
23/08/2025
শুধু মেধাবী হলেই হবে না, হতে হবে সৎ, চরিত্রবান ও দেশপ্রেমিক
বাঘারপাড়া উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঘারপাড়া উপজেলা শাখা। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর সভাপতি আহম্মেদ ইব্রাহিম শামিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. আশিকুজ্জামান, সভাপতি যশোর জেলা পূর্ব ছাত্রশিবির; জনাব আনিসুর রহমান, সহকারী শিক্ষক, যশোর জেলা স্কুল; ড. মোঃ মেজবাহ উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক; মো. হাবিবুর রহমান, সহকারী শিক্ষক সরকারি মহিলা কলেজ, যশোর; মোঃ মিনারুল ইসলাম, সেক্রেটারী, যশোর জেলা পূর্ব ছাত্রশিবির; মাও আব্দুল জব্বার, সেক্রেটারী, বাঘারপাড়া উপজেলা জামায়াত; জনাব হাফিজুর রহমান, সংস্কৃতি সম্পাদক, নড়াইল জেলা জামায়াত; মোঃ ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাঘারপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সহ বাঘারপাড়া উপজেলা ছাত্রশিবিরের সকল পর্যায়ের নেত্রিবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা ছাত্রশিবিরের পরিচালক মো. মুহিবুল্লাহ হুসাইন।
বক্তারা বলেন, শুধু মেধাবী হওয়াই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের হতে হবে সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক, দায়িত্বশীল নাগরিক এবং তারুণ্যের আইকনিক আদর্শ। তারা উল্লেখ করেন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শুধু পরিবার বা প্রতিষ্ঠানের গর্ব নয়, বরং গোটা সমাজ ও জাতির সম্পদ। সুশিক্ষা ও নৈতিকতায় গড়ে উঠেই তারা একদিন দেশকে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ফুল, বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাদের পড়ালেখায় আরও উৎসাহ যোগাবে।