Dr.Afzal Hosen

Dr.Afzal Hosen A health-related page where discuss different types of human disease and its treatment
আপনার স্বাস্থ্য বিষয়ক যেকোন প্রশ্ন, সমস্যা এই পেজে করতে পারেন

25/06/2025

খুব শীঘ্রই সারাদেশ ব্যাপী টাইফয়েড এর ভ্যাক্সিন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সম্ভাব্য সময় সেপ্টেম্বর, ২০২৫।

কাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবেঃ
১. বিদ্যালয়ঃ প্লে/নার্সারি থেকে নবম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রী
২. বিদ্যালয় বহির্ভূতঃ ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়স পর্যন্ত সকল শিশু ও কিশোর কিশোরী।

ভ্যাকসিন প্রদানের আগেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

www.vaxepi.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে নির্ধারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

ব্রান্ড নামঃ টাইফিবেভ (Thyphibev)ঃ ভ্যাকসিন টি তরল অবস্থায় থাকে। প্রতিটি ভ্যাকসিন ভায়ালে ৫ ডোজ থাকে। একটি ভায়াল খোলার পর অব্যবহৃত অংশ টুকু ২৮ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

ডোজঃ ০.৫ মিলি ১টি ডোজ। ২ বছরের কম বয়সী শিশুদের কে উরুর মাঝখানের বহিরাংশে। ২ বছরের উপর সবাই কে ডেলটয়েড পেশীতে দিতে হবে।

12/06/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ

খুবই ভয়াবহ দিন অপেক্ষা করতেছে বাংলাদেশের জন্য।এই যে ওষুধ টা দেখা যাচ্ছে এটা একটা রিজার্ভ ড্রাগ (রিজার্ভ মানে বৃদ্ধ বয়সে ...
08/06/2025

খুবই ভয়াবহ দিন অপেক্ষা করতেছে বাংলাদেশের জন্য।
এই যে ওষুধ টা দেখা যাচ্ছে এটা একটা রিজার্ভ ড্রাগ (রিজার্ভ মানে বৃদ্ধ বয়সে যখন কোন এন্টিবায়োটিক আর কাজ করেনা ডায়াবেটিস সহ নানা ধরনের জটিলতা থাকে তখন এই ওষুধ বাধ্য হয়ে আমরা দেই)।

সামান্য জ্বরে ফার্মেসি ওয়ালা এই ওষুধ দিয়ে দিছে এর মানে এই শিশু বড় হলে ওর জন্য কোন ওষুধই অবশিষ্ট থাকবেনা।রোগ হলে চেয়ে চেয়ে দেখা ছাড়া ডাক্তারের হাতে কিছুই করার থাকবেনা।

এই দেশে বেশিরভাগ মেধাবী থাকতে চায়না।এই যে বাচ্চাদের ক্ষতি করতেছে ফার্মেসী আলা সহ কিছু ভুয়া ডাক্তার প্রশাসন কিছুই বলতেছেনা,এর বিরুদ্ধে যদি কিছু বলা হয় ভাব্বে ডাক্তারই ভালনা ফার্মেসি তে গেলে তো ভিজিট দেওয়া লাগেনা।

এই যে ক্ষতি গুলা করতেছে এসব ভুয়া ডাক্তার সহ ফার্মেসি ওয়ালা রা এটা কোটি টাকা দিয়েও পুরন করার ব্যবস্থা নাই।
আমার কাছে প্রতিদিন এত এত উল্টো পালটা চিকিৎসার প্রেসক্রিপশন আসে নিজের কাছেই নিজের খারাপ লাগে এই মানুষ গুলা হয়তো বোঝেনা কিন্তু এসব দেখার জন্য যে প্রশাসন আছে তাদের আল্লাহ ক্ষমা করবে তো।

যেই ওষুধ আমি আমার বাবা মা অসুস্থ হলে দেইনা সেটা যদি অন্য কাউকে খেতে দেখি তখন খুব খারাপ লাগে।

#কপিপোস্ট

ঈদ মুবারক!তাকাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
07/06/2025

ঈদ মুবারক!
তাকাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

ঈদ উল আদ্বহা আমাদের ইবাদাতের দিন। আনুগত্য, তাকওয়া আর কুরবানীর দিন। ঈদ উল আদ্বহা আমাদের উৎসবের দিন। এই অঞ্চলের প্রেক্ষপটে...
06/06/2025

ঈদ উল আদ্বহা আমাদের ইবাদাতের দিন। আনুগত্য, তাকওয়া আর কুরবানীর দিন।
ঈদ উল আদ্বহা আমাদের উৎসবের দিন।
এই অঞ্চলের প্রেক্ষপটে ঈদ উল আদ্বহা আমাদের সামাজিক, সাংস্কৃতিক এবং সভ্যতাগত লড়াইয়ের অংশ।
যে লড়াইয়ে শামিল ছিলেন বাবা আদম শহীদ থেকে শুরু করে তিতুমীর। শাহ জালাল থেকে শুরু করে মুজাদ্দিদে আলফে সানী। তরীকায়ে মুহাম্মাদিয়া থেকে শুরু করে ফরায়েযী। রাহিমাহুমুল্লাহ।
কুরবানীর ঈদ কুফরি ও শিরকি শক্তির বিরুদ্ধে মুসলিমবঙ্গের প্রতিরোধের প্রতীক৷
তাই একে আপন করে নিন।
শান-শওকতের সাথে, সম্মান ও মর্যাদার সাথে, তাকওয়া ও তাওয়াক্কুলের সাথে আসুন এই দিনটি আমরা উদযাপন করি।
ঈদ মুবারাক।
তাকাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

04/06/2025

TD ভ্যাকসিন শুধু একটি ইনজেকশন নয়, এটা একটি নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি। টিটিনাস ও ডিফথেরিয়া, দুইটি মারাত্মক রোগ থেকে সুরক্ষা দেয় এই ভ্যাকসিন। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, মায়ের সঙ্গে সঙ্গে শিশুটিও সুরক্ষিত থাকে।
ভয় নয়, সচেতনতা চাই। সময়মতো টিকা নিন, সুস্থ থাকুন।

29/05/2025

শরীয়া রাষ্ট্রে 'বাইতুল মাল' হল জনগণের আমানত। সর্বোচ্চ সর্তকতায় চিপে চিপে খরচ করা হবে এই আমানত। খোলাফায়ে রাশেদীন বাদ দেন।
তুর্কী সালতানাতের ২য় আবদুল হামিদ রহ.ও ব্যক্তিগত কাজের জন্য সরকারি কুপিবাতি ব্যবহার করতেন না।

একটা প্রবন্ধের অংশ। পুরোটা পড়ার লিংক কমেন্টে।
>

[আখবারু উমার, পৃ ৩৩২ সূত্রে উমার রা. সম্পর্কে ১৫০ টি শিক্ষণীয় ঘটনা, পীস পাবলিকেশান।]

#শরীয়াহ_ছাড়া_সমাধান_নাই
arefin shakti vai..

29/05/2025
কানাডার লেকে মাছ ধরতে লাইসেন্স লাগে। বড়শির টোপ যদি মাছের পাখায় বা লেজে লাগে, তবে তাকে ছেড়ে দিতে হয়—এইটুকু নৈতিকতায় বুক ফ...
04/05/2025

কানাডার লেকে মাছ ধরতে লাইসেন্স লাগে। বড়শির টোপ যদি মাছের পাখায় বা লেজে লাগে, তবে তাকে ছেড়ে দিতে হয়—এইটুকু নৈতিকতায় বুক ফুলিয়ে বলা হয়, ‘দেখো, আমরা কত সভ্য!’

অথচ সেই একই হাতই—যে হাত মাছকে করুণা করতে জানে—ড্রোনের বোতাম চাপে। শিশুর গায়ে বোমা পড়ে, নারীর মুখ ছিন্নভিন্ন হয়, শহর পরিণত হয় শ্মশানে, আর তারপর তারা বলে, “Collateral damage.”

বাড়ির পোষা কুকুরের জন্য অ্যাম্বুলেন্স আসে, কিন্তু গাজায় শিশুর কান্না প্রতিরোধের প্রাসঙ্গিক খরচ।

পশ্চিম নিজেকে সভ্যতার আতুড়ঘর ভাবে। এবং অনেকেই—আমাদের মধ্যে থেকেও—সেই সভ্যতার ফটকে দাঁড়িয়ে চোখ গোল গোল করে চেয়ে থাকে, যেন ওইখানে সূর্য উঠে। তারা চা খায় স্টারবাক্সে, কথায় কথায় প্রসঙ্গ টানে "liberty" আর "human rights" নিয়ে। কিন্তু কখনো শোনে না বুটের নিচে ভেঙে যাওয়া হাড়গুলোর শব্দ।

তাদের বিশ্ববিদ্যালয়ে 'post-colonial studies' পড়ানো হয়, অথচ তারা আজো নতুন উপনিবেশ তৈরিতে ব্যস্ত। আফগানিস্তানে নারী স্বাধীনতা প্রতিষ্ঠা করতে গিয়েছিল—তাদের 'বম্বস ফর উইমেনস রাইটস' আন্দোলন।

তবু কিছু মানুষ—আমাদেরই রক্ত-মাংসের—পশ্চিমের সামনে দাঁড়িয়ে হাততালি দেয়। ওরা মাছের প্রতি দয়া করে, তাই সভ্য; আমরা ইতিহাসের প্রতি প্রশ্ন তুলি, তাই নাকি বর্বর? সভ্যতা কি কুকুর ভালোবাসায় থাকে? না সেই চেতনাতে, যেখানে অন্যের কান্নাও নিজের মতো শোনায়?

Address

Bagherhat Sadar, Muniganj
Bagherhat

Telephone

+8801988367902

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Afzal Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Afzal Hosen:

Share