Bajitpur Student's Society

Bajitpur Student's Society কিশোরগঞ্জের "বাজিতপুর" উপজেলার ছাত্র সমাজের নির্ভরযোগ্য অরাজনৈতিক প্ল্যাটফর্ম।

জ্ঞান, নেতৃত্ব ও উন্নয়নের পথে একসাথে।

শিক্ষায় বিকশিত, ঐক্যে শক্তিশালী।

কিশোরগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে 😃 NNational Citizen Party - NCP
26/07/2025

কিশোরগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে 😃 NNational Citizen Party - NCP

23/07/2025

এটা আবার কে বানাইলি ভাই 🐸

বাজিতপুর ❌কিশোরগঞ্জের লন্ডন ✅
20/07/2025

বাজিতপুর ❌
কিশোরগঞ্জের লন্ডন ✅

বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, শারীরিক নির্যাতন, জাল বিবাহের এফিডেভি...
13/07/2025

বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, শারীরিক নির্যাতন, জাল বিবাহের এফিডেভিট তৈরি এবং ২০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে একই এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
১২ জুলাই শনিবার এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোছা. শারমিন আক্তার এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি জানান, তার ছেলে মো. তুষার হোসেন (১৬), একজন এসএসসি পরীক্ষার্থী। গত ২৪ জুন সকাল ১০টার দিকে রুস্তমপুর গ্রামের কাজল মিয়াসহ ৮-১০ জন সন্ত্রাসী সরারচর রোডের ডাক্তারখানা এলাকা থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে।

11/07/2025

বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব "আশরাফ উদ্দিন" আনুমানিক সকাল সাড়ে ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন।

স্যারের নামাজের জানাজা আজ শুক্রবার জুম্মার নামাজের পর পাইলট স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে।

10/07/2025

২০২৪ সালের জুলাই মাসে বাজিতপুরে ঘটে যাওয়া ঐতিহাসিক আন্দোলনের প্রতিটি মুহূর্তকে সংরক্ষণ করার জন্য আমরা একটি ডকুমেন্টারি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগের মাধ্যমে আমরা চাই, আমাদের পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে—তাদের এলাকা একদিন কেমন জেগে উঠেছিল, কারা নেতৃত্ব দিয়েছিল, কারা মাঠে ছিল, কী ঘটেছিল ঠিক সেইদিনগুলোতে।

🔴 আপনার অভিজ্ঞতা, স্মৃতি, ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে।
👉 হোয়াটসঅ্যাপ নম্বর: 01919-852011
আমি চেষ্টা করব আগামী ১৬ জুলাই ডকুমেন্টারিটি প্রকাশ করতে।

✊ আমরা চাই, এই ডকুমেন্টারি বাজিতপুরের প্রতিটি মানুষ দেখুক।
📚 প্রিন্ট মিডিয়া, অনলাইন প্রকাশনা, থিয়েটার, ও কনটেন্ট নির্মাতাদের কাছে অনুরোধ—এই উদ্যোগে পাশে দাঁড়ান, আমাদের গল্পকে পৌঁছে দিন আরও দূরে।

আসুন আমরা একসাথে বাজিতপুরের ইতিহাস লিখি, ছবি তুলি, সংরক্ষণ করি।

রাহাগীর আলম মান্না,
প্রধান সমন্বয়কারী,
জাতীয় নাগরিক পার্টি , বাজিতপুর উপজেলা।

#উত্তাল_জুলাই_২০২৪
#বাজিতপুরআন্দোলন
#আমারগল্পতোমারগল্প
#ডকুমেন্টারি_আসছে

07/07/2025

আর এদিকে স্কুল-কলেজের বিদায় অনুষ্ঠানেও না যাওয়া আমি🐸

বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ও কৈলাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,কায়ছার এ হাবীবকে ছাত্র জনতা...
03/07/2025

বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ও কৈলাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,কায়ছার এ হাবীবকে ছাত্র জনতার গণধোলাই। বৃহস্পতিবার বার দুপুরে দক্ষিণ কৈলাগে এ ঘটনা ঘটে।

#নিউজ #কিশোরগঞ্জ

জরুরি প্রয়োজনে এই ছেলে টার সাথে যোগাযোগ প্রয়োজন। কেউ কি তার আইডি লিংক টা দিতে পারবেন?
03/07/2025

জরুরি প্রয়োজনে এই ছেলে টার সাথে যোগাযোগ প্রয়োজন। কেউ কি তার আইডি লিংক টা দিতে পারবেন?

📌 আজ জুলাইয়ে শহীদদের স্মরণে এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে।ত...
01/07/2025

📌 আজ জুলাইয়ে শহীদদের স্মরণে এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে।

তাদের আত্মত্যাগেই আজ আমরা স্বাধীনভাবে বাঁচছি। জাতির এই সূর্যসন্তানদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
আসুন, আমরা সবাই এই শহীদদের আদর্শে দেশপ্রেম, ন্যায় ও সততার পথে এগিয়ে যাই।

🕊️ শহীদের রূহের মাগফিরাত কামনায় সবাইকে দোয়ার আহ্বান জানাচ্ছি।

#জুলাই_শহীদ #বাজিতপুর #দোয়া_মাহফিল #শ্রদ্ধাঞ্জলি #স্বাধীনতারচেতনায়_আগামীর_পথচলা

ছবিটির দিকে তাকিয়ে দেখুন, শেখার আছে অনেক কিছু।বেইজিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গত পরশু সমাবর্তন অনুষ্ঠা...
26/06/2025

ছবিটির দিকে তাকিয়ে দেখুন, শেখার আছে অনেক কিছু।বেইজিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গত পরশু সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন ছাত্রী বক্তব্য দিচ্ছিলেন, ওই ছাত্রীর বক্তব্য চলাকালীন হটাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে পাশে থাকা একজন প্রফেসর দৌঁড়ে গিয়ে একটা ছাতা নিয়ে এসে সে ছাত্রীর মাথার উপর ধরেন। পুরো বক্তব্য চলাকালীন তিনি ছাতাটা ছাত্রীর মাথার উপর ধরে রেখেছিলেন। ইন্টারেস্টিং বিষয় হলো, ওই প্রফেসর একইসাথে ডিপার্টমেন্টের প্রধান এবং শিক্ষকদের লিডারও।

আপনি কল্পনা করতে পারেন, বাংলাদেশের কোনো ভার্সিটি কনভোকেশন অনুষ্ঠানে এমন দৃশ্য?

কখনো নয়। এ ধরনের মানবিক এবং নৈতিক চর্চা আমাদের দেশের শিক্ষকদের মধ্যে গড়ে উঠেনি এবং উঠবেও না। এর অন্যতম কারণ, ইগো। কোনো শিক্ষক এমন মহৎ কাজ করতে যাবে না তার ভেতর প্রচন্ড ইগোর কারণে, তার মধ্যে
সবসময় এই চিন্তা কাজ করে যে, আমি শিক্ষক হয়ে কেন শিক্ষার্থীদের মাথায় ছাতা ধরতে যাব। হোক না বৃষ্টি, তাতে কী!

অথচ দেখেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের অন্যতম সেরা ভার্সিটিগুলির একটি ভার্সিটির প্রফেসর তার ইগো ঠেলে কনভোকেশনে বক্তব্য দেওয়া কালে বৃষ্টি আসলে অনায়সে একজন ছাত্রীী মাথায় ছাতা ধরে রেখে মানবিকতার পরিচয় দিয়েছেন, একইসাথে অন্যদের নৈতিকতাও শিক্ষা দিলেন।

শিক্ষকতা হলো ঠিক এমনই মহৎ পেশা। শ্রেষ্ঠ মানুষজনই এই পেশায় আসবেন, এটাই স্বাভাবিক রীতি। এই শিক্ষকের কর্মেই তার প্রমাণ মেলে। যে শিক্ষক পাবলিকলি মানুষ হিসেবে ভালো মনের অধিকারী এবং অনুকরণীয় হওয়ার পরিচয় দিয়েছেন মানবিক কর্মের মাধ্যমে, নিশ্চয়ই সেই শিক্ষক ক্লাসরুমেও শিক্ষার্থীদের কাছে সেরা হবেন। তার জন্য সম্মান এবং শ্রদ্ধা।

আক্ষেপের বিষয় হলো, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এমন শিক্ষকতার চর্চা নেই। অনুকরণীয় তো পরের বিষয়, মহৎ হৃদয়ের মানুষ এই পেশায় নেই বললেই চলে। আমাদের দেশে ছাত্র-শিক্ষক সম্পর্ক হয়ে গেছে কমার্শিয়াল৷ অথচ ইউরোপ-আমেরিকায় ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো বন্ধুত্বের, সহযোগিতা, সম্মান এবং ভালোবাসার।

© Md Mazharul Haque Himu

২০ জুন ২০২৫ তারিখে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা শাখা...
21/06/2025

২০ জুন ২০২৫ তারিখে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা শাখার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে, মোহাম্মদ রাহাগীর আলমকে প্রধান আহ্বায়ক এবং মো. শফিকুল ইসলামকে মুখ্য আহ্বায়ক করে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মুখ্য আহ্বায়ক হিসেবে আরও রয়েছেন মো: হুমায়ুন, শুভ্র খান, মোঃ সৌরভ মিয়া ও শাহিন আলম। সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহির হোসেন, মো: শামছুল ইসলাম ইমন, মুজাহিদ তরিকুল ইসলাম, জিয়াউল হক রুবেল সহ মোট ২৭ জন।

#নিউজ #বাজিতপুর #কিশোরগঞ্জ

Address

Bajitpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bajitpur Student's Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share