19/01/2025
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা নেক আমল এমনভাবে খেয়ে ফেলে (ধ্বংস করে দেয়) যেমন আগুন কাঠখণ্ডকে খেয়ে ফেলে (জ্বালিয়ে শেষ করে দেয়)।
(আবু দাউদ: ৪৯০৩)