
10/07/2025
#বিজ্ঞপ্তি
NCP এর জুলাই পদযাত্রা বাগেরহাট জেলা।
১২ জুলাই, ২০২৫ রোজ শনিবার।
জোহর বাদ দুপুর ২ টায় জুলাই অভ্যুত্থানের আন্দোলনের স্পট কাটাখালি মোড়, ফকিরহাট থেকে NCP এর বিপ্লবী কেন্দ্রীয় নেত্রীবৃন্দকে বাগেরহাট জেলায় স্বাগত জানানো হবে। কাটাখালি মোড়ে NCP এর এর আহবায়ক জনাব নাহিদ ইসলাম উপস্থিতি জনতার সাথে খুবই সংক্ষিপ্ত সময় মতবিনিময় করবেন।
দুপুর ২ টা- ৩টা ফয়লাহাট, রামপালে একটা এতিম খানায় এতিম শিশুদের সাথে NCP এর কেন্দ্রীয় নেতারা দুপুরের খাবার গ্রহণ করবেন এবং এরপর জুলাই অভ্যুত্থানে বাগেরহাট জেলার সবচেয়ে বড় আন্দোলনের স্পট ফয়লাহাট, রামপালে সংক্ষিপ্ত পথসভায় কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন।
বিকাল ৪ টায় খানজাহান আলী মাজার রেস্ট হাউজে বাগেরহাট জেলার শহীদ পরিবারের সাথে কেন্দ্রীয় নেতারা মতবিনিময় করবেন এবং পীর খানজাহান আলীর (রঃ) এর মাজার জিয়ারত করবেন।
বিকাল ৪.৩০ এ বাগেরহাট শহরের ভিআইপি রোড থেকে পদযাত্রায় বাগেরহাটবাসীর সাথে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। পদযাত্রার ফাকে শহরের মিঠাপুকুর পাড়ে NCP এর জেলা কার্যালয়ের উদ্ভোদন করবেন NCP এর কেন্দ্রীয় আহবান জনাব নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেনসহ অন্যান্য নেতারা।
বিকাল ৫ টায় রেল রোড, বাগেরহাটের পথসভায় NCP এর কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করবেন। প্রোগ্রাম শেষে কেন্দ্রীয় নেতারা পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
বার্তা প্রেরক
লাবীব আহমদ
প্রচার সেল, জাতীয় নাগরিক পার্টি, বাগেরহাট জেলা।
01609598739