Happy Spoken English

Happy Spoken English Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Happy Spoken English, Video Creator, Bagerhat.

11/01/2024

♦️গ্রামার তো শিখলেন কিন্তু ইংলিশে কথা বলতে পারছেন তো? গ্রামারের নিয়ম মুখস্থ করা ছাড়াই সহজে ইংলিশ শিখতে চাইলে স্পোকেন ইংলিশ কোর্সটি আপনার জন্য।

♦️যারা ইংলিশের গ্রামার শিখতে চাচ্ছেন তাদের জন্য

⭐গ্রামার এবং ডেইলি লাইফে ইংলিশে কথা
বলতে সাহায্য করবে আমাদের এই কোর্সটি।

তাই প্রথমবারের মতো গিলাতলা বাজারে শুরু
হতে যাচ্ছে " স্পোকেন ইংলিশ কোর্স" 😱

যারা ইংলিশে 'দূর্বল' ইংলিশে কথা বলতে, লিখতে,মানুষের সামনে নিজেকে উপস্থাপনা করতে ভয় পান তাদের জন্য বিশেষ "সুযোগ" 😯😯
তাছাড়া ও থাকবে -
★ব্যাসিক গ্রামার,
★ভোকাবোলারি চর্চা,
★মুখের জড়তা কাটানোর চর্চা,
★প্রতি সপ্তাহে একটি করে দক্ষতা যাচাইমূলক পরীক্ষা,
★বিভিন্ন উৎসাহমূলক ক্লাস,
যা আপনার সন্তানদের পড়ার আগ্রহ ও সুন্দর ভবিষ্যত গঠনে সহায়তা করবে।🤨

→এখানে সুদক্ষ শিক্ষক - শিক্ষিকা দ্বারা ক্লাসগুলো যত্ন সহকারে নেওয়া হবে।

০৭/০১/২০২৪ থেকে ১৪/০১/২০২৪ তারিখ ভর্তিকার্যক্রম চলবে।
√১৫/০১/২০২৪ এ প্রথম ব্যাচের ক্লাস শুরু করা হবে।

**এখানে ৩য় শ্রেণি থেকে যেকোনো শ্রেণির ছাত্র - ছাত্রী ভর্তি হতে পারবেন!!😯😳

যেকোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: 01612562536
বিস্তারিত.......... ☎️01753130931

11/01/2024

🌼প্রকৃতি হলো শ্রেষ্ঠ শিক্ষক
=Nature is the best teacher.
🌼আমাদের প্রকৃতি থেকে শেখা উচিত
=We should learn from nature.
🌼প্রকৃতি হলো জ্ঞানের ভান্ডার
=Nature is the store-house of knowledge.
🌼সেই প্রকৃত বুদ্ধিমান যে দেখে শেখে
=He is the real intelligent, who learns to see.
🌼জীবনে শেখার কোন শেষ নেই
=There have no ending of learn in life.
🌼কোন নির্দিষ্ট বয়স নেই
=Haven't any age limitation.
🌼অধিকাংশ সময় আমরা মনে করি যে বড় হয়ে শেখাটা লজ্জা=Most of time,we think that learn in adult age is a matter of shy
🌼আসলে কিন্তু তা নয়
=Actually its not right.
🌼তাই আসুন আমরা ভয়,লজ্জা ত্যাগ করে সময়ের সঠিক ব্যবহার করি=So come on,we learn, to give up our fear and shy.
🌼সবার জন্য শুভ কামনা
=Best wishes for all.
🌼ভাল থাকবেন

কালেক্টেড.....^

প্রথমবারের মতো গিলাতলা বাজারে শুরু   হতে যাচ্ছে " স্পোকেন ইংলিশ কোর্স" 😱 যারা ইংলিশে 'দূর্বল' ইংলিশে কথা বলতে, লিখতে,মান...
06/01/2024

প্রথমবারের মতো গিলাতলা বাজারে শুরু
হতে যাচ্ছে " স্পোকেন ইংলিশ কোর্স" 😱
যারা ইংলিশে 'দূর্বল' ইংলিশে কথা বলতে, লিখতে,মানুষের সামনে নিজেকে উপস্থাপনা করতে ভয় পান তাদের জন্য বিশেষ "সুযোগ" 😯😯
তাছাড়া ও থাকবে -
ব্যাসিক গ্রামার,
ভোকাবোলারি চর্চা,
মুখের জড়তা কাটানোর চর্চা,
প্রতি সপ্তাহে একটি করে দক্ষতা যাচাইমূলক পরীক্ষা,
বিভিন্ন উৎসাহমূলক ক্লাস, যা আপনার সন্তানদের পড়ার আগ্রহ ও সুন্দর ভবিষ্যত গঠনে সহায়তা করবে।
এখানে সুদক্ষ শিক্ষক - শিক্ষিকা দ্বারা ক্লাসগুলো যত্ন সহকারে নেওয়া হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন -
(01753130931)
০৭/০১/২০২৪ থেকে ১৪/০১/২০২৪ তারিখ ভর্তিকার্যক্রম চলবে।
১৫/০১/২০২৪ এ প্রথম ব্যাচের ক্লাস শুরু করা হবে।
এখানে ৩য় শ্রেণি থেকে যেকোনো শ্রেণির ছাত্র - ছাত্রী ভর্তি হতে পারবেন!!

ঠিকানা - সুন্দরপুর রোড,গিলাতলা বাজার।

02/01/2024

🔲 You will - দিয়ে ১০টি ইংরেজি বাক্য।🥰
📙 You will hit - তুমি আঘাত করবে।
📙 You will lean - তুমি হেলান দিবে।
📙 You will play - তুমি খেলবে।
📙 You will offer - তুমি অফার দিবে।
📙 You will prove - তুমি প্রমাণ করবে।

📙 You will stitch - তুমি সেলাই করবে।
📙 You will cover - তুমি কভার করবে।
📙 You will break - তুমি ভাঙবে।
📙 You will control - তুমি নিয়ন্ত্রণ করবে।
📙 You will propose - তুমি প্রস্তাব করবে।

✅ পড়া শেষে done লিখতে ভুলবেন না।
EveryoneEveryone

02/01/2024

ইংরেজিতে কথা বলতে এই ২৫টি শব্দ জানতেই হবে।
1. Can – পারা
2. Could - পারতাম
3. Must - অবশ্যই
4. being - কিছু হয়ে
5. Need to - প্রয়োজন
6. Should/ought to – উচিৎ
7. Should have – উচিৎ ছিলো
8. May – পারা (সম্ভাবনা অর্থে)
9. Might – পারতাম (সম্ভাবনা অর্থে)
10. There is/are - আছে
11. There was/were - ছিলো
12. There will be - হবে
13. There will have – থাকবে
14. There can be – থাকতে পারে
15. There could be – থাকতে পারতো
16. Have/has to – করতেই হবে
17. Had to – করতে হয়েছিল
18. Am to/is to/are to – হয়/কথা
19. Am/is/are supposed to - হয়/কথা
20. Had better – বরং উচিৎ
21. Able to – সক্ষম হওয়া
22. Will be able to – সক্ষম হবো
23. Have been able to – সক্ষম হয়েছি
24. Used to – অতীত অভ্যস্ত বুঝাতে
25. Would like to - চাওয়া

কালেক্টেড.....^

পড়া শেষে Done লিখতে ভূলবেন না এবং Follow করে অবশ্যই পাশে থাকবেন।

Everyone

02/01/2024

🇧🇩 I’m angry - আমি রাগান্বিত।
🇧🇩 I’m broken - আমি মর্মাহত।
🇧🇩 I’m shocked - আমি হতবাক।
🇧🇩 I’m confused - আমি বিভ্রান্ত।
🇧🇩 I got paid - আমি বেতন পেয়েছি।
🇧🇩 I’m hiding - আমি গোপন করছি।
🇧🇩 I’m sure of it - আমি এটা নিশ্চিত।
🇧🇩 I’m not eligible - আমি যোগ্য নয়।
🇧🇩 I’m your fan - আমি আপনার ভক্ত।
🇧🇩 I’m guessing - আমি অনুমান করছি।

কালেক্টেড.....^

পড়া শেষে Done লিখতে ভূলবেন না।
EveryoneEveryone

02/01/2024

✅সে যেভাবে চাই বলতে থাকুক।
Keep saying the way he wants.
✅সে যেভাবে চাই লিখতে থাকুক।
Keep writing the way he wants.
✅সে যেভাবে চাই খেতে থাকুক।
Keep eating the way he wants.
✅সে যেভাবে চাই শিখতে থাকুক।
Keep learning the way he wants.
✅সে যেভাবে চাই আঁকতে থাকুক।
Keep drawing the way he wants.
✅সে যেভাবে চাই বানাতে থাকুক।
Keep making the way he wants.
✅সে যেভাবে চাই শেখাতে থাকুক।
Keep teaching the way he wants.

পড়া শেষে Done লিখতে ভুলবেন না পেজে নতুন হলে Follow করে দাও ✅

30/12/2023

আমি তাকে সবার থেকে বেশী ভালবাসি।
I love her more than anyone.

কিন্তু সে আমার সাথে প্রতারণা করল।
But she cheated with me.

আমি তাকে খুব বিশ্বাস করতাম।
I believed her so much.

আমি ভাবছিলাম সে সত্যিই আমাকে ভালবাসে।
I thought she really loves me.

কিন্তু এখন আমি বুঝতে পারলাম ।
But now I can understand

সে কখনোই আমাকে ভালবাসেনি।
She never loved me.

তাই সে আমাকে প্রত্যাখ্যান করলো।
So she rejected me.

দুঃখের বিষয় হলো যে
The matter of sorrow that

পড়া শেষে Done লিখতে ভুলবেন না পেজে নতুন হলে Follow করে দাও।

26/12/2023

২৪ টি মসলার ইংরেজি ও শুদ্ধ উচ্চারণ!

1. গুড় - JAGGERY (জাগারি)
2. জায়ফল - NUTMEG (নাট-মেগ)
3. জয়িত্রি - MACE (মেইস)
4. এলাচ - CARDAMOM(খাডামাম)
5. দারচিনি - CINNAMON (সিনামাম)
6. লবঙ্গ - CLOVES (ক্লৌভস)
7. ধনিয়া / ধনে - CORIANDER (খরি-আনডা)
8. গোলাপ জল - ROSE WATER (রোউয-ওঠা)
9. জিরা - CUMIN SEED (খিউমিন-সিড)
10. কাজু বাদাম - CASHEW NUT (খ্যাশু-নাট)
11. বিট লবন - BLACK SALT (ব্ল্যাক -সোল্ট)
12. গোল মরিচ - BLACK PEPPER(ব্ল্যাক-ফেপা)
13. কালো জিরা - NIGELLA SEED(নাইজেলা-সিড)
14. জাফরান ইংরেজি - SAFFRON (সাফ-রান)
15. পোস্ত ইংরেজি -POPPY SEED (ফপি-সিড)
16. পেঁয়াজ পাতা ইংরেজি - SCALLION (স্ক্যালি-য়ান)
17. সরিষা - MUSTARD SEED (মাসটাড-সিড)
18. মৌরি - FENNEL SEED (ফেনল-সিড)
19. তেজ পাতা ইংরেজি - BAY LEAF (বেই-লিফ)
20. তিল - SESAME SEED (সেসামি -সিড)
21. হলুদ ইংরেজি - TURMERIC (ঠামারিক)

পড়া শেষে Done লিখুন, follow করে সাথে থাকুন।🥰
@

26/12/2023

উচ্চারণ বিধি
শব্দের মধ্য Tথাকলে “T” এর পর U হলে “T” এর
উচ্চারণ “চ” হবে। যেমন:- Future (ফিউচার),
Century (সেনচুরী), Mixture, Fixture.
শব্দের মধ্য “D” এর পর G হলে “D” এর উচ্চারণ
হয় না। যেমন:- Knowledge (নলেজ), Judge
( জজ), Bridge, Coleridge.
K এর পর n হলে K এর উচ্চারণ হয় না। যেমন:-
Know (নো), Knee (নী), Knife (নাইফ),
Knowledge (নলেজ)।
G এর পর A, O, U থাকলে G এর উচ্চারণ”গ” হয়।
যেমন:- Garden (গার্ডেন), Good (গুড), Guide
(গাইড)।
S এর পর H হলে S এর সর্বদা “শ” হয়। যেমন:-
Bangladesh (বাংলাদেশ), Bush, Cash.
W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না। যেমন:-
Write (রাইট), Wrong (রং), Who (হু), Wh-question
এর সব।
T এর পর io হলে “T” এর উচ্চারণ “শ” হয়। যেমন
National (ন্যাশনাল)।
i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না, যদি
হয় “ফ” এর মত হবে। যেমন:- Eight (এইট), Right
(রাইট), High (হাই), Enough (এনাফ), Cough
(কফ)।
ng একত্রে হলে ং”এর উচ্চারণ হয়। যেমন:-
Bangladesh (বাংলাদেশ)।
শব্দের শেষে e থাকলে “e” এর উচ্চারণ হয় না।v যেমন:- Name (নেইম), Come (কাম), Take
(টেক)।
G যখন কোন শব্দে gm বা gn রুপে ব্যবহৃত হয়
তখন G এর উচ্চারণ Silent হয়। প্রথমে যদি G
থাকে এবং তারপরেই যদি “N” থাকে তবে G
silent থাকে।
Example:
1.Sign (সাইন) – চিহ্ন।
2.Campaign (ক্যামপেন) – প্রচার।
3.Reign (রেইন) – শাসন।
4.Design (ডিজাইন) – নকশা।
5.Resign (রিজাইন) – পদত্যাগ।
C-এর উচ্চারণ কখন ‘ক’ আর কখন ‘স’ হবে ?
Rule (1): C-এর পরে যদি A, L, O, R, U হয়
তাহলে তার উচ্চারণ ‘ক’ হয়। কিছু সহজ
উদাহরণ পড়ে মিলিয়ে দেখুন:-
Can (v, ক্যান্) – পারা।
Class (n, ক্লাস্) – শ্রেণি।
Colour (n, কালার্) – রং।
Cup (n, কাপ্) – পেয়ালা।
Crime (n, ক্রাইম্) – দুর্নীতি।
Rule (2): C-এর পরে যদি I, E, Y থাকে তাহলে
তার উচ্চারণ ‘স’ হবে। দেখে নিই কিছু সহজ
উদাহরণ:-
Center (n, সেন্টার্) – কেন্দ্র।
Ceiling (n, সিলিং) – ভেতরের দিকের ছাদ।
Cinema (n, সিনেমা) – প্রেক্ষাগৃহ।
Cyclist (n, সাইক্লিস্ট্) – সাইকেল চালক।
Everyone

25/12/2023

Sack (স্যাক) = বস্তা

Sacred (স্যাক্রেড) = পবিত্র, বিশুদ্ধ

Sad (স্যাড) = দুঃখিত, বিষণ্ণ

Sadly (স্যাডলি) = বিষণ্ণভাবে

Sadness (স্যাডনেস) = বিষণ্ণতা

Safe (সেইফ) = নিরাপদ

Safely (সেইফলি) adv = নিরাপদে

Safety (সেইফটি) = নিরাপত্তা

Sail (সেইল) = জলযাত্রা করা

Sailing (সেইলিং) = জলযাত্রা

Sailor (সেইলর) = নাবিক

Sake (সেইক) = কারণ, উদ্দেশ্য

Salad (সালাড) = সালাদ

Salary (স্যালারি) = বেতন

Sale (সেইল) = বিক্রয়, বিক্রি

Salt (সল্ট) = লবণ

Same (সেইম) = একই, অনুরূপ

Sample (স্যাম্পল) = নমুনা

পড়া হলে done লিখুন ❤️

Everyone

24/12/2023

অনেক ধন্যবাদ - Thank you very much.
অনেক হয়েছে - Too much.
অবশ্যই! - Of course!
অভিনন্দন! - Congratulations!
অভূতপূর্ব বিজয়! - What a great victory!
অসম্ভব! - Impossible!
আচ্ছা, আবার দেখা হবে - Hope to see you again.
আপনাকেও/ তোমাকেও! - Same to you.
আপনি যা বলেন/ আপনার যেমন ইচ্ছে - As you like/ As you wish.
আমাকে করতে দিন - Allow me to do.
আমায় জ্বালাতন করো না - Don’t trouble/don’t tease me.
আমি এই আসছি - Just coming.
আমি কি কিছু বলতে পারি? - May I tell something?
আমি জিতে গেছি! - Hurrah! I have won!
আমি দেরি করে ফেলেছি - I got a little late.
আমি সময় মত এটা করতে পারিনি - I couldn’t finish it on time.
আর একবার চেষ্টা করে দেখো - Try again.
আর কিছু [বলার আছে] - Anything else?
আর কিছুই নেই - Nothing more.
আস্তে আস্তে যাও - Go slowly.
আল্লাহর তোমার মঙ্গল করুন! - May Allah bless you!
আল্লাহর কৃপাতে! - By the grace of almighty Allah!
এ সবই আপনার জন্য - It’s all yours.
এই দিন বার বার ফিরে আসুক - Many happy returns of the day!
এই নাও - Take it.
এইযে শুনুন/ শুনুন! - Hello!
একটু আস্তে বলবেন? - Will you please speak slowly?
একটু তাড়াতাড়ি! - Hurry up, please!
একটু সরে বসবেন? - Will you please move.
একটুও না - Not a bit.
পড়া শেষে done লিখুন। ❤️

Everyone

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happy Spoken English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category