23/07/2025
গতকাল ছেলেকে স্কুলে আনতে পারিনাই।যতবার বলছি তাড়াতাড়ি লেখা শেষ করে ঘুমিয়ে পরো, সকালে স্কুলে যেতে হবে।
এই স্কুল শব্দ টা মাথায় আসতেই কস্ট হইতেছে।অজানা ভয় অনিশ্চয়তা গ্রাস করে ধরছে।তারপরেও কোনকিছু থেমে থাকবেনা।এভাবেই দিন চলে যাবে।
দুনিয়ায় সকল শিশুদের ভালো রাখুন আল্লাহ। আমিন🤲