মতুয়া বার্তা

মতুয়া বার্তা মতুয়া বার্তা একটি মতুয়া ধর্মিয় অনলাইন প্রচার গণমাধ্যম

একটি শোক সংবাদ 😔😔😔 বিশ্ব মতুয়া পরিষদের উর্দ্ধতন যুগ্ম মহাসচিব মতুয়া মহাবীর, মতুয়া রত্ন, চলন্ত শাস্ত্র সিন্ধু , মতুয়া ডা:...
05/04/2025

একটি শোক সংবাদ 😔😔😔
বিশ্ব মতুয়া পরিষদের উর্দ্ধতন যুগ্ম মহাসচিব মতুয়া মহাবীর, মতুয়া রত্ন, চলন্ত শাস্ত্র সিন্ধু , মতুয়া ডা:প্রনব কান্তি সরকার মহাশয় রাত ১২:৩৮ মিনিটে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণ লাভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি ছিলেন মতুয়া দের এক উজ্জ্বল নক্ষত্র। যিনি জীবনের শেষ সময় পর্যন্ত ঠাকুরের নাম প্রচার করার জন্য একনিষ্ঠ ভাবে কাজ করে গেছেন। কুসংস্কার ও কুপ্রথা এর বিরুদ্ধে সর্বদা শাস্ত্রীয় রেফারেন্স দিয়ে প্রতিবাদ করেছেন। আমরা তার চলে যাওয়াতে গভীর ভাবে শোকাহত।
সবাই তার জন্য আশীর্বাদ করবেন।
জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবোল।

গুরুচাঁদের শিক্ষা আন্দোলনে ডাঃ সি. এস. মীডের অবদান।- লেখক- জগদীশচন্দ্র রায়  প্রবাদ আছে প্রত্যেকের সাফল্যের পিছনে একজন শু...
23/01/2025

গুরুচাঁদের শিক্ষা আন্দোলনে ডাঃ সি. এস. মীডের অবদান।- লেখক- জগদীশচন্দ্র রায়
প্রবাদ আছে প্রত্যেকের সাফল্যের পিছনে একজন শুভান্যুধায়ী থাকে। যার শুভকামনা ও সহযোগীতা বিনা সেই সাফল্য অর্জন করা অসম্পূর্ণ থেকে যায়।
গুরুচাঁদ ঠাকুরের এইযে যে, শিক্ষা আন্দোলন ও সামাজিক আন্দোলন, তার প্রথম প্রেরণা হচ্ছেন তাঁর পিতা হরিচাঁদ ঠাকুর। যার কাছে তিনি দায়বদ্ধ ছিলেন। কিন্তু অন্যজন, যিনি গুরুচাঁদ ঠাকুরের পাশে সর্বক্ষণ ছায়ার মত থেকে সমস্ত কাজের জন্য সহযোগীতা করেছেন তিনি হচ্ছেন, অস্ট্রেলিয়ান মিশনারি ডাঃ সি. এস. মীড্‌ (ডাঃ সিসিল সিলাস মীড্‌)। যিনি খৃষ্ট ধর্মের প্রচারের জন্য এবং দীন দরিদ্রদের সেবা করার জন্য ঘুরতে ঘুরতে বঙ্গদেশে আসেন। আর ১৯০৬ সালে প্রথমে ফরিদপুরে (জেলা) আসেন। তারপর ঘটনা ক্রমে তিনি তাঁর উদ্দেশ্য নিয়ে ওড়াকান্দীতে গুরুচাঁদ ঠাকুরের কাছে আসেন এবং তাঁর উদ্দেশ্যের কথা ঠাকুরের কাছে ব্যক্ত করেন। তিনি ছিলেন একাধারে ডাক্তার অন্যধারে খৃষ্টান ধর্ম প্রচারক। তিনি গুরুচাঁদ ঠাকুরের কাছে আসেন খৃষ্ট ধর্মের প্রচার ও জনসেবা করার জন্য। সঙ্গে খৃষ্ট ধর্মে দীক্ষিত করার জন্য । বিস্তারিত কমেন্টে 👇

শ্রীধাম ওড়াকান্দী মহা তীর্থ মতুয়া শ্রী পবিত্র গোসাঁই  ভারত থেকে আসা শেতু রায়, বিশিষ্ট কন্ঠ শিল্পী অর্জন বিশ্বাস,বডদিয়া ব...
02/01/2025

শ্রীধাম ওড়াকান্দী মহা তীর্থ মতুয়া শ্রী পবিত্র গোসাঁই ভারত থেকে আসা শেতু রায়, বিশিষ্ট কন্ঠ শিল্পী অর্জন বিশ্বাস,বডদিয়া ব্রাহ্মনপাটনা থেকে মতুয়া গোপাল রায় কাকা, তালবাড়িয়া থেকে বিশ্বজিৎ দাদার বাবা খুলনা থেকে ঠাকুরদাস গোসাঁই এর দুই শিষ্য মতুয়া সুদীপ্ত ও জীবন পাসে আমি অধম।জয় হরিবোল, সকল হরি ভক্তের চরণে আমার ভক্তি পূর্ণ প্রণাম সকলে আশীর্বাদ কামনা করছি সকলে ভালো থাকবেন শ্রীহরি কে ভালো রাখবেন, জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় হরিবোল।

01/01/2025

চলুন ঘুরে আসি মতুয়া পরম ভক্ত বাবা সুরেশ পাগল এর ভিটা থেকে।
#চলুন_ঘুরে_আসি_মতুয়া_পরম_ভক্ত_বাবা_সুরেশ_পাগল_এর_ভিটা_থেকে #বাবা_সুরেশ_পাগল
#মতুয়া_পরম_ভক্ত_বাবা_সুরেশ_পাগল #মতুয়া

01/01/2025

চলুন ঘুরে আসি মতুয়া পরম ভক্ত বাবা সুরেশ পাগল এর ভিটা থেকে।
#বাবা_সুরেশ_পাগল #চলুন_ঘুরে_আসি_মতুয়া_পরম_ভক্ত_বাবা_সুরেশ_পাগল_এর_ভিটা_থেকে

07/11/2024

ফুকরা গ্রামে এক মতুয়া ভক্তের নিমন্ত্রণে তার বাড়িতে হরিবাসর করতে গিয়েছিলাম।

11/08/2024

Address

পাথুরিয়া কালিবাড়ী, জিউধারা, মোরেলগঞ্জ, বাগেরহাট।
Bagerhat
PATUREAKALIBAREBAZAR

Alerts

Be the first to know and let us send you an email when মতুয়া বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share