Radio IOC

Radio IOC It's a live Islamic radio. We will try to delivery the true image of Islam. You can follow us to join our live programs.

20/01/2025

সবরুন জামিলুন
patience is beautiful.
আসুন আমরা একে অপরের সাথে সবর বা ধৈর্যের প্রতিযোগিতা করি ইনশাআল্লাহ।

08/01/2025

মৃত্যু সব সময় আমাদেরকে হাতছানি দেয় তবুও আমরা দুনিয়ার পেছনে ছুটে চলি অবিরাম।
নৌকা যেমন পানির উপর দিয়ে চলে নৌকার ভিতরপানি প্রবেশ করে না।
তেমনি মুমিন দুনিয়ার মধ্যে চলবে কিন্তু দুনিয়ার প্রেম তাকে স্পর্শ করবে না। তবে না সফলতা আশা করা যায় ইন শা আল্লাহ।

আল্লাহর ভালোবাসা মুমিনের পরম আরাধ্য। মুমিনের জীবনের সফলতা। আল্লাহর ভালোবাসা পেলে দুনিয়ার জীবন যেমন সুন্দর ও সফল হবে, আখে...
02/11/2024

আল্লাহর ভালোবাসা মুমিনের পরম আরাধ্য। মুমিনের জীবনের সফলতা। আল্লাহর ভালোবাসা পেলে দুনিয়ার জীবন যেমন সুন্দর ও সফল হবে, আখেরাতের জীবনও সুন্দর ও সফল হবে। মানুষের কাছে প্রিয় হওয়া, মানুষের ভালোবাসা পাওয়াও কিছুটা প্রয়োজনীয় দুনিয়ার জীবনের শান্তি ও নিরাপত্তার জন্য। রাসুল (সা.) আমাদের আল্লাহ ও তার প্রিয় বান্দাদের ভালোবাসা চাইতে শিখিয়েছেন এভাবে,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ

হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার ভালোবাসা, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা এবং যে আমল আপনার ভালোবাসার নিকটবর্তী করে দেয় সে আমলের ভালোবাসা প্রার্থনা করছি। (তিরমিজি: ৩২৩৫)

আস্সালামুয়ালাইকুম,,,সবাইকে এই ছোট ভিডিওটি দেখার অনুরোধ করছি,,,,যা আমাদের বর্তমান অবস্থা বুঝতে সহজ হবে ইংশাআল্লাহ,,,এখান...
01/11/2024

আস্সালামুয়ালাইকুম,,,
সবাইকে এই ছোট ভিডিওটি দেখার অনুরোধ করছি,,,,
যা আমাদের বর্তমান অবস্থা বুঝতে সহজ হবে ইংশাআল্লাহ,,,
এখান থেকে দুইটি বিষয়ে লক্ষ করবেন:-
1) মাসজিদ থাকবে মুসুল্লিতে পূর্ণ কিন্তু তাদের মধ্যে হিদায়াত থাকবে না,,,
2) মাসজিদ থাকবে মুসুল্লিতে পূর্ণ কিন্তু তাদের মধ্যে ঈমান থাকবে না,,,
তার মানে হলো ঈমান ও হিদায়াত একই বিষয়,,, অর্থাৎ বিশুদ্ধ ঈমান আনাই হলো হিদায়াত,,,, ঈমানকে বিশুদ্ধ না করে বাহ্যিক কিছু পরিবর্তনের নাম হিদায়াত নয়,,, হিদায়াত হলো তাওহীদ ভিত্তিক বিশুদ্ধ ঈমানের নাম,,,

www.irabd.comwww.facebook.com/irabangladeshwww.youtube.com/irachannelbd

27/10/2024

ইন্নাল হামদা লিল্লাহ!
আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যের উপর প্রতিষ্ঠিত আছেন কিনা। যদি মনে হয় আপনি ভুলের উপর আছেন তাহলে নিজেকে সংশোধন করতে দ্বিধা করবেন না। আর যদি মনে হয় আপনি সঠিক পথের উপর আছেন তাহলে স্রষ্টার নির্দেশিত পথে আছেন কিনা তা মিলান।

আস্সালামুয়ালাইকুম আমরা কতটুকু ইসলামকে জানি সেটা জানতে আমি আপনাদের কিছু প্রশ্ন করছি,,যদি এসব প্রশ্নের উত্তর জানা থাকে তা...
03/09/2024

আস্সালামুয়ালাইকুম
আমরা কতটুকু ইসলামকে জানি সেটা জানতে আমি আপনাদের কিছু প্রশ্ন করছি,,
যদি এসব প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর না জানা থাকলে 😭😭😭,
1) আপনি জানেন কী ইসলামের রুকন কয়টি ও কি কি ?
2) আপনি জানেন কি ঈমানের রুকন কয়টা ও কি কি জানেন ?
3) আপনি জানেন কি কালেমার রুকন কয়টি ও কি কি ?
4) আপনি জানেন কি কালেমার শর্ত কয়টি ও কি কি ?
5) আপনি জানেন কি তাগুত কি এবং কিভাবে তাগুতের সাথে কুফরি করতে হয় ?
6) আপনি জানেন কি আল ওয়ালা ওয়াল বারা কি এবং এর উপর কিভাবে আমল করতে হয় ?
7) আপনি জানেন কি ইসলামের সব থেকে বড় পাপ কি এবং সেই পাপের পাঁচটি মৌলিক ক্ষতি বলতে পারবেন ?
8) আপনি জানেন কি আরবার কী এবং বর্তমান সময়ের মানুষ কিভাবে আরবারের শিরক করছে ?
9) আপনি জানেন কি আলিহা কি এবং বর্তমানে আলিহার শিকর কিভাবে হচ্ছে ?
10) আংদাদ কি এবং এটা করে কিভাবে মানুষ কাফের হয় ?
যদি এই প্রশ্নগুলোর উত্তর হা হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি ইসলামের মৌলিক ইলম রাখেন, কিন্ত যদি এর উত্তর না হয় তাহলে আপনার উপর ফরজ হলো উক্ত ইলম অর্জনের সচেষ্ট হওয়া।

31/08/2024

শাইখ জসিম উদ্দিন রাহমানির দরস

01/05/2024
20/12/2023

ইন্নাল হামদালিল্লাহ!
আমরা মনে করি যে যারা কথায়, চলা ফেরায় নম্র তারা বিনীত। কিন্তু এগুলো হচ্ছে বিনয়ী ব্যক্তির বৈশিষ্ট। তাহলে বিনয়ি ব্যক্তির সঙ্গা কি? বিনয়ী হচ্ছে সে যে বিশ্বাস করে আল্লাহর সাথে তার নিশ্চিতভাবে সাক্ষাত হবে এবং তার দিকেই তাকে ফিরে যেতে হবে। তার মানে যে ব্যক্তি আল্লাহকে সত্যিকার ভাবে ভয় করে সেই ব্যক্তির মধ্যে বিনয়ে ভাব ফুটে উঠবে। সে আর কারও সাথে উদ্ধত্য আচরণ করতে পারবে না। অন্যায় করতে পারবে না। আর বিনয়ী ব্যক্তির প্যাশেন্স খুব বেশি থাকে। আসুন আমরা আল্লাহর সামনে জবাবদিহীতার ভয় করার মাধ্যমে আমাদের চরিত্র সংশোধন করে হয়ে উঠি বিনয়ী ব্যক্তি।

আসসালামুয়ালাইকুম  আমার পরিচিত অপরিচিত সকল সম্মানিত ফেইসবুক বন্ধুরা কেমন আছেন? দোয়া করি মহান রাব্বুল আলামীন আপনাদেরকে ভ...
28/10/2023

আসসালামুয়ালাইকুম আমার পরিচিত অপরিচিত সকল সম্মানিত ফেইসবুক বন্ধুরা কেমন আছেন? দোয়া করি মহান রাব্বুল আলামীন আপনাদেরকে ভালো রাখুক।
পৃথিবী নামক পরীক্ষা কেন্দ্রে আমরা সবাই স্ব স্ব অবস্থানে পরীক্ষার্থী। এই পরীক্ষায় সফল‌ হতে অপরিহার্য হলো পবিত্র ও হালাল রিজিক। যা সকল ইবাদতের জন্য জরুরী। এই হালাল ও পবিত্র রিজিকের বিষয়টি সামনে রেখেই

" রুকইয়া ও হিজামার এবং অরগ্যানিক ফুড আর আয়ুর্বেদিক/ ইউনানী সাপ্লিমেন্ট"

বিক্রয় করার জন্য একটি সেন্টার নেয়ার চিন্তা করছি । আল্লাহ্ চাহেতো এই কাজের মধ্যে আছে রবের সাথে যুক্ত থাকা এবং মানুষের জন্য কাজ করে সবার উপকারে নিজেকে যুক্ত রাখার এক কার্যকরী পদ্ধতি।
যা দুনিয়া ও আখেরাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ পন্থা।
আল্লাহ্ চাইলে আগামী মাস থেকেই শুরু করবো।
আর সেই কারণে আপনাদের দোয়া এবং পরামর্শ কামনা করছি। আশাকরি দ্বীনি ভাই হিসেবে পাশে থাকবেন এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।
আল্লাহ্ আমাদের সকল ভালো কাজে বারাকাহ দান করুন এবং সহজ করে দিন।
আমীন ইয়া রাব্বুল আলামীন

বিঃদ্রঃ নিচের নিয়মটি বিষয়ে পরামর্শ কামনা করছি:-
১) উত্তম একটি নাম :-.
২)এখানে আর কি কি আইটেম যুক্ত করা যায় :-
৩) অন্য কোন গুরুত্বপূর্ণ পরামর্শ (যদি থাকে ) :-
জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসালুন জাযা।

Address

Baipail

Alerts

Be the first to know and let us send you an email when Radio IOC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category