19/12/2025
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, আমাদের বীর বিপ্লবী শরীফ ওসমান হাদীকে পরিকল্পিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদে,অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতার বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যের অবসানের দাবিতে — জুম্মার নামাজ শেষে বাঘারপাড়া চৌরাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
#বাঘারপাড়া
#বাঘারপাড়া_চৌরাস্তা
#শান্তিপূর্ণ_বিক্ষোভ
#বিক্ষোভ_মিছিল
#জনদাবি
#শান্তিপূর্ণ_আন্দোলন
#স্থানীয়_সংবাদ
#জনস্বার্থে
#বাংলাদেশ
#সচেতন_নাগরিক