Hafiza Khatun

Hafiza Khatun &
(1)

01/08/2025

যারা শুধু লাইভ করে কাজ করতে চাও তারা যোগাযোগ করো।

👉👉মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং কি সম্ভব ❓বর্তমানে প্রায় সকল কোম্পানি গুলো অনলাইন প্লাটফর্মকে ব্যবহার করে ডিজিটাল মার্...
07/07/2024

👉👉মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং কি সম্ভব ❓

বর্তমানে প্রায় সকল কোম্পানি গুলো অনলাইন প্লাটফর্মকে ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং করে। আর মার্কেটিং থেকে সবচেয়ে বেশি আউটপুট আসবে যেখানে কাস্টমারের সংখ্যা বেশি। বর্তমান সময়ে সবচেয়ে বেশি কাস্টমার এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

সুতরাং আপনি চাইলে এখন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মার্কেটিং করে সেল জেনারেট করতে পারেন। আর সোশ্যাল মিডিয়াম প্লাটফর্মে মার্কেটিং করার জন্য মোবাইল ফোন বেস্ট অপশন।
যেমন: instagram, content creation ইত্যাদি।

সুতরাং ডিজিটাল মার্কেটিং এর পূর্ণাঙ্গ শাখায় মোবাইল ফোন দিয়ে কাজ করতে না পারলেও কিছু কিছু শাখা আছে যেগুলোতে আপনি অনায়াসে মোবাইল দিয়ে করতে পারেন। ❤️❤️

ফ্রিল্যান্সিং কেন দিন দিন বাংলাদেশে জনপ্রিয় পেশা হয়ে উঠছে🙄ফ্রিল্যান্সিং করার জনপ্রিয়তা এতো বেশি হবার মূল কারণই হচ্ছে – ক...
06/07/2024

ফ্রিল্যান্সিং কেন দিন দিন বাংলাদেশে জনপ্রিয় পেশা হয়ে উঠছে🙄

ফ্রিল্যান্সিং করার জনপ্রিয়তা এতো বেশি হবার মূল কারণই হচ্ছে – কারো আওতায় না থাকা বা মুক্ত ভাবে নিজের মতো কাজ করার সুবিধা থাকা।
ফ্রিল্যান্সিং জনপ্রিয় হওয়ার আরো একটি কারণ হলো – প্রযুক্তির ব্যাপক প্রসার।
প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে যে কেউ-ই ফ্রিলান্সিং পেশার সাথে যুক্ত হতে পারছে।🥰

প্রযুক্তির প্রসার ও সহজলভ্যতা ফ্রিল্যান্সিং কে জনপ্রিয় করেছে ঠিক কিন্তু তার সাথে ফ্রিল্যান্সিং তার নিজের গুণেও সবার কাছে জনপ্রিয়তা লাভ করেছে। ফ্রিল্যান্সিং সুযোগ-সুবিধার কারণে বেশির ভাগ মানুষই এই পেশাতে যুক্ত হবার আগ্রহবোধ করেন।😊😊

পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং🤗অনেকেই পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে গড়ে তোলার স্...
04/07/2024

পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং🤗

অনেকেই পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন। যাঁদের কম্পিউটার, স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ আছে, তাঁরা যথাযথ দক্ষ হয়ে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে কাজ করতে পারেন।🥰

জেনে নিন সেগুলো সম্পর্কে💁‍♂️
১. ফ্রিল্যান্সিং একটু কম বয়সে শুরু করা ভালো, কারণ পড়াশোনার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন। তবে একাজে যথেষ্ট ধৈর্য থাকতে হবে।
২. প্রথমেই আপনাকে ইন্টারনেট সম্পর্কে খুব ভালো ধারণা তৈরি করতে হবে। এরপর আপনাকে খুঁজে বের করতে হবে কোন বিষয়টি নিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে চান, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট প্রভৃতি। এরপর ওই নির্দিষ্ট বিভাগ সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করুন।
৩. আপনি এসইও নিয়ে কাজ করলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করবেন, যা আপনাকে একটি স্থায়ী ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।
৪. প্রাথমিক ধারণা লাভের জন্য আপনি ইউটিউবে খোঁজ করুন, পাশাপাশি ফ্রিল্যান্সিং কমিউনিটি যেমন আপওয়ার্ক বাংলাদেশ বা আরও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারেন।
৫. পাশাপাশি আপনি ভালো একজন মেন্টর খুঁজে বের করতে পারেন।
৬. কাজ শেখার পর স্থানীয় কিছু কাজ করে আপনি পোর্টফোলিও তৈরি করুন।
৭. এরপর ভালো মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে নিজের প্রোফাইল তৈরি করুন।
৮. পাশাপাশি অনুরোধ থাকবে, আপনার পড়াশোনার ক্ষতি করবেন না। পড়াশোনার ফাঁকে সময় পেলে নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয় হাতেকলমে শিখতে পারেন।🤩🤩

With Hafiza Khatun – I just got recognized as one of their top fans! 🎉
04/07/2024

With Hafiza Khatun – I just got recognized as one of their top fans! 🎉

💥ফ্রিলান্সিং করার সিদ্ধান্ত নেওয়ার সময় লোকে কত কিছুই তো বলবে, তুমি পারবে ফ্রিলান্সিং করতে? তোমাকে দিয়ে কিছুই হবে না। অমু...
03/07/2024

💥ফ্রিলান্সিং করার সিদ্ধান্ত নেওয়ার সময় লোকে কত কিছুই তো বলবে, তুমি পারবে ফ্রিলান্সিং করতে? তোমাকে দিয়ে কিছুই হবে না।

অমুকে দুই মাস করে ছেড়ে দিছে, সে পারছে না ,, আর তুমি তো কোন.... !!
Stop!!

মানুষের কথায় Demotivated হলে চলবে? ভেঙে পরলে চলবে? আশা ছেড়ে দিলে চলবে?
নিশ্চয় মোটেও না।।লাইফটা তোমার, ক্যারিয়ারটাও তোমার।↔️↔️↔️↔️
🗣️লাইফে ভালো কিছু করলে তুমিই করবে। মানুষ তো আর করবে না৷।মানুষ তোমাকে কীভাবে judge করলো, it Doesn't matter bro/sis 💓
হোচট খাওয়া মানেই কিন্তু হেরে যাওয়া না,, বরং হোচট খেয়ে উঠে দাড়ানোটাই সফলতা 💝💝
শেষ অবধি লেগে থাকো, সময়ের সঠিক ব্যবহার করো।
সফলতা আসবেই ✌️✌️


#একটা_সঠিক_সিদ্বান্ত_বদলে_দিতে_পারে_আপনার_জীবন

03/07/2024

ফ্রী ল্যান্সিং শিখতে আগ্রহী ব্যাক্তিরা যোগাযোগ করতে পারেন ❤️❤️❤️

❤️❤️❤️ছাত্রজীবনে (Freelancing) ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কেমন হবে ? 🤔👇👇👇👇_ ছাত্রজীবনে ক্যারিয়ার গঠনে ফ্রিল্যান্সিং হতে প...
02/07/2024

❤️❤️❤️ছাত্রজীবনে (Freelancing) ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কেমন হবে ? 🤔👇👇👇👇

_ ছাত্রজীবনে ক্যারিয়ার গঠনে ফ্রিল্যান্সিং হতে পারে প্রথম পদক্ষেপ। ছাত্রজীবন ক্যারিয়ার গঠনের একটি প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতির উপরই মূলত নির্ভর করে পরবর্তীতে ক্যারিয়ার কোন দিকে যাবে ।❗️

⭕️সঠিক ক্যারিয়ার নির্বাচন এবং পরিকল্পনা নিয়ে সামনে আগাতে হয়। অনেকেই ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দ্বিধায় থাকেন কিংবা বুঝে উঠতে পারেন না যে, ছাত্রজীবনে ক্যারিয়ার পরিকল্পনায় প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত?

🔴এমন হাজারো শিক্ষার্থী রয়েছে যারা ছাত্রজীবনে টিউশন করে আয় করে থাকে। টিউশন বা কোন কোচিং ভিত্তিক শিক্ষামূলক প্রতিষ্ঠানে পড়ানো যেমন সম্মানের তেমনি এটাকে ক্যারিয়ার গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে।

🔰তবে যারা স্কিল ভিত্তিক দক্ষতা বাড়াতে চায় এবং ক্যারিয়ারে সফল হতে চায় তাদের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে সর্বোত্তম পদক্ষেপ। ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা একদিকে যেমন ছাত্রজীবনে আয়ের অন্যতম উৎস তেমনি স্কিল ভিত্তিক দক্ষতা বাড়ানোর প্রধান হাতিয়ার✅

01/07/2024

my Princess

Address

Bagerhat

Alerts

Be the first to know and let us send you an email when Hafiza Khatun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share