
05/04/2025
একটি শোক সংবাদ 😔😔😔
বিশ্ব মতুয়া পরিষদের উর্দ্ধতন যুগ্ম মহাসচিব মতুয়া মহাবীর, মতুয়া রত্ন, চলন্ত শাস্ত্র সিন্ধু , মতুয়া ডা:প্রনব কান্তি সরকার মহাশয় রাত ১২:৩৮ মিনিটে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণ লাভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি ছিলেন মতুয়া দের এক উজ্জ্বল নক্ষত্র। যিনি জীবনের শেষ সময় পর্যন্ত ঠাকুরের নাম প্রচার করার জন্য একনিষ্ঠ ভাবে কাজ করে গেছেন। কুসংস্কার ও কুপ্রথা এর বিরুদ্ধে সর্বদা শাস্ত্রীয় রেফারেন্স দিয়ে প্রতিবাদ করেছেন। আমরা তার চলে যাওয়াতে গভীর ভাবে শোকাহত।
সবাই তার জন্য আশীর্বাদ করবেন।
জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবোল।