Bajitpur Student's Society

Bajitpur Student's Society কিশোরগঞ্জের "বাজিতপুর" উপজেলার ছাত্র সমাজের নির্ভরযোগ্য অরাজনৈতিক প্ল্যাটফর্ম।

জ্ঞান, নেতৃত্ব ও উন্নয়নের পথে একসাথে।

শিক্ষায় বিকশিত, ঐক্যে শক্তিশালী।

বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলনে মিছিল করা অবস্থায় বিএনপি কর্মী দীঘিরপাড় শুভারামপুর গ্রামের আবুলাল হার্ট অ্যাটাকে মা-রা...
20/08/2025

বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলনে মিছিল করা অবস্থায় বিএনপি কর্মী দীঘিরপাড় শুভারামপুর গ্রামের আবুলাল হার্ট অ্যাটাকে মা-রা গেছেন।

ভারতে অবস্থানরত বাজিতপুরের সন্তান Bimal Banik (আমাদের বাজিতপুর-Our Bajitpur)ফেসবুকে গ্রুপে একটি পোষ্টের কমেন্টে লিখেছেনত...
17/08/2025

ভারতে অবস্থানরত বাজিতপুরের সন্তান Bimal Banik (আমাদের বাজিতপুর-Our Bajitpur)ফেসবুকে গ্রুপে একটি পোষ্টের কমেন্টে লিখেছেন
তার গ্রামের বাড়ি বাজিতপুরের নিতারকান্দি গ্রামে।
তিনি বাজিতপুর হাইস্কুল ও কলেজে পড়াশোনা করেছেন।
তার বাবার নাম ভূপেন্দ্র বনিক এবং দাদুর নাম কেলাস বনিক, যিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী।

বর্তমানে তিনি ভারতের দার্জিলিং জেলার শিলিগুড়িতে রিফিউজি হিসেবে থাকেন।
তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যদি কেউ তার বাড়িটি চিনে থাকেন, তবে দয়া করে বাড়ির ছবি তুলে ইনবক্সে পাঠিয়ে দিন।

16/08/2025

রাকিব বাঁচার মরিয়া চেষ্টায় ফোনে শেষ আর্তনাদে চিৎকার করছিল—“আব্বা! আব্বা! বাঁচা, বাঁচা!” এর মাঝেই ঘাতক কয়েকবার গর্জে উঠল—“পার দে, পার দে!” রাকিবের তীব্র আহাজারিতে ভেঙে পড়ছিল কণ্ঠস্বর।

#কৈলাগ #রাকিবহত্যা

ছেলেটা কে কলেজের আশেপাশে রাস্তায় বিভিন্ন সময় আমি প্রায় দেখেছি তবে কখনো কথা হয়নি সরাসরি সারা রাত নাইট ডিউটি করে এসে ঘুমাই...
15/08/2025

ছেলেটা কে কলেজের আশেপাশে রাস্তায় বিভিন্ন সময় আমি প্রায় দেখেছি তবে কখনো কথা হয়নি সরাসরি
সারা রাত নাইট ডিউটি করে এসে ঘুমাইলাম ১১:৩৬ এ ঘুম টা ভাঙলো।
ফোনটা হাতে নিয়ে তার লাশটা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারিনি।
এক ভাই এর মাধ্যমে কিছু যানতে চাইলাম ঘটনা কি উনি একটা ভয়েস পাঠাইলো তার মৃত্যুর আগ-মুহুর্তের একটা ভয়েস।

ভয়েস টা শোনার পর আমি নিস্তব্ধ হয়ে গেলাম।
মানুষ কি আসলেই এমন জঘন্য হতে পারে??
একটা মানুষ এর পেট থেকে কলিজা এভাবে বের করে ফেলতে পারে?
যানিনা তার কি অপরাধ ছিল যে অপরাধের জন্য ঘাতকরা তাকে এভাবে হত্যা করতে পারলো।তবে আল্লাহপাকের যানার শেষ নেই।অবস্যই সত্য প্রকাশ হবে নিশ্চয়ই তার বিচার আল্লাহপাক জমিনে করাবেন।
আল্লাহপাক যেনো তাকে পরপারে ভালো রাখেন। তার পরিবার কে যেনো শোক সয়বার ক্ষমতা দান করেন।এবং এই হত্যাকাণ্ডের যেনো আইনের মাধ্যমে দ্রুত বিচার হয় সেই দাবী যানাই।

- অন্তর

বাজিতপুর জেলা হলে সুফল ভোগ করবে বাজিতপুরের জনগণ। সুতরাং দলমত নির্বিশেষে বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটিকে আমরা সর্বোচ্চ সহ...
28/07/2025

বাজিতপুর জেলা হলে সুফল ভোগ করবে বাজিতপুরের জনগণ। সুতরাং দলমত নির্বিশেষে বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটিকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে অঙ্গিকারবদ্ধ।

আসুন সবাই আওয়াজ তুলি বাজিতপুর জেলা চাই।
বাজিতপুরে অনেক গুনী ব্যক্তি রয়েছে যাদের সম্মিলিত নেতৃত্বে সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ তা চূড়ান্ত পথে অগ্রসর হবে।

বাজিতপুর কে জেলা চূড়ান্ত বাস্তবায়ন করার আগ-পর্যন্ত আমাদের দাবী অব্যহত থাকবে।

কিশোরগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে 😃 NNational Citizen Party - NCP
26/07/2025

কিশোরগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে 😃 NNational Citizen Party - NCP

23/07/2025

এটা আবার কে বানাইলি ভাই 🐸

বাজিতপুর ❌কিশোরগঞ্জের লন্ডন ✅
20/07/2025

বাজিতপুর ❌
কিশোরগঞ্জের লন্ডন ✅

বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, শারীরিক নির্যাতন, জাল বিবাহের এফিডেভি...
13/07/2025

বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, শারীরিক নির্যাতন, জাল বিবাহের এফিডেভিট তৈরি এবং ২০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে একই এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
১২ জুলাই শনিবার এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোছা. শারমিন আক্তার এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি জানান, তার ছেলে মো. তুষার হোসেন (১৬), একজন এসএসসি পরীক্ষার্থী। গত ২৪ জুন সকাল ১০টার দিকে রুস্তমপুর গ্রামের কাজল মিয়াসহ ৮-১০ জন সন্ত্রাসী সরারচর রোডের ডাক্তারখানা এলাকা থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে।

11/07/2025

বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব "আশরাফ উদ্দিন" আনুমানিক সকাল সাড়ে ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন।

স্যারের নামাজের জানাজা আজ শুক্রবার জুম্মার নামাজের পর পাইলট স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে।

10/07/2025

২০২৪ সালের জুলাই মাসে বাজিতপুরে ঘটে যাওয়া ঐতিহাসিক আন্দোলনের প্রতিটি মুহূর্তকে সংরক্ষণ করার জন্য আমরা একটি ডকুমেন্টারি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগের মাধ্যমে আমরা চাই, আমাদের পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে—তাদের এলাকা একদিন কেমন জেগে উঠেছিল, কারা নেতৃত্ব দিয়েছিল, কারা মাঠে ছিল, কী ঘটেছিল ঠিক সেইদিনগুলোতে।

🔴 আপনার অভিজ্ঞতা, স্মৃতি, ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে।
👉 হোয়াটসঅ্যাপ নম্বর: 01919-852011
আমি চেষ্টা করব আগামী ১৬ জুলাই ডকুমেন্টারিটি প্রকাশ করতে।

✊ আমরা চাই, এই ডকুমেন্টারি বাজিতপুরের প্রতিটি মানুষ দেখুক।
📚 প্রিন্ট মিডিয়া, অনলাইন প্রকাশনা, থিয়েটার, ও কনটেন্ট নির্মাতাদের কাছে অনুরোধ—এই উদ্যোগে পাশে দাঁড়ান, আমাদের গল্পকে পৌঁছে দিন আরও দূরে।

আসুন আমরা একসাথে বাজিতপুরের ইতিহাস লিখি, ছবি তুলি, সংরক্ষণ করি।

রাহাগীর আলম মান্না,
প্রধান সমন্বয়কারী,
জাতীয় নাগরিক পার্টি , বাজিতপুর উপজেলা।

#উত্তাল_জুলাই_২০২৪
#বাজিতপুরআন্দোলন
#আমারগল্পতোমারগল্প
#ডকুমেন্টারি_আসছে

07/07/2025

আর এদিকে স্কুল-কলেজের বিদায় অনুষ্ঠানেও না যাওয়া আমি🐸

Address

Bajitpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bajitpur Student's Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share