খবর বাঘারপাড়া

খবর বাঘারপাড়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from খবর বাঘারপাড়া, News & Media Website, বাঘারপাড়া চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর, Bagherpara.

বাঘারপাড়া হাট বাজার কমিটির ত্রি-বাষিক নির্বাচন অনুষ্ঠিতবাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া হাট বাজার কমিটির ত্র...
04/10/2025

বাঘারপাড়া হাট বাজার কমিটির ত্রি-বাষিক নির্বাচন অনুষ্ঠিত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া হাট বাজার কমিটির ত্রি-বাষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। দীর্ঘদিন পর এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সমাজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শুরুর আগেই বাজার এলাকায় ছিল উৎসবের আমেজ।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ২৯৪ জন। সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রভাষক তৌহিদুল ইসলাম তুহিন নেতৃত্বে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রশাসন বা থানা পুলিশের সহযোগিতা ছাড়াই পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবু তালেব ও আহম্মদ আলী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবুল কালাম আজাদ লিটন হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বনি আমিন ও রেজওয়ান ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো. আবু তালেব বিপুল ভোটে জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বনি আমিন নির্বাচিত হন।

চব্বিশ এর গণ আন্দোলনে শহীদদের স্মরণেবাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণবাঘারপাড়া প্রতিনিধি: চব্বিশ এর জ...
09/09/2025

চব্বিশ এর গণ আন্দোলনে শহীদদের স্মরণে
বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ

বাঘারপাড়া প্রতিনিধি: চব্বিশ এর জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে গতকাল বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। প্রতিটা বৃক্ষ এক একজন শহীদের স্মরণে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, ঢাকা টাইমস এর শহিদ সাংবাদিক মেহেদি হাসানসহ দেড় শতাধিক শহীদের স্মরণে এ বৃক্ষের চারা বিতরণ হয়। বাদ পড়েনি যশোরে শহীদ হওয়া ইমতিয়াজ আহাম্মেদ জাবির, শহীদ তৌহিদুল ইসলাম, শহীদ আব্দুল্লাহ’র নামও। মহতি এই উদ্যেগটি নিয়েছেন বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী সোহাগ। তিনি মনে করেন, আজ যে সব শিক্ষার্থী মাধ্যমিকে লেখাপড়া করছে তারাই এক সময় বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাদেরকে জুলাই আন্দোলনের গুরুত্ব বোঝানো ও শহীদদের আত্মত্যাগ যদি তাদের মাঝে ধারণ করানো যায় তাহলে তারা দুর্নীতি থেকে দুরে থাকবে। ফ্যাসিবাদ মুক্ত করতে যেয়ে যারা জীবন দিয়েছে, যারা চিরতরের জন্য পঙ্গু হয়েছে তাদের যদি এখনকার তরুণ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয় তাহলে আগামী দিনে এরাই ফ্যাসিবাদ রুখে দিবে। তাদেরকে স্মরণ করলে আমরা দুর্নীতি থেকে যেমন দুরে থাকবো তেমনি কোন অপরাধ করতে গেলে আমাদের বুক কেঁপে উঠবে। সর্বোপরি আমরা ফ্যাসিস্ট হয়ে উঠবো না। ঢাকা দক্ষিণ যুব দলের যুগ্ম আহবায় নুরে আলম সোহাগ মনে করেন, একটি গাছ দীর্ঘ দিন বেঁচে থাকে। একজন শিক্ষার্থী যদি চব্বিশ এর জুলাই আন্দোলনে একজন শহীদের স্মরণে একটি গাছ লাগায় তাহলে ঐ শিক্ষার্থী যতদিন বেঁচে থাকবে ততদিন সে জুলাই আন্দোলনের গুরুত্ব নিজের মধ্যে লালন করবে। এসব চিন্তা চেতনা থেকে নূরে আলম সিদ্দিকী সোহাগ শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণের উদ্যেগ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় গতকাল বাঘারপাড়ার পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারিদের হাতে একটি করে ফলজ বৃক্ষের চারা তুলে দেন। চারা বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফিরোজ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার, বাঘারপাড়া উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ফখরুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারিবৃন্দ।

বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচিত কমিটির এক বছর পূর্তি উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিতবাঘারপাড়া (যশোর) প্রতিনিধ...
25/08/2025

বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচিত কমিটির এক বছর পূর্তি উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচিত কমিটির এক বছর পূর্তি উপলক্ষে গত শনিবার বাঘারপাড়া চৌরাস্তা এক বর্ণাঢ্য বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যবসায়ী সমাজের শতাধিক সদস্য উপস্থিত থেকে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা ইমারত হোসেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি মশিউল আজম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারন সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, সাবেক সভাপতি আঃ রাজ্জাক,জয়নাল আবেদিন,উপদেষ্টা ইলিয়াজ আর্মি, বাজার কমিটির সদস্য সৌখিন হোসেন,লিটন হোসেনসহ সাংবাদিক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতি মশিউল আজম বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বাজারে চাঁদাবাজি, দখলবাজি কিংবা বিশৃঙ্খল পরিবেশের কোনো সুযোগ দিইনি। ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পেরেছি। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে বাজারকে আধুনিক ও পরিচ্ছন্নভাবে সাজানো, যাতে ক্রেতা ও বিক্রেতা উভয়েই উপকৃত হন।” তিনি আরও বলেন, “বাজার বণিক সমিতি শুধু ব্যবসায়ীদের অধিকার রক্ষার সংগঠন নয়, এটি একটি সামাজিক শক্তি। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা ইতোমধ্যেই অসুস্থ ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও প্রয়াত ব্যবসায়ীদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।”
সভায় সাধারণ সম্পাদক সেলিম রেজা তার কার্যক্রমের প্রতিবেদনে গত এক বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এর মধ্যে বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, বৈদ্যুতিক লাইন সংস্কার, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসায়ীদের জন্য জরুরি সহায়তা তহবিল গঠন উল্লেখযোগ্য।
বক্তারা বলেন, বাজারকে কেন্দ্র করে শুধু ব্যবসা নয়, এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও সমৃদ্ধ হচ্ছে। তাই বাজারের স্বার্থে সকল ব্যবসায়ীকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ ব্যক্তিগত স্বার্থে বিভেদ সৃষ্টি করলে তা সমিতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে।সভায় অতিথিরা বণিক সমিতির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সৎ ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে বাজারকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীরা আধুনিক গান, বাউল সংগীত এবং নাটিকা পরিবেশন করে উপস্থিত সবাইকে আনন্দ দেন।

শুধু মেধাবী হলেই হবে না, হতে হবে সৎ, চরিত্রবান ও দেশপ্রেমিকবাঘারপাড়া উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার...
23/08/2025

শুধু মেধাবী হলেই হবে না, হতে হবে সৎ, চরিত্রবান ও দেশপ্রেমিক
বাঘারপাড়া উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঘারপাড়া উপজেলা শাখা। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর সভাপতি আহম্মেদ ইব্রাহিম শামিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. আশিকুজ্জামান, সভাপতি যশোর জেলা পূর্ব ছাত্রশিবির; জনাব আনিসুর রহমান, সহকারী শিক্ষক, যশোর জেলা স্কুল; ড. মোঃ মেজবাহ উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক; মো. হাবিবুর রহমান, সহকারী শিক্ষক সরকারি মহিলা কলেজ, যশোর; মোঃ মিনারুল ইসলাম, সেক্রেটারী, যশোর জেলা পূর্ব ছাত্রশিবির; মাও আব্দুল জব্বার, সেক্রেটারী, বাঘারপাড়া উপজেলা জামায়াত; জনাব হাফিজুর রহমান, সংস্কৃতি সম্পাদক, নড়াইল জেলা জামায়াত; মোঃ ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাঘারপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সহ বাঘারপাড়া উপজেলা ছাত্রশিবিরের সকল পর্যায়ের নেত্রিবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা ছাত্রশিবিরের পরিচালক মো. মুহিবুল্লাহ হুসাইন।
বক্তারা বলেন, শুধু মেধাবী হওয়াই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের হতে হবে সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক, দায়িত্বশীল নাগরিক এবং তারুণ্যের আইকনিক আদর্শ। তারা উল্লেখ করেন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শুধু পরিবার বা প্রতিষ্ঠানের গর্ব নয়, বরং গোটা সমাজ ও জাতির সম্পদ। সুশিক্ষা ও নৈতিকতায় গড়ে উঠেই তারা একদিন দেশকে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ফুল, বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাদের পড়ালেখায় আরও উৎসাহ যোগাবে।

বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নে  এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকীর লিফলেট বিতরণ ও পথসভা।বাঘারপাড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চ...
23/08/2025

বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নে এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকীর লিফলেট বিতরণ ও পথসভা।

বাঘারপাড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ।
সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারমুক্ত যশোর-৪ গড়ার প্রত্যয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন দক্ষিণ যুবদলের এই নেতা। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বিভিন্ন পথসভায় তিনি বলেন, “সাধারণ মানুষ এখন সামাজিক শান্তি ও স্থিতিশীলতা চায়। বাংলাদেশে প্রধান সমস্যা হলো দুর্নীতি ও চাঁদাবাজি। তাই আমি সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারমুক্ত যশোর-৪ গড়তে চাই। মানুষকে শান্তি ও স্বস্তি দিতে চাই। এজন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন, “আমার অঙ্গীকার—যশোর-৪ আসনে সকল অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা।”

যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে) বাঘারপাড়া উপজেলার নব নির্বাচিত ইউনিট প্রধান তরুন মন্ডল ও ডেপুটি ইউনিট প্রধান মোঃ শহ...
23/08/2025

যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে) বাঘারপাড়া উপজেলার নব নির্বাচিত ইউনিট প্রধান তরুন মন্ডল ও ডেপুটি ইউনিট প্রধান মোঃ শহিদুল ইসলামকে শুভেচ্ছা ও শুভকামনা রইল।

বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।বাঘারপাড়া প্রতিনিধিঃ যশোরে...
22/08/2025

বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

বাঘারপাড়া প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের মাহমুদপুর স্কুল মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এনসিপি নেতা গাজী সোহেল আরমান।
টুর্নামেন্টে স্থানীয় দুটি দল—দরাজহাট ইউনিয়ন বনাম বাসুয়াড়ী ইউনিয়ন—অংশগ্রহণ করে। খেলার শুরু থেকেই মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুই দলের খেলোয়াড়রা মনোমুগ্ধকর খেলা উপহার দিলে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করেন। খেলার শক্তিশালী দরাজহাট ইউনিয়ন বিজয়ী পুরস্কার লাভ করে।
আয়োজনকে ঘিরে মাঠে শত শত দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া থানার অফিসার্স ইনচার্জ ফকির তাইজুর রহমান,এনসিপির কেন্দ্রিয় কমিটির সদস্য ইয়াহিয়া জিসান, যশোর জেলা এনসিপির আহব্বায়ক খালেদ সাইফুল্লাহ জুয়েল, এনসিপির বাঘারপাড়া উপজেলার আহব্বায়ক আব্দুল্লাহ আল মামুন, কৃষকদল বাসুয়াড়ী ইউনিয়নের সভাপতি তৌহিদুর রহমান প্রমুখ। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে বলেন, এ দিবস গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। নতুন প্রজন্মকে এ চেতনায় উজ্জীবিত করতেই খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নারিকেলবাড়ীয়া ইউনিয়নে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও র‌্যালীবাঘারপাড়া প্রতিনিধিঃ গতকাল সোমবার বিকেল পা...
19/08/2025

নারিকেলবাড়ীয়া ইউনিয়নে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও র‌্যালী

বাঘারপাড়া প্রতিনিধিঃ গতকাল সোমবার বিকেল পাঁচটায় বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া বাজার কালি মন্দির প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে নারিকেলবাড়ীয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালী মন্দিরে এসে আলোচনা সভা করে সমাপ্তি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কালীমন্দিরের সভাপতি বাবু পতিত কুমার দত্ত। সঞ্চালনায় ছিলেন তপন কুমার কুন্ডু।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও উপজেলা চেয়ারম্যান জনাব মশিয়ুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারিকেলবাড়ীয়া বিএনপির সভাপতি লস্কর নাজমুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বাঘারপাড়া উপজেলার সদস্য সচিব তপন কুমার কুন্ডু ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রশান্ত বিশ্বাস।
এছাড়াও বাঘারপাড়া উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে র্যালিতে অংশগ্রহণ করেন রাতেও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ ও বিভিন্ন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে এবং ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।

বাঘারপাড়া থানা হাট বাজার কমিটির কমিটির ত্রি-বাষিক নির্বাচনের তফসিল ঘোষণা ।বাঘারপাড়া যশোর প্রতিনিধিঃ যশোররের বাঘারপাড়া হা...
19/08/2025

বাঘারপাড়া থানা হাট বাজার কমিটির কমিটির ত্রি-বাষিক নির্বাচনের তফসিল ঘোষণা ।

বাঘারপাড়া যশোর প্রতিনিধিঃ যশোররের বাঘারপাড়া হাট বাজার কমিটির ত্রি-বাষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় বাঘারপাড়া হাট বাজার কমিটির কার্যালয়ে এ তফসিল ঘোষণা করা হয়।
আগামী ৬ অক্টোবর শনিবার এই নির্বাচনের ভোট গ্রহণ। তফশীল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া বাজারের ব্যবসায়ী হোসেন আলী, উপদেষ্টা শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাঘারপাড়া হাট বাজার কমিটির সাবেক সভাপতি ওহিদুর ইসলাম। স্বাগত বক্তব্যে চলমান নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন বাঘারপাড়া হাট বাজারে সাবেক সাধারন সম্পাদক আবু তালেব। নির্বাচনকালীন কমিটিতে রয়েছেন ব্যবসায়ী আব্দুল আলিম, ব্যবসায়ী তৌহিদুল ইসলাম, আবু হুরাইরা আশা,শাহিন আলম মেম্বার, তছিবুল ইসলাম তুষার, কবীর হোসেন, ডাঃ সেলিম রেজা।
ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু। ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা ও দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ২৬ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৭ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ৬ অক্টোবর শনিবার। বাঘারপাড়া মহিলা কলেজ ভোট কেন্দ্রে সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

বাঘারপাড়ায় জাতীয় মৎস সপ্তাহ পালিতবাঘারপাড়া প্রতিনিধিঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সার...
19/08/2025

বাঘারপাড়ায় জাতীয় মৎস সপ্তাহ পালিত

বাঘারপাড়া প্রতিনিধিঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় র‌্যালি, আলোচনা সভা, সফল মৎস্য চাষিকে পুরস্কার ও পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে।এতে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। মৎস কর্মকর্তা ওয়ালিদ হোসেন রুম্মানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মশিয়ুর রহমান, বাঘারপাড়া পৌর বিএনপির আহব্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, পৌর জামাতের আমীর মাওলানা আমানউল্লাহ, উপজেলা কৃষি অফিসার সাইয়েদা নাসরিন জাহান, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ শামসুল আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন মৎস সমিতির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ১৮ থেকে ২৪ আগস্ট দেশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হবে।

08/08/2025

বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

#জুলাইগণঅভ্যুত্থান
#প্রীতিম্যাচ
#ফুটবলটুর্নামেন্ট
#জামদিয়া
#বাঘারপাড়া
#স্থানীয়খেলা
#বাংলাদেশফুটবল
#যশোর
#খুলনায়
#বিএনপি

শোক সংবাদবাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া গ্রামের কৃতি সন্তান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়...
05/08/2025

শোক সংবাদ

বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া গ্রামের কৃতি সন্তান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম কাওসার পারভেজের জ্যেষ্ঠ পুত্র বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল পারভেজ গতরাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৯ঃ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের প্রথম নামাজে জানাজা আজ সকালে গ্রামের বাড়ি ভাঙ্গুড়ায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা আজ আসরবাদ ধানমন্ডি ৬ নং মসজিদে অনুষ্ঠিত হবে (বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দিলু পাটোয়ারীর তথ্য অনুযায়ী) এবং আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।আমরা যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Address

বাঘারপাড়া চৌরাস্তা মোড় বাঘারপাড়া যশোর
Bagherpara
7470

Website

Alerts

Be the first to know and let us send you an email when খবর বাঘারপাড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খবর বাঘারপাড়া:

Share