Sagor Hossain

Sagor Hossain please follow and share my page

তোমরা পুরো আকাশ টাকে ডেকে দিতে চাও,চাও বেঁধে দিতে চোখ। দেখাতে চাও জোর কোরে তোমাদের নির্মিত চিত্র। শোনাতে চাও তোমাদের বেস...
20/04/2025

তোমরা পুরো আকাশ টাকে ডেকে দিতে চাও,
চাও বেঁধে দিতে চোখ।
দেখাতে চাও জোর কোরে তোমাদের নির্মিত চিত্র।
শোনাতে চাও তোমাদের বেসুরা গান,
আমার মস্তিষ্ক বিক্রি কোরে হোতে চাও লাভবান।

Sagor Hossain

01/02/2025

রাত্রির হলকা জোছনায়, দুরে বন্ধ জানালার ফাঁকে এক টুকরো আবছা আলো।

বহু দুরারের বারান্দার গ্রিল ধোরে দাড়িয়ে থাকা, আবছা কেউ।

আকাশের দিকে তাকিয়ে থাকা এক জোড়া স্বপ্ন চোখ।

দুর আকাশে মিলিয়ে যাওয়া মেঘের খেলা।

রং তুলিতে যত্ন করে বেদনার ছবি আঁকি বুকি করা কেউ একজন।

গন্তব্যহীন ধুলোর ফুটপাত ধোরে হেটে চলা, ঠিকানা বিহীন রঙ্গিন খামে এক টুকরো চিরকুট।

সাগর হোসেন

11/10/2024

বাকস্বাধীনতা কি আসলেই ফিরে পেয়েছেন?

স্বাধীন আর বাক-স্বাধীনতা!স্বাধীন করা নিয়ে তো ছোট বেলা থেকে গল্প পড়ে আর বর্তমানে বাস্তবতা দেখে চলছি.স্বাধীনতা বলতে আমি শু...
28/08/2024

স্বাধীন আর বাক-স্বাধীনতা!

স্বাধীন করা নিয়ে তো ছোট বেলা থেকে গল্প পড়ে আর বর্তমানে বাস্তবতা দেখে চলছি.

স্বাধীনতা বলতে আমি শুধু দেখি, জাতীয়তা? বাংলাদেশী।

রাষ্ট্রভাষা? বাংলা।

বাকি সব প্রহসন!

সবাই বলে স্বাধীন করছি! বাক-স্বাধীনতা নাকি ফিরে পেয়েছে,আসলে কি তাই,কিছু মানুষ ফিরে পেলেও সবাই কিন্তু পায়নি।

কাল যারা আপনাকে কথা বলতে দিতো না,গলা চেপে ধরতো।আজ আপনি ঠিক আন্দোলন করে ফিরে পেয়েছেন কথা বলা।আবার সেই আপনিই আজ আপনাকে নিয়ে কেউ কথা বললে, আপনি তার গলা চেপে ধরেছেন। এটা যুগের পর যুগ চলে আসছে,আর এটা থেকেই যাবে।

অন্যের গলা চেপে ধরে, নিজে কথা বলার নামই বাক স্বাধীনতা নয়।
এখন বলতে পারেন আগে তারা চেপে ধর তো, তাই আমি তাদের গলা চেপে ধরছি। তাহলে আবার স্বাধীন করেছেন, বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন। এই গল্প কেন বলতেছেন? এটা একটু হাস্যকর মনে হচ্ছে না?

স্বাধীন করেছি, বাক-স্বাধীনতা ফিরে পেয়েছি। এই নিয়ে যখন কথা বলেন, তখন আপনাদের কথা গুলো আমার কাছে খুবই হাস্যকর মনে হয়।

08/07/2024

চাকরিতে কোটা থাকা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন?

https://www.tipsmedicalbd.com/2023/12/Olive-oil-for-winter-skin-care.html
01/01/2024

https://www.tipsmedicalbd.com/2023/12/Olive-oil-for-winter-skin-care.html

winter skin care - শীতেকালে ছেলে ও মেয়েদের ত্বকের যত্ন, শীতে ত্বকের যত্নে এলোভেরা, ত্বকের যত্নে মসুর ডাল, মাথার ত্বকে ফাংগাল ...

https://www.tipsmedicalbd.com/2023/09/Home-Remedies-for-Shingles.html
01/01/2024

https://www.tipsmedicalbd.com/2023/09/Home-Remedies-for-Shingles.html

দাদ রোগের ঘরোয়া চিকিৎসা, দাদ চুলকানি দূর করার ক্রিম, দাউদের সবচেয়ে ভালো সাবান, দাউদের সবচেয়ে ভালো মলম, দাদ হলে ক....

Address

Bagerhat
9330

Alerts

Be the first to know and let us send you an email when Sagor Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sagor Hossain:

Share