
23/06/2025
তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি। সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কারণ তারা মিথ্যা বলত। আর যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা যমীনে ফাসাদ সৃষ্টি করো না’, তারা বলে, ‘আমরা তো কেবল শান্তিস্থাপনকারী’। জেনে রাখ, নিশ্চয়ই তারা ফাসাদকারী; কিন্তু তারা বুঝে না।
আল্লাহ আমাদের যে বিধান দিয়েছে তা থেকে সরে গিয়ে অন্য পথ দেখলে আমরা নির্যাতিত হব। এই কথা সত্যি আজ আমরা ২০০ মিলিয়ন মুসলিম সত্যি বলতে আমরা এত মুসলিম না। আল্লাহ তায়ালা বলেন আর মানুষের মধ্যে কিছু এমন আছে, যারা বলে, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি’, অথচ তারা মুমিন নয়।