Tasin-Zarin & Mom

Tasin-Zarin & Mom Alhamdulillah , Alhamdulillah for everything.
(1)

✨ Control your mind, or it will control you. ✨"Self কন্ট্রোল" বলে একটা জিনিস আছে।যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনা তার মতো...
09/11/2025

✨ Control your mind, or it will control you. ✨
"Self কন্ট্রোল" বলে একটা জিনিস আছে।
যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনা তার মতো loser দুনিয়াতে নাই।
মন চাইলেই যে কোনো জায়গায় মুখ চালানো উচিত না।
এটা কোনো ক্রেডিট না বরং অভদ্রতা।
আত্মনিয়ন্ত্রণ মানুষকে শক্তিশালী করে।
মুহূর্তের আবেগে ভেসে যাওয়া খুব সহজ,
কিন্তু থেমে গিয়ে ভাবা— “আমার এটা করা উচিত কিনা” —
এটাই আসল পরিপক্বতা।

আলহামদুলিল্লাহ। আমাদের মামার 12k পরিবার সম্পূর্ণ হয়েছে। অনেক দোয়া ও শুভকামনা রইলো। সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে ২০ কে কর...
09/11/2025

আলহামদুলিল্লাহ। আমাদের মামার 12k পরিবার সম্পূর্ণ হয়েছে। অনেক দোয়া ও শুভকামনা রইলো। সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে ২০ কে করে দেন। খুব তাড়াতাড়ি ২০ কে দেখবো ইনশা-আল্লাহ।💐💐💐

08/11/2025
💐 সব অভাব মেটানো যায়, সব ক্ষুধাও...কিন্তু যে কেবল ভালোবাসার কাঙাল... তার একটু খানি যত্ন, একটুখানি ভালোবাসার হাহাকার আজন্...
08/11/2025

💐 সব অভাব মেটানো যায়, সব ক্ষুধাও...কিন্তু যে কেবল ভালোবাসার কাঙাল... তার একটু খানি যত্ন, একটুখানি ভালোবাসার হাহাকার আজন্ম বুকের মাঝে লালিত শিখার মতো জলতেই থাকে। 💐

বন্ধুরা আমি বলবো যে একটা ভালো মনের মানুষের সাথে যুক্ত হয়ে যাও। খুব মজার মানুষ আমাদের A.R. Ronnie ভাইয়া।
07/11/2025

বন্ধুরা আমি বলবো যে একটা ভালো মনের মানুষের সাথে যুক্ত হয়ে যাও। খুব মজার মানুষ আমাদের A.R. Ronnie ভাইয়া।

ইচ্ছে  হয়, গন্তব্যহীন হাঁটতে  থাকি, হারিয়ে  যাই গভীর বনে, মুখোশের আড়ালে থাকা জঘন্য  মানুষগুলো থেকে। চিন্তাহীন  হাঁটতে  থ...
07/11/2025

ইচ্ছে হয়,
গন্তব্যহীন হাঁটতে থাকি,
হারিয়ে যাই গভীর বনে,
মুখোশের আড়ালে থাকা জঘন্য মানুষগুলো থেকে।
চিন্তাহীন হাঁটতে থাকি পথে প্রান্তরে!
না থাকবে জীবন নিয়ে চিন্তা,
না কাউকে হারানোর ভয়।
না থাকবে জয় - পরাজয়ের প্রতিযোগিতা।
সুখ -দুঃখ, জয় -পরাজয় এবং হতাশার সবকিছুর উর্ধ্বে!
ছুটে চলব রেললাইনের মতো।
থাকবে না কোনো পিছুটান!
যেন আমিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ!💗✨

“যেমন পাখিরা তাদের রবের নির্দেশে আকাশে উড়ে যায়, তেমনি একদিন আমরাও ফিরে যাবো তাঁর কাছেই।পৃথিবীর প্রতিটি সন্ধ্যা আমাদের মন...
06/11/2025

“যেমন পাখিরা তাদের রবের নির্দেশে আকাশে উড়ে যায়, তেমনি একদিন আমরাও ফিরে যাবো তাঁর কাছেই।
পৃথিবীর প্রতিটি সন্ধ্যা আমাদের মনে করিয়ে দেয় — সময় থেমে থাকে না, ফিরে যায় তার উৎসের দিকে।”💐💐

— “And to Allah is the final return.” (Surah An-Nur 24:42)

🌺🌺 মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ...
06/11/2025

🌺🌺 মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালবাসে। 🌺🌺

------হযরত আলী (রাঃ)

মানুষ শখ করে মন খারাপ করে না.! কেউ আদর করে একাকীত্ব পোষে না.! কেউ ভালোবেসে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় না.! কিছু পরিস...
05/11/2025

মানুষ শখ করে মন খারাপ করে না.! কেউ আদর করে একাকীত্ব পোষে না.! কেউ ভালোবেসে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় না.! কিছু পরিস্থিতি বাধ্য করে মানুষকে সবকিছু করতে.! সময়ের উপর যে কারো হাত নেই, না চাইতেও মেনে নিতে হয় অনেক কিছু.! মনের বিপরীতে হলেও মানিয়ে নিতে হয় নিজ থেকেই.…
সম্ভবত এই জন্যই জীবনকে "বিষন্ন সুন্দর " বলা হয়,
সুন্দর বিষন্ন জীবন।💐🌺

বন্ধুরা এই ভাইয়াদের সাথে যুক্ত হয়ে যাও। এদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। কোন চাওয়া পাওয়া নেই।Al Amin MD Alamin Maz...
05/11/2025

বন্ধুরা এই ভাইয়াদের সাথে যুক্ত হয়ে যাও। এদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। কোন চাওয়া পাওয়া নেই।
Al Amin MD Alamin Mazharul Islam Mahbub Md Ujjal Khan

Address

Fakirhat
Bagerhat
1903

Alerts

Be the first to know and let us send you an email when Tasin-Zarin & Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasin-Zarin & Mom:

Share