07/05/2025
শুরু হলো পাক-ভারত সরাসরি যুদ্ধ। ভারত প্রথমে আক্রমণ করলেও মাত্র ৫ মিনিটের ব্যবধানে পাকিস্তান পাল্টা আঘাত হানে — যা যুদ্ধ ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত!
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতিও কম হয়নি:
১. পাকিস্তান ধ্বংস করেছে ভারতের ২টি যুদ্ধবিমান, ১ হেলিকপ্টার, ৪ নজরদারি ড্রোন। নিহত ২২ ভারতীয় সেনা। পাকিস্তান দাবি করছে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত এবং কিছু সেনা গ্রেফতার।
২. ভারত ধ্বংস করেছে একটি এফ-১৬। নিহত ৭ পাক সেনা ও এক শিশু।
৩. ভারত হামলা চালিয়েছে ৯ বার তিন জায়গায়, পাকিস্তান ১৫ বার পাঁচ জায়গায়।
৪. ভারত এক মসজিদ ধ্বংস করেছে, পাকিস্তান গুঁড়িয়ে দিয়েছে শ্রীনগরের ভারতীয় এয়ারবেইজ।
৫. মিসাইল যুদ্ধে ভারত ছুড়েছে ৯টি ব্যালিস্টিক মিসাইল, পাকিস্তান ছুড়েছে ১৫টি (ক্রুজ ও ব্যালিস্টিক)।
৬. ভারত ধ্বংস করেছে একটি বাড়ি, পাকিস্তান ধ্বংস করেছে ৪টি সেনা ছাউনি।
বর্তমান অবস্থা:
ভারতীয় সেনারা এখনো পাক সীমান্তে প্রবেশে ব্যর্থ। বিপরীতে, দেড় শতাধিক পাক সেনা ঢুকে পড়েছে জম্মুর ভিতরে এবং স্থল অভিযান চালাচ্ছে!
তথ্যসূত্র: আল-জাজিরা ও আন্তর্জাতিক গণমাধ্যম