11/05/2025
আমি নিজস্বভাবে Mother's Day তে বিশ্বাসী না।
কারণ মা'কে ভালবাসতে স্পেসিফিক কোন দিন লাগে না,, দিন হয় না, নিজে বুঝতে শেখার পর থেকে মা'কে যেভাবে ভালো বেসেছি,হয়তো তার মৃত্যুর পরেও এই ভালোবাসা এতটুকুও কমবে না যতটুকু নিয়ে আমি বয়ে বেড়ায়। পৃথিবীতে মানুষের চরিত্রের বহিঃপ্রকাশের শেষ নেই। অনেকেই তো অভিমান করে চলে যায়। কিন্তু কখনো কি দেখা গেছে? মা অভিমান করে সন্তান কে একাকীত্বের অনুভব দিয়ে নিজ ইচ্ছায় বিদায় নিতে। মাকে ভালবাসতে নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না, এই (মাদারস-ডে) দিনে মায়ের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করাও এক ধরনের বোকামির বহিঃপ্রকাশ। এই ভালোবাসা যদি প্রকাশ্যে তুলে ধরতে হয় তাহলে যখনই মায়ের শূন্যতা অনুভব করা হয়, ঠিক তখনই এই কাজটি উত্তম।