06/08/2023
সবাই দেখছি এই মেয়েটাকে নিয়ে পোস্ট করতেছে তাই আজ আমি কিছু বললাম😑😑রিলেশন চলাকালীন সময়ে ১০০% মেয়ের ভিতর ৯০% মেয়েরাই ঠিক এই ভাবেই বিএফের চাহিদা পূরণ করে, কারো গুলা প্রকাশ হয় আর কারো গুলা হয়না,আর সবচেয়ে বড় কথা হলো ভালোবাসার নামে নোংরামি করবি আবার বিডিও করে রাখবি পরে কিছুর থেকে কিছু হলে আবার ভাইরাল করে মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিবি,কেন রে মেয়েরা কি হাতের পুতুল😡শুধু আজ এই মেয়েটার সাথে নয়,আরো হাজারো মেয়ের সাথে এমন হয়েছে, তাদের মৃত্যুর জন্য দায়ী কিছু প্রমিক নামক জানোয়ার আর কিছু অাজাইরা পাবলিক,আমি ধিক্কার জানাই ওইসব মেয়েদের যারা মেয়ে হয়ে আরেকটা মেয়ের লিংক চায়,আল্লাহ না করুক কখনো যদি তোদের সাথে এমন হয় পারবি তো সহ্য করতে নাকি অন্যদের মতো মৃত্যুকে আপন করে নিবি😤আমার আরো কিছু বলার আছে ওইসব নোংরা ছেলেমেয়েদের যারা জিএফের থেকে উলটা পালটা জিনিস চায় এবং জিএফ ও নাচতে নাচতে দিয়ে দেয়, দিতে হবে কেন রে বোন breakup আসলে খালি ছেলেদের দোষ তা না আমি আবারও বলছি একটা মেয়ে বিএফ থাকতে যদি অন্য বিএফ এর সাথে কথা বলে তাকে নোংরা ভিডিও দেয় হট ছবি দেয় ওই ছেলে যদি দেখে যে অন্য একটা ছেলের সাথে আরও কথা বলতেছে তখন কিন্তু তার মাথা ঠিক থাকেনা আরে বোন ভালবাসলে একজনকে বাস একজনকে ভালোবাসো অন্যজনকে হট ভিডিও পিক পাঠাও কেন এগুলো তোর ভিডিও তো ভাইরাল হবেই সব বোনদেরকে বলি প্লিজ তোমরা এমন কোন কাজ করো না যার জন্য পরিস্থিতির শিকার হয়ে নিজে কিছু করো তোমাদের ফ্যামিলি আছে মা বাবা আছে কি আর বলব কিছু বলার নাই তোমাদের মত মেয়েদের জন্য সমাজ তুমি বিএফ এর সাথে রুমমেট করো তানিয়া সমস্যা নেই তুমি প্রমাণ কেন রাখো আসলে বই ন তোমরা হইছে এক পুরুষে আসক্ত হইতে পারো না যাইহোক ভাই তোমাদের নিয়ে কিছু কথা বলি তোমরাও বা কেমন তোমাদের তো ফ্যামিলি আছে
করতে পারিস না, আর মেয়ে গুলা এসব জেনেও মজা নেয় কিন্তু এর পরিনাম যে কতোটা ভয়ংকর হয় তা বুঝতে দেরি হয়ে যায়,তাই সময় থাকতে নিজের মাইন্ড বদলা কারন আজকের সমাজ সর্বপ্রথম দোষী মেয়েদের বানায়🤞
যা আমার সঠিক মনে হয়েছে তাই বললাম এতে যদি কারো গায়ে লাগে তাতে আমার বা* ছি** গেলো😡