22/08/2024
এই জাতিকে কেমনে দমাবেন!!
পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।
স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে
ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।
ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।
নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।
মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।
মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।
ছোট বাচ্চারা তাদের মাটির ব্যাংক ভেংগে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে
হিন্দুরা তাদের পূজার জন্য রাখা টাকা দিয়ে সাহায্য করতেছে।
লাল কাপড় পরিহিত খ্রিস্টান রা ত্রান দিয়ে সাহায্য করছে।
বাংলাদেশ একটা পরিবার হয়ে গেছে✊
এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না।🔥