25/06/2025
খুব শীঘ্রই সারাদেশ ব্যাপী টাইফয়েড এর ভ্যাক্সিন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সম্ভাব্য সময় সেপ্টেম্বর, ২০২৫।
কাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবেঃ
১. বিদ্যালয়ঃ প্লে/নার্সারি থেকে নবম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রী
২. বিদ্যালয় বহির্ভূতঃ ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়স পর্যন্ত সকল শিশু ও কিশোর কিশোরী।
ভ্যাকসিন প্রদানের আগেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
www.vaxepi.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে নির্ধারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
ব্রান্ড নামঃ টাইফিবেভ (Thyphibev)ঃ ভ্যাকসিন টি তরল অবস্থায় থাকে। প্রতিটি ভ্যাকসিন ভায়ালে ৫ ডোজ থাকে। একটি ভায়াল খোলার পর অব্যবহৃত অংশ টুকু ২৮ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
ডোজঃ ০.৫ মিলি ১টি ডোজ। ২ বছরের কম বয়সী শিশুদের কে উরুর মাঝখানের বহিরাংশে। ২ বছরের উপর সবাই কে ডেলটয়েড পেশীতে দিতে হবে।