Mymensingh Crushes and Confession's

Mymensingh Crushes and Confession's - আসসালামু আলাইকুম🥰
(1)

🙂🙂
27/03/2025

🙂🙂

17/01/2025

:- 59

From: janantul
To: chini na
আপনাকে ফাস্ট দেখেছি ময়মনসিংহ হতে ঢাকা ট্রেনে যাওয়ার সময়।হাওর এক্সপ্রেসে, ডিসেম্বরের লাস্টে। আপনি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত গিয়েছিলেন আমাদের সাথে। সবুজ জুব্বা পড়নে ছিলো। মাশাল্লাহ অসম্ভব সুন্দর আপনি। হাতে মনে হয় কিতাব ছিলো।
আপনাকে প্রথম দেখায় অনেক ভালো লাগছে। আপনার ব্যাপারে আর কিছু জানা নাই আমার। যদি আমার ভাগ্য ভালো হয় কোনোএকসময় হয়তো আপনি এই কনফেশন টা দেখবেন😌
আপনার নামটিও জানা ছিলো না।আইডি কিভাবে পাবো🥹

's

 :- 58From: তুমাতে পাগল কেউ TO: পাখি প্রিয় , পাখি 🎀কেমন আছেন , আপনাকে আমি প্রথম বার লোমিনাস এ দেখেছি দেখে আমার চোখ আটকে ...
17/01/2025

:- 58

From: তুমাতে পাগল কেউ
TO: পাখি

প্রিয় , পাখি 🎀
কেমন আছেন , আপনাকে আমি প্রথম বার লোমিনাস এ দেখেছি দেখে আমার চোখ আটকে গিয়েছিলো আপনার দিকে প্রায় ৩০ মিনিক এক পলকে তাকিয়ে ছিলাম আপনার একটা ছবি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি আপার ছবি আনতে গিয়া একজনকে ১ হাজার টাকা দিতে হয়েছে, আপনাকে আমি অনেক খুজা খুজি করে এখন আপনার আসে পাসে হাটা হাটি করি যে খানে আপনি যান, ঐখালে আমি আপনার আসে পাসে থাকি কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারি না , হয়তো একদিন বলবো আমি ঐ দিন টার অপেক্ষা রইলাম।
আপনি এটি দেখে থাকলে ভুল বুঝবেন না তো। আগেই মাপ চায়া নিচ্ছি , আসালামু আলাইকুম 💝

ইতি,👉👈 আপনার আমি।

's

 :- 57From: Unknown person To: crush🌸কি বলে শুরু  করব বুঝতে পারতেছি না। তোমাকে ফাস্ট দেখা আর কে মিশন রোড, নওমহল বড় মসজিদ...
17/01/2025

:- 57

From: Unknown person
To: crush🌸
কি বলে শুরু করব বুঝতে পারতেছি না। তোমাকে ফাস্ট দেখা আর কে মিশন রোড, নওমহল বড় মসজিদ সংলগ্ন হাঁটতেছো এক ফ্রেন্ডের সাথে একটু আগে। পাশাপাশি হাসাহাসি দুষ্টামি করতেছ। তোমার হাসিতে আমি মুগ্ধ হয়ে গেলাম । তোমাকে ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে তোমার হাসি যা অসম্ভব ভালো লাগছে। তোমার এই মুগ্ধ হাসির প্রেমে পড়ে গেলাম । বোঝাতে পারবো না তোমাকে অসম্ভব ভালোবেসে ফেলেছি। জানিনা আর কোথাও দেখা হয় কিনা দেখা হলে সেদিন সরাসরি বলার চেষ্টা করব।
ইতি
তোমার অপেক্ষায় রইলাম

কেউ খোঁজে দেও প্লিজ আমার ক্রাশ কে।😇

's

 :- 56from:তোমার অচেনা কেউ।To:Shorif Hasan💖কেমনে শুরু করব বুঝতেছিনা।তোমাকে প্রথম কলেজে দেখেছিলাম সেই দেখাতে তোমাকে খুব ভ...
17/01/2025

:- 56

from:তোমার অচেনা কেউ।
To:Shorif Hasan💖
কেমনে শুরু করব বুঝতেছিনা।তোমাকে প্রথম কলেজে দেখেছিলাম সেই দেখাতে তোমাকে খুব ভালো লেগে যায়❤️‍🩹তারপর থেকে তোমাকে দেখার জন্য কলেজে অপেক্ষা করতাম।❤️‍🩹।তোমাকে যখন দেখতাম খুব ভালো লাগতো। খুব ইচ্ছা হতো তোমার সাথে এসে কথা বলি কিন্তু কোনদিন সাহস পাইনি তোমার সাথে কথা বলা😅।তোমাকে খুব ভালোবাসি।🖤জানিনা তোমাকে এখন সামনে থেকে কথা বলতে পারব কিনা।আজকে হঠাৎ করে তোমার আইডিটা পাইলাম।রিকোয়েস্ট দিতে খুব ইচ্ছা করছিল তাও দিতে পারিনি।❤️‍🩹তাই এভাবে তোমাকে নিজের মনের কথা বললাম।খুব ভালোবাসি তোমাকে।তোমার উত্তরের অপেক্ষায় রইলাম প্রিয়💖🖤

's

 :- 55From : খুজে পেলে পরিচয় দিবTo: Crush (নাম জানি না)কাল সন্ধ্যার দিকে মেলায় দেখা,তারপর আর খুঁজে পেলাম না।প্রথম দেখাতে...
17/01/2025

:- 55

From : খুজে পেলে পরিচয় দিব

To: Crush (নাম জানি না)
কাল সন্ধ্যার দিকে মেলায় দেখা,তারপর আর খুঁজে পেলাম না।প্রথম দেখাতেই আমি তাহার চোখের মায়াই পরে গেছি, এখন বুঝতে পারছি না কোথায় খুজে পাবো উনাকে।

ইতি,
তোমার জন্য অপেক্ষায়

's

 :- 54Form: অচেনা কেউTo: প্রিয় 🖤 আজ‌ই তোমায় প্রথম দেখলাম। বাণিজ্য মেলায় 12/21/2024। তারপর ফলো করলাম , হয়তো তুমিও খেয়াল...
17/01/2025

:- 54

Form: অচেনা কেউ
To: প্রিয় 🖤

আজ‌ই তোমায় প্রথম দেখলাম। বাণিজ্য মেলায় 12/21/2024। তারপর ফলো করলাম , হয়তো তুমিও খেয়াল করছো । বেশ কয়েকবার চোখাচোখি হলো 👀 । অনেক সাহস করেও পরিচয় জানার জন্য এগোতে পারলাম না। অনেক চেষ্টার পর একটা ছবি তুলি কনফেশন দিয়ে পরিচয় বা কোনো ক্লু পাওয়ার আশায়। আবার কবে দেখা হবে বা আদৌ দেখা হবে কিনা জানিনা।
তবু তোমার অপেক্ষা আছি।

যদি বুঝতে পারো। তাহলে কমেন্টে পরিচয় দিয়ে যেও।
তোমার রিপ্লাই এর অপেক্ষায় থাকবো।

's

 :- 53Form: অচেনা কেউTo: প্রিয় 🙂চিনি না জানি না আজ‌ই তোমায় প্রথম দেখলাম। বাণিজ্য মেলায়। তারপর ফলো করলাম , হয়তো তুমিও খে...
17/01/2025

:- 53

Form: অচেনা কেউ
To: প্রিয় 🙂

চিনি না জানি না আজ‌ই তোমায় প্রথম দেখলাম। বাণিজ্য মেলায়। তারপর ফলো করলাম , হয়তো তুমিও খেয়াল করছো । বেশ কয়েকবার চোখাচোখি হলো 👀 । অনেক সাহস করেও পরিচয় জানার জন্য এগোতে পারলাম না। অনেক চেষ্টার পর একটা ছবি তুলি কনফেশন দিয়ে পরিচয় বা কোনো ক্লু পাওয়ার আশায়। আবার কবে দেখা হবে বা আদৌ দেখা হবে কিনা জানিনা।
তবু তোমার অপেক্ষা আছি।

যদি বুঝতে পারো। তাহলে কমেন্টে পরিচয় দিয়ে যেও।
তোমার রিপ্লাই এর অপেক্ষায় থাকবো।

's

 :- 52To- Abihaতুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো!একটা বিকালের গল্প হতো— বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতোকয়েকটা বৃষ্টির ...
09/12/2024

:- 52

To- Abiha

তুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো!

একটা বিকালের গল্প হতো—

বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো

কয়েকটা বৃষ্টির গল্প হতো—

বৃষ্টির জলে স্মৃতি জমা হতো, ভালোবাসাবাসি হতো!

তুমি চাইলে অন্য প্রেমিকদের মতো

আমাদেরও মাঝেমধ্যে সামান্য ঝগড়া হতো!

একটা নির্ঘুম রাতের গল্প হতো—

জোনাকির আলোয় দুজনে অভিমান জমাতাম।

কিন্তু তুমি হয়তো অন্য কাউকে চাও,
আমাকে তো চাইলা না💔

-দূর হতে চেয়ে যাওয়া কাছের কেউ💞

 :- 51To: জানি না। From:....  অসীমা, অসীমা নামে ডাকলে কি খুব রাগ করবেন? কিংবা মাইন্ড করবেন? আপনার নাম তো জানি না।তাই এ ন...
06/12/2024

:- 51

To: জানি না।

From:....


অসীমা,

অসীমা নামে ডাকলে কি খুব রাগ করবেন? কিংবা মাইন্ড করবেন? আপনার নাম তো জানি না।তাই এ নামেই সম্বোধন করলাম। এভাবে ছবি তোলার জন্যও আন্তরিকভাবে দুঃখিত। প্রতি শুক্রবার আমরা যে জায়গাটায় বসি ব্রহ্মপুত্রের নদের পাড়ে চা খেতে, ঠিক তার আশেপাশেই আপনারা বসেন। আমরা বলতে আমরা দুই বন্ধু।বন্ধুর হয়ে কনফেশন লিখছি। চা খাবেন একসাথে? আমরা কিন্তু মানুষ মন্দ না। চা খেতে খেতে নাকি মানুষের চোখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝা যায়! আজ শুক্রবার (৬/১২/২৪) আপনার হাতে গোলাপ দেখে আমার বন্ধু চমকে উঠলো! গোলাপ কি আপনার? নাকি সাথে থাকা মেয়েটার? সরাসরি আপনাদের কাছে পৌঁছাতে পারতেছি না সীমাবদ্ধতার জন্য! কেমন সীমাবদ্ধতা তা আপনাকে ফেসবুকে খুঁজে পেলে হয়তো ক্লিয়ার করা যেত! তবে যাই হোক, আমার বন্ধু মানুষ হিসেবে মন্দ না। আপনাদের মানাবে বেশ! বন্ধুর হয়ে কনফেশন লিখছি, এতে অনেকেই অবাক হবেন! তাহলে বুঝুন কেমন আমাদের বন্ধুত্ব! আর হ্যাঁ শুনুন, “পেছনের গল্প” নামে একটা গল্প লিখা আছে ফেসবুকে যেটা আমার লিখা, বন্ধুর না। এই গল্পের নায়িকার নামও কিন্তু অসীমা! চাইলে পড়তে পারেন! ক্লু দিলাম কেন জানেন? যাতে এই স্বীকারোক্তি আপনার কাছে পৌঁছালে এডমিনের সাহায্য ছাড়াই আমাদের খুঁজে পেতে পারেন। বাকি অন্যদের কাছে সবিনয় অনুরোধ, এই ক্লুর মাধ্যমে আপনারা আমাদের খুঁজবেন না! যদি খুঁজে পান, জিতবেন কিন্তু, ঠকবেন না। আবারও কোনো শুক্রবারে আপনাদের সাথে দেখা হবে নিকট-দূরত্ব হতে, কিন্তু কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে না সীমাবদ্ধতার জন্য! ভাল থাকবেন। আর হ্যাঁ হাসবেন মন খুলে।বন্ধু বলেছে আপনার হাসি নাকি ভীষণ সুন্দর…..!

 :- 50From:চিনবেন না To:Md Imran Hasan Rakib   আসসালামু আলাইকুম,জানিনা আমার এই লেখাটা আপনি অব্ধি পৌছে কিনা তবে লিখে রাখল...
06/12/2024

:- 50

From:চিনবেন না
To:Md Imran Hasan Rakib

আসসালামু আলাইকুম,
জানিনা আমার এই লেখাটা আপনি অব্ধি পৌছে কিনা তবে লিখে রাখলাম।আপনাকে আমি চিনিনা,জানিওন না কিন্তু একদিন জয়নুল আবেদিন এ দেখেছিলাম,মাথার চুল ঊষ্কু খুষ্কু ছিলো খুব এই একটু ভবগুরে আরেকটু ব্যাতিক্রম। তখন থেকেই ভালো লাগছে অনেক খুঁজছি পাইনি একদিন এক কমেন্ট এ আইডি পাইছি,রিকোয়েস্ট ও দিছি কিন্তু এক্সেপ্ট করলেন না। আমি যায়গা পেলাম না তবে ব্যাপার না আপনাকে আমার ভালো লাগে,লাগবে সব সময়।ভালোবাসি বলবোনা তবে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন।দেখতে তহ প্রো বিড়িখোর লাগে তাউ খুব মায়ায় টানে। জানিনা এই হুট করে দেখে ভালোলাগা টাকে কি বলে তবে সত্যিই আপনাকে ভালো লাগে খুব আমার।

ভালো থাকবেন।😌

 :- 49From: চিনিনাTo:অজেনা কেউ একজন।  আসসালামু আলাইকুম,জানিনা আমার এই লেখাটা আপনি অব্ধি পৌঁছাবে কিনা, তবে লিখে রাখলাম। আ...
02/12/2024

:- 49

From: চিনিনা
To:অজেনা কেউ একজন।

আসসালামু আলাইকুম,
জানিনা আমার এই লেখাটা আপনি অব্ধি পৌঁছাবে কিনা, তবে লিখে রাখলাম। আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আপনাকে আমি চিনিনা,জানিও না কিন্তু গত ২১/১১/২০২৪ জয়নুল আবেদিন পার্কে ঘুরতে যেয়ে আপনাকে প্রথম দেখেছিলাম, চশমা পরা ছিল, আমি যা দেখছি আপনি একটু ব্যাতিক্রম। সেই কখন থেকে আপনার পিছু নিয়ে আপনার সামনে বসে চা খেলাম,হয়তো আপনি আমাকে দেখেছেন,চা খাওয়ার শেষে আপনি যখন উঠে যান তখন আবার পিছু নেই এবং সেই সময় আপনি হয়তো আমাকে সুযোগ দিয়ে ছিলেন।কিন্তু দুঃখের বিষয় আপনাকে বলতে পারি নাই।আর হ্যাঁ আপনারা তিনজন ছিলেন, আমরাও তিনজন ছিলাম, আপনার বিশেষ করে সাদা হিজাব পড়া ছিলো, যায়গা পেলাম না তবে ব্যাপার না আপনাকে আমার ভালো লাগে,লাগবে সব সময়।ভালোবাসি বলবোনা তবে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন। জানিনা এই হুট করে দেখে ভালোলাগা টাকে কি বলে তবে সত্যিই আপনাকে ভালো লাগে খুব আমার।

ভালো থাকবেন।

Address

Baipail

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh Crushes and Confession's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mymensingh Crushes and Confession's:

Share