Journalist's eyes

  • Home
  • Journalist's eyes

Journalist's eyes " সাংবাদিকের চোখ "

একনজরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি।
13/07/2025

একনজরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি।

বে*শ্যা শুধু একটি গালি নয়, চরিত্র বটে।✍️অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বে*শ্যা।✍️অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও...
12/07/2025

বে*শ্যা শুধু একটি গালি নয়, চরিত্র বটে।

✍️অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বে*শ্যা।
✍️অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও বে*শ্যা।
✍️অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও বে*শ্যা।
✍️অর্থের বিনিময়ে যে চাকুরিতে নিয়োগ দেয় সেও বে*শ্যা।
✍️অর্থের বিনিময়ে যে আসামীকে জামিন দেয় সেও বে*শ্যা।
✍️অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও বে*শ্যা।
✍️অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও বে*শ্যা।
😥তবে যার বেচার মত অবশিষ্ট আর কিছু থাকেনা

সেই নারী শুধু দেহ বেচে। অথচ আমরা শুধু ওদের কেই বে*শ্যা বলি।
আচ্ছা ওরা কার কাছে দেহ বেচে ?? তার নাম কি???

খুলনার দৌলতপুর থানা যুবদল নেতা মাহবুবুর রহমানকে নিজ বাসার সামনে গু/লি করে পালিয়ে যায় দুর্বৃ/ত্তরা।তাকে উদ্ধার করে খুলন...
11/07/2025

খুলনার দৌলতপুর থানা যুবদল নেতা মাহবুবুর রহমানকে নিজ বাসার সামনে গু/লি করে পালিয়ে যায় দুর্বৃ/ত্তরা।
তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।
বিস্তারিত আসছে...

11/07/2025

'আসসালামুয়ালাইকুম'
নিশ্চয়ই আল্লাহ তা'য়ালা তাকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।
"জুম্মা মোবারক"

হারানো বিজ্ঞপ্তি: মেয়েটি মানসিক রোগী।নাম: মনিরা-(২৮), পিতা আঁকছির চৌধুরী, গ্রাম কাহালপুর, উপজেলা: মোল্লাহাট, জেলা: বাগে...
10/07/2025

হারানো বিজ্ঞপ্তি: মেয়েটি মানসিক রোগী।
নাম: মনিরা-(২৮), পিতা আঁকছির চৌধুরী, গ্রাম কাহালপুর, উপজেলা: মোল্লাহাট, জেলা: বাগেরহাট ।
গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট। যোগাযোগের নম্বর: ০১৯০৪৬৭১৯০৪
বৃহস্পতিবার ১০ জুলাই সকাল ১১ টায় নিজ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।
শেয়ার করে মেয়েটিকে খুঁজে পেতে সহায়তা করুন।

04/07/2025

আসসালামুয়ালাইকুম জুম্মা-মোবারক
আজ শুক্রবার ২০'ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
৮'ই মুহাররম ১৪৪৭ হিজরি
৪ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ

৫ আগষ্ট "জুলাই গনঅভ্যুত্থান দিবস" ঘোষণা।প্রতিবছর ৫ আগস্ট ‘'জুলাই গনঅভ্যুত্থান দিবস'’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন...
03/07/2025

৫ আগষ্ট "জুলাই গনঅভ্যুত্থান দিবস" ঘোষণা।

প্রতিবছর ৫ আগস্ট ‘'জুলাই গনঅভ্যুত্থান দিবস'’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
এ দিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে। ২ জুলাই( বুধবার) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের নিমিত্তে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

28/06/2025

স্থানীয় বিরোধ নিরসনে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ।

26/06/2025

মোল্লাহাটে তামাক বিরোধী প্রশিক্ষণ, ডেঙ্গু ও করোনা ভাইরাসের প্রভাব প্রতিরোধ সভা সহ নানা কর্মসূচিতে বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার।

25/06/2025

অতঃপর :
যু/দ্ধ শেষ হোক বা না হোক মু/স/লি/মদে/র পাশে কেউ কখনো ছিলনা আজও নেই আগামীতেও থাকবে না।

এটা দেখে শুনে বুঝেও মুস/লি/ম দেশ গুলির টনক নড়েনি। মু/সলি/ম দেশ থেকেই ইরানের বিপক্ষে বক্তব্য দেওয়া হয়েছে। তাদের হেদায়েতের দোয়া করি 🤲।
ইরানের এত এত বন্ধুদেশ থাকার পর ও কেউ এসে কাঁধে হাত রাখেনি। ইজ/রা/য়েলে/র ব/র্বর/তার জবাবে তারা শুধু নিন্দা জানিয়ে ই ক্ষান্ত। আমার স/ন্তা/ন হারিয়েছে তার শান্তনা দিতে প্রতিবেশী বন্ধুরা বলছে " এই ব/র্বর/তা
কে নিন্দ/নীয় কাজ"। কিন্তু কেউ ই বন্ধু বা তার নিরীহ বন্ধুর পরিবার বা জাতী সম্পদের ক্ষ/তির প্রতি/শো/ধ নেয়নি। অর্থ: মুসলমানের বিপদে বন্ধু নামক সুবিধা ভোগিরা শুধু মুখে মুখেই বন্ধুত্ব টিকিয়ে রেখেছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে মানবতার শান্তির দূত আখ্যায়িত করে তার প্রতিদান হিসেবে পদক নিতে মরিয়া হয়ে উঠেছে, অথচ সারা বিশ্বের বুকে ই/স/রা/ইল এবং আ/মে/রি/কা দুটি দেশ যারা সারা পৃথিবীতে ফেতনা ফ্যাসাদ সৃষ্টিকারী।

আমার ধারণা পৃথিবীটা উল্টে গেছে স/ত্য-মি/থ্যা/র চেয়ারে বসেছে আর মিথ্যা সত্যের চেয়ারে বসেছে এবং বাতিল হকের রূপ ধারণ করেছে। বৈশ্বিক পরিস্থিতি নিয়ে অনেক আগেই বলেছিলাম ৩য় বিশ্ব/যু/দ্ধে/র ঘ্রাণ পাচ্ছি আজ অলরেডি তা বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। আর মুসলিম দেশ গুলি ট্রাম্পেথ নধো চুষছে। আকিদা গত পার্থক্য থাকলেও তারা এক আল্লাহকে বিশ্বাসী, তারা আমাদের ভাই, বিপদের যে পাশে থাকেনা সেখান কোন ভাই বা বন্ধু হতে পারেনা, বরং সেও শত্রুদের একজন, অন্যতম একজন।

মহান আল্লাহ আমাদের মুসলিমদের এক হওয়ার তৌফিক দান করুক এবং দ্বীন কায়েম করে খেলাফত প্রতিষ্ঠার সুযোগ দান করুন। আমিন 🤲❤️🤲

(শরিফুল ইসলাম দিদার)

Address


Telephone

+8801911450845

Website

https://dailyprobaha.com.bd/

Alerts

Be the first to know and let us send you an email when Journalist's eyes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Journalist's eyes:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share