25/06/2025
অতঃপর :
যু/দ্ধ শেষ হোক বা না হোক মু/স/লি/মদে/র পাশে কেউ কখনো ছিলনা আজও নেই আগামীতেও থাকবে না।
এটা দেখে শুনে বুঝেও মুস/লি/ম দেশ গুলির টনক নড়েনি। মু/সলি/ম দেশ থেকেই ইরানের বিপক্ষে বক্তব্য দেওয়া হয়েছে। তাদের হেদায়েতের দোয়া করি 🤲।
ইরানের এত এত বন্ধুদেশ থাকার পর ও কেউ এসে কাঁধে হাত রাখেনি। ইজ/রা/য়েলে/র ব/র্বর/তার জবাবে তারা শুধু নিন্দা জানিয়ে ই ক্ষান্ত। আমার স/ন্তা/ন হারিয়েছে তার শান্তনা দিতে প্রতিবেশী বন্ধুরা বলছে " এই ব/র্বর/তা
কে নিন্দ/নীয় কাজ"। কিন্তু কেউ ই বন্ধু বা তার নিরীহ বন্ধুর পরিবার বা জাতী সম্পদের ক্ষ/তির প্রতি/শো/ধ নেয়নি। অর্থ: মুসলমানের বিপদে বন্ধু নামক সুবিধা ভোগিরা শুধু মুখে মুখেই বন্ধুত্ব টিকিয়ে রেখেছে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে মানবতার শান্তির দূত আখ্যায়িত করে তার প্রতিদান হিসেবে পদক নিতে মরিয়া হয়ে উঠেছে, অথচ সারা বিশ্বের বুকে ই/স/রা/ইল এবং আ/মে/রি/কা দুটি দেশ যারা সারা পৃথিবীতে ফেতনা ফ্যাসাদ সৃষ্টিকারী।
আমার ধারণা পৃথিবীটা উল্টে গেছে স/ত্য-মি/থ্যা/র চেয়ারে বসেছে আর মিথ্যা সত্যের চেয়ারে বসেছে এবং বাতিল হকের রূপ ধারণ করেছে। বৈশ্বিক পরিস্থিতি নিয়ে অনেক আগেই বলেছিলাম ৩য় বিশ্ব/যু/দ্ধে/র ঘ্রাণ পাচ্ছি আজ অলরেডি তা বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। আর মুসলিম দেশ গুলি ট্রাম্পেথ নধো চুষছে। আকিদা গত পার্থক্য থাকলেও তারা এক আল্লাহকে বিশ্বাসী, তারা আমাদের ভাই, বিপদের যে পাশে থাকেনা সেখান কোন ভাই বা বন্ধু হতে পারেনা, বরং সেও শত্রুদের একজন, অন্যতম একজন।
মহান আল্লাহ আমাদের মুসলিমদের এক হওয়ার তৌফিক দান করুক এবং দ্বীন কায়েম করে খেলাফত প্রতিষ্ঠার সুযোগ দান করুন। আমিন 🤲❤️🤲
(শরিফুল ইসলাম দিদার)