28/08/2024
স্বাধীন আর বাক-স্বাধীনতা!
স্বাধীন করা নিয়ে তো ছোট বেলা থেকে গল্প পড়ে আর বর্তমানে বাস্তবতা দেখে চলছি.
স্বাধীনতা বলতে আমি শুধু দেখি, জাতীয়তা? বাংলাদেশী।
রাষ্ট্রভাষা? বাংলা।
বাকি সব প্রহসন!
সবাই বলে স্বাধীন করছি! বাক-স্বাধীনতা নাকি ফিরে পেয়েছে,আসলে কি তাই,কিছু মানুষ ফিরে পেলেও সবাই কিন্তু পায়নি।
কাল যারা আপনাকে কথা বলতে দিতো না,গলা চেপে ধরতো।আজ আপনি ঠিক আন্দোলন করে ফিরে পেয়েছেন কথা বলা।আবার সেই আপনিই আজ আপনাকে নিয়ে কেউ কথা বললে, আপনি তার গলা চেপে ধরেছেন। এটা যুগের পর যুগ চলে আসছে,আর এটা থেকেই যাবে।
অন্যের গলা চেপে ধরে, নিজে কথা বলার নামই বাক স্বাধীনতা নয়।
এখন বলতে পারেন আগে তারা চেপে ধর তো, তাই আমি তাদের গলা চেপে ধরছি। তাহলে আবার স্বাধীন করেছেন, বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন। এই গল্প কেন বলতেছেন? এটা একটু হাস্যকর মনে হচ্ছে না?
স্বাধীন করেছি, বাক-স্বাধীনতা ফিরে পেয়েছি। এই নিয়ে যখন কথা বলেন, তখন আপনাদের কথা গুলো আমার কাছে খুবই হাস্যকর মনে হয়।