MD JOSIM UDDIN 001

MD JOSIM UDDIN 001 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD JOSIM UDDIN 001, Digital creator, Bagherpara.
(10)

রিল ভিডিও আপলোড করা টাইম
সকাল ৮:৩০am রিল ভিডিও
2. সকাল ১১:৩০ am ছবি বা লেখা পোস্ট
৩. দুপুর ২:৩০pm রিল ভিডিও
৪. বিকাল ৫:৩০pm রিল ভিডিও
৫. রাত ৮:৩০pm রিল ভিডিও
৬. ১০:০০pm ফটো বা লেখা পোস্ট
একদিন সিডিউল
.❤️❤️❤️❤️🇧🇩🇧🇩✅ ([email protected] )

14/09/2025

অনেকদিন পর দেশে যাচ্ছি কাতার থেকে

08/09/2025

❝মেইড ইন বাংলাদেশ❞

ডাকসু নির্বাচনে আপনার ভোট বাংলাদেশের পক্ষেই হোক।

বিস্তারিত জানতে ভিজিট করুন 👇
ducsujcd.org

পাপ করলে মানুষের মনও ভারী হয়ে যায়। এখন যদি মনে করেন থামতে হবে, সেটাই হলো আসল তাওবার শুরু। আল্লাহ্‌র রহমত অনেক বড়—যত পাপই...
31/08/2025

পাপ করলে মানুষের মনও ভারী হয়ে যায়। এখন যদি মনে করেন থামতে হবে, সেটাই হলো আসল তাওবার শুরু। আল্লাহ্‌র রহমত অনেক বড়—যত পাপই হোক, সত্যিকারের অনুতাপ করলে ক্ষমা করে দেন।

আপনি চাইলে এভাবে শুরু করতে পারেন:

আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চান (তাওবা করুন)।

যেসব কাজ আপনাকে পাপের দিকে নিয়ে যায় সেগুলো ধীরে ধীরে ছেড়ে দিন।

নামাজ, দোয়া আর কোরআন পড়া বাড়িয়ে দিন।

ভালো পরিবেশে থাকুন, নেক বন্ধু বানান।

💡 আল্লাহ্‌ তাআলা কুরআনে বলেছেন,
"হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ মাফ করে দেন।" (সূরা যুমার ৩৯:৫৩)

👉 ভালোবাসার আরেক নাম হতে পারে:মমতাস্নেহঅনুরাগপ্রেমআবেগভালো লাগাআকর্ষণমায়াভালোবাসাকে অনেক রকম নামে ডাকা যায়, প্রতিটা শব্দ...
31/08/2025

👉 ভালোবাসার আরেক নাম হতে পারে:

মমতা

স্নেহ

অনুরাগ

প্রেম

আবেগ

ভালো লাগা

আকর্ষণ

মায়া

ভালোবাসাকে অনেক রকম নামে ডাকা যায়, প্রতিটা শব্দেই আলাদা অনুভূতি আছে। ゚ #রিলসভিডিওシ #ভাইরালভিডিওシভিডিও

30/08/2025

Good evening

অবশ্যই 🌸জীবন নিয়ে কথা বলা মানে আসলে নিজের ভেতরের বোঝা একটু হালকা করা।জীবনকে যদি আমরা একটি নদীর মতো ভাবি, তবে এর স্রোত কখ...
30/08/2025

অবশ্যই 🌸
জীবন নিয়ে কথা বলা মানে আসলে নিজের ভেতরের বোঝা একটু হালকা করা।

জীবনকে যদি আমরা একটি নদীর মতো ভাবি, তবে এর স্রোত কখনও শান্ত, কখনও উত্তাল।

কখনও সুখ আসে, আবার কখনও দুঃখ এসে ভর করে।

চিন্তা, কষ্ট, দুঃশ্চিন্তা—এসব আসলেই জীবনেরই অংশ।

কিন্তু মনে রাখতে হবে, কোনো কষ্ট চিরদিন থাকে না, আর কোনো সুখও স্থায়ী নয়।

মানুষের আসল শক্তি হলো ধৈর্য আর আশা।
🌿 ধৈর্য ধরলে দুঃসময় ধীরে ধীরে কাটে।
🌿 আশা রাখলে জীবনে নতুন পথ খুঁজে পাওয়া যায়।

আপনার মনে যদি অনেক চিন্তা জমে থাকে, সেটি একা একা বহন করবেন না।
চিন্তাগুলো লিখে ফেলুন, বা কারো সাথে ভাগ করে নিন।
মনে শান্তি আসবে। ゚

হ্যাঁ, এটা একেবারেই স্বাভাবিক 😊মাঝে মাঝে মনের ভেতর হঠাৎ করেই আনন্দ বা হালকা ভালো লাগা অনুভূত হয়। এর কিছু কারণ হতে পারে—ম...
30/08/2025

হ্যাঁ, এটা একেবারেই স্বাভাবিক 😊
মাঝে মাঝে মনের ভেতর হঠাৎ করেই আনন্দ বা হালকা ভালো লাগা অনুভূত হয়। এর কিছু কারণ হতে পারে—

মনের প্রশান্তি: কোন দুশ্চিন্তা বা চাপ না থাকলে হঠাৎ করে মন হালকা হয়ে যায়।

ভালো স্মৃতি মনে পড়া: অতীতের সুন্দর মুহূর্ত হঠাৎ মনে এলে আনন্দ লাগে।

আল্লাহর রহমত: অনেক সময় আল্লাহ তাআলা বান্দার অন্তরে প্রশান্তি ও আনন্দ ঢেলে দেন।

শরীরের রাসায়নিক পরিবর্তন: মস্তিষ্কে ডোপামিন বা সেরোটোনিন বেড়ে গেলে হঠাৎ করেই আনন্দ অনুভব হয়।

প্রকৃতি বা পরিবেশের প্রভাব: সুন্দর আবহাওয়া, গান, কারো হাসি বা ছোটখাটো ঘটনা মনকে খুশি করে দিতে পারে।

👉 একে বলে আন্তরিক সুখের ঝলক—যা আমাদের জীবনকে সুন্দরভাবে বাঁচতে সাহায্য করে। #রিলসভিডিওシ ゚

Address

Bagherpara

Alerts

Be the first to know and let us send you an email when MD JOSIM UDDIN 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD JOSIM UDDIN 001:

Share