্যক্...
25/01/2025

জীবনে কতটা lifeless হলে মানুষ আমাকে নিয়ে পড়ে থাকে। কেউকে নিয়ে পড়ে থাকা তো দূরের কথা কাউকে নিয়ে কথা বলাও আমার ব্যক্তিত্বের বাইরে। এবার কথা হল আজকের এই পোস্টটা লিখতে কয়েক মিনিট সময় লেগেছে আমার, যেটা আমার কাছে মনে হয় এই সময়টা আমি নষ্ট করেছি কারণ এগুলো নিয়ে কথা বলার সময় বা ইচ্ছা কোনটাই আমার নেই!
কিন্তু আমার অনেক শুভাকাঙ্ক্ষীগণ আমার কাছে জানতে চাই কি হয়েছে! কোন অযৌক্তিক বিষয়ে মনগড়া কথা বলা গীবত প্রসঙ্গে কথা বলা আমি পছন্দ করি না।
এবার কিছু বিষয়ে আমি ক্লিয়ার করে দিই।
আমার পরিচয় আমি শিক্ষার্থী ,আমি একজন উদ্যোক্তা আমি আমার বাবার সন্তান এটাই আমার পরিচয়।

আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি অন্যের সমালোচনা আলোচনায় নয়।
যে বা যারা আমার চাচা আমার আত্মীয় নাম ব্যবহার করে আমাকে বিপদে ফেলার জন্য নোংরা কাজ করছেন তাদের বলব এসব বেশি দূর আগানো যায় না নিজের যোগ্যতা প্রকাশ করুন।
অন্যের মাথায় কাঁঠাল ভেঙে বেশিদিন খাওয়া যায় না।

আর যারা রাজনৈতিক দিকে টেনে নিচ্ছেন তাদের বলবো এসবের আমি নেই আমার পরিচয় আমি শিক্ষার্থী। আমাকে নিয়ে গীবত সমালোচনা এগুলো আমার কোন ক্ষতি হচ্ছে না বরং আপনি কতটা অসহায় বেকার সেইটাই প্রমাণ পাচ্ছেন।
দয়া করে এসব নোংরামি বাড়াবেন না আর অতিরিক্ত কোন কিছু ভালো না!
ইভটিজিং কত ভয়ানক শাস্তি হতে পারে ফিউচারে ,এটা মাথায় রাখবেন ধন্যবাদ!

মনে রাখবেন তর্কে জিতলেই বুদ্ধিমান হওয়া যায় না। আর না জিতলেই কেউ ফকির হয়ে যায় না। দেখবেন সফল ব্যক্তিরা কখনো তর্কে জড়ায় না...
21/01/2025

মনে রাখবেন তর্কে জিতলেই বুদ্ধিমান হওয়া যায় না। আর না জিতলেই কেউ ফকির হয়ে যায় না। দেখবেন সফল ব্যক্তিরা কখনো তর্কে জড়ায় না।

নিজের মতো করে বাঁচতে শিখো🙂কারো কাছে তুমি নগণ্য,,,কারো কাছে তুমি জঘন্য।।আবার কারো কাছে তার সবটাই তুমি❤️সত্যিটা কি জানো ??...
29/12/2024

নিজের মতো করে বাঁচতে শিখো🙂কারো কাছে তুমি নগণ্য,,,কারো কাছে তুমি জঘন্য।।আবার কারো কাছে তার সবটাই তুমি❤️সত্যিটা কি জানো ???গাধাকে যদি ঘোড়া বলে ডাকা হয় তাহলেই কিন্তু সে ঘোড়া হয়ে যায় না,গাধাই থাকে😀😀কারো জাজমেন্টে তোমার এতটুকু মূল্যও কমবেনা,,,আরে আলুর ব্যাপারী তো আর স্বর্ণ চিনবেনা তাইনা?😄তুমি ন্যাকা,তুমি বোকা,তুমি রাগী,তুমি অহংকারী😄😄আসলে এর কোনোটাই তুমি নও।।।তুমি তাদের কাছে ঠিক তেমনি,যেমনটা তারা ডিজার্ভ করে👍দিন শেষে তুমি তুমিই থাকবে,একটু ভালো একটু মন্দ🙂আর যদি পুরোটা ভালো হতে যাও বা পুরোটা ভালো রাখতে যাও তাহলে দেখবে দিন শেষে সবাই ভালো থাকবে শুধু তুমি ছাড়া ❤️তাই তুমি যেমনটা আছো তেমনি থাকো👍

এলোমেলো চুল 🧚
21/12/2024

এলোমেলো চুল 🧚

স্কুলজীবন শেষ করার অনেক বছর পরেও যখন হঠাৎ শিক্ষককে আপনি সামনে দেখতে পান তখন আপনার কেমন লাগে ?….আমার স্কুল জীবনে প্রথম শি...
12/12/2024

স্কুলজীবন শেষ করার অনেক বছর পরেও যখন হঠাৎ শিক্ষককে আপনি সামনে দেখতে পান তখন আপনার কেমন লাগে ?
….

আমার স্কুল জীবনে প্রথম শিক্ষক 🤍

04/12/2024

I miss you hamba 🐮🐄😔

চা ছাড়া আমার চলেই না ☕️
02/12/2024

চা ছাড়া আমার চলেই না ☕️

14/11/2024

পড়ন্ত বিকালে ❤️

06/11/2024

ফকিরহাটে মফিজ মামার বিখ্যাত মালাইচা (01)

Address

Bagerhat

Alerts

Be the first to know and let us send you an email when Tanisha Sathi - তানিশা সাথী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanisha Sathi - তানিশা সাথী:

Share