আবু বকর

আবু বকর আসসালামু আলায়কুম ওয়া রহমাতুল্লাহ। My name is raju Ahmmed, i am a content creator my page name is abu bakar.

কেমন?❤️🥰😎
25/09/2025

কেমন?❤️🥰😎

Oxygen cylinder
20/09/2025

Oxygen cylinder

17/09/2025
আলহামদুলিল্লাহ, সুবহানআল্লাহ, আল্লাহ আকবার।
16/09/2025

আলহামদুলিল্লাহ, সুবহানআল্লাহ, আল্লাহ আকবার।

Natural
15/09/2025

Natural

আল্লাহ আকবার
10/09/2025

আল্লাহ আকবার

*তুমি সব কিছু  পড়ো  কিন্তু একবারও খুলো না সেই কিতাব যার প্রতিটি আয়াতে আছে তোমার মুক্তির পথ। গভীর ভাবে এই কথাটা  একবার ভা...
08/09/2025

*তুমি সব কিছু পড়ো কিন্তু একবারও খুলো না সেই কিতাব যার প্রতিটি আয়াতে আছে তোমার মুক্তির পথ। গভীর ভাবে এই কথাটা একবার ভাবো..তুমি সব কিছু পড়ো, কিন্তু কুরআন ছাড়া...

06/09/2025

তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, তবে তা গুণে শেষ করতে পারবে না। 📖 (সূরা ইব্রাহিম: ৩৪)

তোমার শরীর সুস্থ, তুমি নিরাপদে বাস করো, খাবার, কাপড়, বাতাস, পানি — সবই তো আছে!

>আসলে তুমি অজান্তেই এই দুনিয়ার অগণিত নিয়ামত ভোগ করছো।
‌>তুমি জীবনের মালিক হয়েও জীবনের মূল্য বুঝছো না।

তাই আল্লাহর অফুরন্ত নিয়ামতের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানাও, আর তাঁর লজ্জার পর্দার জন্য শুকরিয়া আদায় করো।

📖 *সূরা আল-বাকারা’র ৬৬-৭০ আয়াতের বাংলা অনুবাদ নিচে দেওয়া হলোঃ* ▫️৬৬. অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য...
06/09/2025

📖 *সূরা আল-বাকারা’র ৬৬-৭০ আয়াতের বাংলা অনুবাদ নিচে দেওয়া হলোঃ*

▫️৬৬. অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি।

▫️৬৭. যখন মূসা (আঃ) স্বীয় সম্প্রদায়কে বললেনঃ আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছ? মূসা (আঃ) বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।

▫️৬৮. তারা বলল, তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা কর, যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয়। মূসা (আঃ) বললেন, তিনি বলছেন, সেটা হবে একটা গাভী, যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়-বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের। এখন আদিষ্ট কাজ করে ফেল।

▫️৬৯. তারা বলল, তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা কর যে, তার রঙ কিরূপ হবে? মূসা (আঃ) বললেন, তিনি বলেছেন যে, গাঢ় পীতবর্ণের গাভী-যা দর্শকদের চমৎকৃত করবে।

▫️৭০. তারা বলল, আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন-তিনি বলে দিন যে, সেটা কিরূপ? কেননা, গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। ইনশাআল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব। মূসা (আঃ) বললেন, তিনি বলেন যে, এ গাভী ভূকর্ষণ ও জল সেচনের শ্রমে অভ্যস্ত নয়-হবে নিষ্কলঙ্ক, নিখুঁত।

*একটু থামুন, নিজেকে কল্পনা করুন*⚪ এখানে তিনজন মানুষ:-১️⃣ একজন অসহায় প্রতিবেশী ভাবি, শোকে ভেঙে পড়েছেন।২️⃣ একজন মৃত ব্যক্ত...
05/09/2025

*একটু থামুন, নিজেকে কল্পনা করুন*

⚪ এখানে তিনজন মানুষ:-

১️⃣ একজন অসহায় প্রতিবেশী ভাবি, শোকে ভেঙে পড়েছেন।
২️⃣ একজন মৃত ব্যক্তি — রহমাতুল্লাহি আলাইহি, যার জন্য আজ আর কিছুই করা সম্ভব নয়।
৩️⃣ কয়েকজন মেয়ে, যাদের মাথার উপর থেকে মা - বাবার ছায়া চিরদিনের জন্য সরে গেছে।

এবার নিজেকে যেকোনো একজনের জায়গায় দাঁড় করান।ভাবুন তো আপনার অবস্থা কেমন হতো?আপনি কী করতেন সেই মুহূর্তে?

কিন্তু আলহামদুলিল্লাহ, আপনি সেই অবস্থায় নেই।আল্লাহ আপনাকে আজও জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, শান্তিতে রেখেছেন।

তাহলে আসুন, শুকরিয়া আদায় করি।আল্লাহর অগণিত নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর রাহে সাদকা করি।এই দান কারো প্রতি করুণা নয় এটা হলো আল্লাহর উপর আপনার সন্তুষ্টির প্রকাশ।এটা হলো কৃতজ্ঞতার অশ্রু, যা আপনি হাতে তুলে দিচ্ছেন আল্লাহর পথে।আজ ব্যতিক্রম কিছু করুন।একটু দান করুন আল্লাহর জন্য।দেখবেন, আপনার অন্তরে এমন এক অদ্ভুত সুকুন ও প্রশান্তি নামবে,যা ভাষায় প্রকাশ করাও কঠিন হবে।

💐💐 *রাসূলুল্লাহ ﷺ বলেছেন, শুক্রবারে এমন একটি মুহূর্ত আছে,যে মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা কবুল করবেন।*

আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সেই দোয়া কবুলের সময়।আর কিছুক্ষণের মধ্যেই সেই বরকতময় মুহূর্ত শুরু হতে যাচ্ছে।

আজ শুধু নিজের জন্য নয়,আমাকে, আপনাকে, আমাদের পরিবারকে,এবং পৃথিবীর প্রতিটি মুমিন বান্দা-বান্দীর জন্য দোয়া করুন।

হয়তো আপনার এক ফোঁটা চোখের পানি,আপনার এক দোয়া কারো আখিরাতকে রঙিন করে দিতে পারে ইনশাআল্লাহ।

Address

Bagmara
6304

Telephone

+8801646780787

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবু বকর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আবু বকর:

Share