Shah Alam

Shah Alam Video creator বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় আমার বাড়ি, আমার পেইজের কন্টেন যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে।

ভালোবাসা যেমন অনেক হাসাতে পারে। তেমনি অবহেলা তার চেয়ে বেশী কাঁদাতে পারে।
06/02/2024

ভালোবাসা যেমন অনেক হাসাতে পারে।
তেমনি অবহেলা তার চেয়ে বেশী কাঁদাতে পারে।

22/06/2023

যার সাথে আর থাকা হলোনা, সে থেকে গেলে জীবনটা কি সুন্দর হতো?

যে উত্তরটা মাথায়ই আসলো না, সেই উত্তরের প্রশ্নটাই যদি না আসতো?

যে অনলে টলমল করে পুড়লাম, যে নদীতে ডুবে ছারখার হলাম, কেমন হতো যদি ওরা আমারে ছুঁইতে না-পারতো?

যার ঝাপসা ছবি বুকের ভেতর রেখে এখন বাঁচতে হয়,
তাকে সত্যি সত্যি বুকে আগলায়ে রাখা গেলে কেমন হতো জীবনটা? সবাই বলে, জীবনটা নাকি তখন নরক হতো।
স্বর্গের মতো জীবনে তবু আমি দিনরাত নরকের জীবনটার আফসোস করি; যে জীবন আমি চাইতাম, সে জীবনটা আমার হয়ে ওঠে নাই !!!

07/06/2023

এত কষ্ট কেন এই জীবনে?
বিধি কইয়া যা রে, বিধি কইয়া যা।

হয়তো ভুল করে তোমাকে চেয়েছিলাম। ক্ষমা করে দিও,আমি বুঝতে পারি নাই তুমি এতটা দামি,তোমার যোগ্য, আমি কখনোই ছিলাম না।আমি বাম...
31/05/2023

হয়তো ভুল করে তোমাকে চেয়েছিলাম।
ক্ষমা করে দিও,
আমি বুঝতে পারি নাই তুমি এতটা দামি,
তোমার যোগ্য, আমি কখনোই ছিলাম না।
আমি বামন হয়ে, চান্দে হাত বাড়াতে চেয়েছিলাম।

ইচ্ছে করে কেউ বদলায় না, খোঁজ নিয়ে দেখো?অনেক কষ্ট লুকাতে লুকাতে তারপর মানুষটা বদলায়।
30/05/2023

ইচ্ছে করে কেউ বদলায় না, খোঁজ নিয়ে দেখো?
অনেক কষ্ট লুকাতে লুকাতে তারপর মানুষটা বদলায়।

12/04/2023

কতটা আঘাত পেলে
কি সহজে মরে যাই মন, তেমনি মরেছি,
তুমারি আঘাতে
ও আমার ও প্রিয় জন।

04/04/2023

এই জনমে নাইবা পাবো আর জনমে তোমায় চাবো, কপাল কেটে মুছবো আমার কপালের লিখন,
আমার শেষ ইস্টিশন তোমারও মন।

তোমার কি কখনো জানতে ইচ্ছে করে, আমি কেমন আছি?কাজের মাঝে কি হঠাৎ আমাকে মনে পড়ে?আমার কেন জানি খুব জানতে ইচ্ছে হয়, তুমি কে...
28/03/2023

তোমার কি কখনো জানতে ইচ্ছে করে,
আমি কেমন আছি?
কাজের মাঝে কি হঠাৎ আমাকে মনে পড়ে?
আমার কেন জানি খুব জানতে ইচ্ছে হয়,
তুমি কেমন আছো, আমার খবর কি তুমি রাখো?

Address

Halimpur
Dhaka
2336

Telephone

+966543975336

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shah Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shah Alam:

Share

Category