Sudip Bala

Sudip Bala "I see life in simple ways, but I dream of touching the sky. I try to learn something new every day and love spending time with family and friends.

Nature brings me peace, and the little moments bring me joy. 😊✨" I have recently completed my Bachelor’s Degree in Computer Science and Engineering from Dhaka International University, Dhaka. My passion for web development has been the driving force behind my journey, starting with a strong foundation in HTML, CSS, and JavaScript. These Skills have enabled me to create functional and user-friendly

websites. I am deeply committed to staying updated with the latest advancements in technology and continuously enhancing my expertise. Highly motivated and dedicated, I thrive on taking on new challenges and consistently strive to improve my skills. I approach every task with determination, ensuring that I fulfill my responsibilities with utmost diligence and professionalism.

22/09/2025

✨ মানুষ প্রেমে আটকায় সপ্তাহ,
মোহে আটকায় মাস,
ভালোবাসায় বছর,
কিন্তু মায়ায় আটকায় সহস্রকাল...!! ❤️‍🩹

🌸 মায়া ছাড়া কোনো সম্পর্কের আসল মূল্য নেই।
কারণ—
মানুষ আপনার সৌন্দর্যের প্রেমে পড়তে পারে,
মোহে আটকে যেতে পারে,
ভালোবাসায় উতলা হতে পারে,
কিন্তু বিপরীতে মায়া না জন্মালে—
একদিন নিঃশব্দেই হারিয়ে যাবে...!! 🖤🙂

21/09/2025

পূজার আনন্দ সবার মনে,
আনুক সুখ-শান্তি জীবনের ক্ষণে।
দুঃখ-অশুভ হোক দূর ভুবনে,
সবার মুখে ধ্বনিত হোক — বলো দুগ্গা মাঈ কি... জয়!

21/09/2025

পিতৃপক্ষের শেষ, আজ দেবী পক্ষের শুরু
সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা।

শুভ সকাল।

20/09/2025

মা আসছেন 🔱🕉️🙏♥️🕉️🔱

20/09/2025

শ্রীকৃষ্ণের অনন্ত আশীর্বাদে সবার পথ হোক শুভ, জীবন হোক ধন্য।

শুভ রাত্রি।


Big thanks to Sumon Balafor all your support! Congrats for being top fans on a streak 🔥!
20/09/2025

Big thanks to Sumon Bala

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

২০২৫ সালের দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট এবার কবে দেবী আসছেন? কখন দেবেন অষ্টমীর অঞ্জলি? দেখে নিন ২০২৫ সালের দুর্গাপুজোর ...
20/09/2025

২০২৫ সালের দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট
এবার কবে দেবী আসছেন? কখন দেবেন অষ্টমীর অঞ্জলি? দেখে নিন ২০২৫ সালের দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট 🌸🕉️

👉 ২১ সেপ্টেম্বর (রবিবার) – মহালয়া (পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা)

👉 ২৭ সেপ্টেম্বর (শনিবার) – মহাপঞ্চমী সকাল ৮:৪৯ পর্যন্ত, এরপর মহাষষ্ঠী তিথি শুরু ➡️ মায়ের বোধন এই দিনেই পঞ্জিকা মতে

👉 ২৮ সেপ্টেম্বর (রবিবার) – মহাষষ্ঠী (তিথি সকাল ১০:৪৩ পর্যন্ত) ➡️ ষষ্ঠীবিধি সম্পূর্ণ করতে হবে এই সময়ের মধ্যে। সন্ধ্যায় দেবীর অধিবাস।

👉 ২৯ সেপ্টেম্বর (সোমবার) – মহাসপ্তমী (তিথি দুপুর ১২:২৮ পর্যন্ত) ➡️ কলাবউ স্নান ওই সময়ের আগেই।

👉 ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) – মহাষ্টমী
⏰ তিথি দুপুর ১:৪৫ পর্যন্ত ➡️ অঞ্জলি দিতে হবে এই সময়ের আগেই।
⏰ সন্ধিপুজো দুপুর ১:২১-এ শুরু হয়ে শেষ হবে ২:০৯-এ।

👉 ১ অক্টোবর (বুধবার) – মহানবমী
⏰ তিথি দুপুর ২:৩৬ পর্যন্ত থাকলেও, পঞ্জিকা মতে সকাল ৮:২৯-এর মধ্যেই নবমীর পুজো সম্পূর্ণ করতে হবে।

👉 ২ অক্টোবর (বৃহস্পতিবার) – বিজয়া দশমী
⏰ তিথি দুপুর ২:৫৬ পর্যন্ত। এরপর দেবীর বিসর্জন।

🐘 এবার দেবীর আগমন গজে ➡️ ফল: শস্যপূর্ণ বলসুন্ধরা
🪔 গমন দোলায় ➡️ ফল: মড়ক

🙏 এবারের দুর্গোৎসবের প্রতিটি ক্ষণ ভক্তির আবহে ভরে উঠুক প্রতিটি মণ্ডপ।

তুমি কারো জন্য অপেক্ষা করো না; নিজের যোগ্যতায় এগিয়ে যাও।কেউ তোমার পরিবর্তে তোমাকে সফল করবে—এমন প্রত্যাশা রেখো না। জীবনটা...
19/09/2025

তুমি কারো জন্য অপেক্ষা করো না; নিজের যোগ্যতায় এগিয়ে যাও।
কেউ তোমার পরিবর্তে তোমাকে সফল করবে—এমন প্রত্যাশা রেখো না। জীবনটা তোমার রথ, আর তুমি হতে হবে তার সারথি। কারো ওপর ভর করে পথ চললে দ্রুত ভাঙে বিশ্বাস; নিজের পা-ই তোমার সবচেয়ে শক্ত ভিত্তি।

আসো, নিজের মতো হও — অন্যের মত হওয়ার চেষ্টা বন্ধ কর।
অন্যকে নকল করে তুমি হারিয়ে ফেলবে নিজের সত্তা। নিজের মনের মতো গড়ে উঠলে একদিন তুমি নিজের সৃজিত জীবনটাকেই নিয়ে ভরসা করবে আর তা হলে ভেতর থেকেই শান্তি আসবে।

জীবনের সবচেয়ে দামি বিনিয়োগ নিজের উপর সময় দেওয়া।
অনেকেই অন্যের পিছনে মন খরচ করে সময় নষ্ট করে ফেলে; তুমি নিজের পিছনে সময় দাও। তুমি যতটা খেয়াল করবে, ততটাই জীবনে অন্যরা তোমার প্রতি খেয়াল করবে। নিজে নিজে যদি মূল্য না দাও, পৃথিবীর কেও তা সহজে দেবে না। তাই নিজের মূল্য খোঁজো, নিজে নিজেই নিজের সাপোর্ট হও।

নিজেকে গড়ো, নিজেকে ভাঙো কিন্তু নিজের জন্যই।
ভুল থেকে শিখে নিজেকে সামলে তুলো; নিজের কমিকে শক্তিতে পরিণত করো। তবে সতর্ক থেকো যখন তুমি অন্য কারোর জন্য নিজেকে পুরোপুরি বদলে দাও, এবং শেষমেষ সেই মানুষটি চলে গেলে, তখন ভিতর থেকে ভেঙে পড়া সহজ। তাই বদলো নিজের উন্নতির জন্য, নিজের আনন্দ ও নিরাপত্তার জন্য।

একটি কঠিন সত্য স্বীকার করে নাও সামাজিক চোখ অনেক সময় নিয়ম বদলে দেয়।
টাকা এবং সৌন্দর্য,,,, সমাজে এগুলোর গুরুত্ব আছে, কিন্তু তারা কখনও তোমার আসল মূল্য নির্ধারণ করবে না। একজন পুরুষের যোগ্যতা কেবল আয় দিয়ে মাপা ঠিক নয়; একজন নারীর মূল্য কেবল দাঁড়ানোর রূপে বোঝা ঠিক নয়। এসব যেটুকু বাস্তব, তা সমাজের একটা অংশ; কিন্তু তোমার মূল্য তোমার চরিত্র, তোমার কীর্তি, তোমার মমতা, এবং তোমার সহমর্মিতায় লুকিয়ে আছে। তাই নিজেকে কেবল বাহ্যিক মাপ দিয়ে বড় করো না।নিজের ভিতরের শক্তিটাকেই বড় করো।

কঠিন সময়গুলোতে মনে রেখো,,,, তুমি একা লড়বে, এবং সেটা একেবারেই খারাপ কিছু নয়।
সাহায্য পাওয়া ভালো, পাশে কেউ থাকলে ভালো লাগে কিন্তু নির্ভরশীল হয়ে পড়বে না। নিজের লড়াই নিজে করো, নিজের দৌড় নিজে দাও। দিন শেষে নিজেদের মধ্যেই আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু পাওয়া যায় এটা অর্জন করা উচিত।

শেষে নিজেকে সম্মান দাও।
যদি তুমি নিজেকে মূল্য দাও, অন্যরাও ধারালো হয়ে উঠবে তোমাকে সম্মান করতে। আর যদি তুমি নিজেকে ছোটো করো, পৃথিবীর কেউ তুমাকে বড় করবে না। তাই নিজেকে সে মনোভাব দাও, যেভাবে তুমি চাও অন্যরা তোমাকে দেখুক।

তুমি নিজেই তোমার রথচালক, নিজের ভবিষ্যতের নির্মাতা। প্রতিদিন একটু একটু করে তোমার নিজের জন্য কাজ করো ধৈর্য ধরে, নিষ্ঠার সঙ্গে, নিজের প্রতি সদয় হয়ে। হতে পারে পথটা ঝুঁকিপূর্ণ, কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাকে নিজের কাছাকাছি নিয়ে আসবে। ভরসা রাখো,,,,একদিন তুমি নিজের তৈরি জীবনটা দেখে হাসবে, আর সেটা হবে সবচেয়ে শান্তিময় মুহূর্ত।

18/09/2025

শুভ অপরাহ্ন। ফুলের শুভেচ্ছা সবাইকে।


Address

Rajnagar, Rampal
Bagerhat
9343

Alerts

Be the first to know and let us send you an email when Sudip Bala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sudip Bala:

Share