Verge Of Death - মৃত্যুর দ্বারপ্রান্তে

Verge Of Death - মৃত্যুর দ্বারপ্রান্তে "মৃত্যু একটা জীবনকে ধ্বংস করতে পারে কিন্তু সম্পর্ককে নয় "

26/02/2025

বিয়ের পর কয়েক রাতের জন্যে স্ত্রীকে রেখে আসতে হতো ঠাকুরের ঘরে! দেখুন সম্পূর্ণ ভিডিও।





10/12/2024

আসিফ নজরুলের মুখোশ উন্মোচন,,, ভারতের দালাল।
Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell Bangladesh
ইলিয়াস হোসেনের প্রতিবেদন

26/04/2024

যখন কারও প্রতি প্রত্যাশা বেড়ে যায়, তখনই বোধহয় আঘাত আসে। আমি সেই অভিশপ্ত প্রাণী যা নিয়ে প্রত্যাশা করি তাতেই কষ্ট পাই।

09/04/2024
   ゚viralシ
01/04/2024

゚viralシ

কেউ খেজুরের বদলে বরই খেতে বলতেছে এদিকে ঈদ বোনাস নিয়ে ব্যস্ত,,,
15/03/2024

কেউ খেজুরের বদলে বরই খেতে বলতেছে এদিকে ঈদ বোনাস নিয়ে ব্যস্ত,,,

14/03/2024

খেজুর/ বরই এর গল্প কর, করতে থাকো।
আমরা দু'মুঠো ভাতের জন্য যুদ্ধ করি।

মোটরসাইকেল চুরি ঠেকাতে কী করতে হবে, বললেন ‘চোরদের গুরু’ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তালিকায় ‘শীর্ষ’ মোটরসাইকেল চো...
06/12/2023

মোটরসাইকেল চুরি ঠেকাতে কী করতে হবে, বললেন ‘চোরদের গুরু’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তালিকায় ‘শীর্ষ’ মোটরসাইকেল চোর তিনি। ১৩ বছরে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল চুরি করেছেন। ধরা পড়েছেন অন্তত ৪৫ বার। তাঁর বিরুদ্ধে ৫৩টি মামলার তথ্য পাওয়া গেছে। চুরি ঠেকাতে চালকের কী ধরনের নিরাপত্তা নেওয়া উচিত, এ বিষয়ে ডজনখানেক ‘চোরের গুরু’ আবুল কালাম আজাদ তিন ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা বললেন। এর একটি ব্যবস্থা নিলেই মোটরসাইকেল চুরি রোধ সম্ভব বলে মনে করেন তিনি।

আবুল কালাম আজাদের প্রথম পরামর্শ হচ্ছে, মোটরসাইকেলে অ্যালার্ম লাগানো যেতে পারে। এতে করে কেউ মোটরসাইকেল স্পর্শ করলেই অ্যালার্ম বেজে উঠবে। কোনো মোটরসাইকেলে অ্যালার্ম বাজলে ধরা পড়ার ভয়ে চোর সেটি চুরি করতে আগ্রহী হয় না। দ্বিতীয়ত, জিপিএস ট্র্যাকার লাগানো যেতে পারে। এর মাধ্যমে খুব সহজে মোটরসাইকেলের অবস্থান শনাক্ত করা সম্ভব। আর তৃতীয়ত, উন্নত মানের ‘ডিস্ক লক’ ব্যবহার করা হলে সেটি ভাঙতে অনেক সময় লাগে। এ ধরনের তালা লাগানো থাকলে চোর ঝুঁকি নিতে চায় না।
আবুল কালাম আজাদ সর্বশেষ গত মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন। এর আগে গত ৫ অক্টোবর তিনি জামিনে মুক্ত হয়েছিলেন। সর্বশেষ গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব তথ্য দিয়েছেন বলে সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।
ডিবি কর্মকর্তারা জানান, আবুল কালাম আজাদ বলেছেন, অনেকে মোটরসাইকেলের ‘হ্যান্ডল লক’ করে মোটরসাইকেল রেখে চলে যান। এটি মোটেও নিরাপদ নয়। কারণ, এই লক ভেঙে মোটরসাইকেল চুরি করতে ৩০ থেকে ৬০ সেকেন্ড সময় লাগে। আবার অনেকেই ‘ঢালাই তালা’ ব্যবহার করেন। এই তালা ভেঙে মোটরসাইকেল চুরি করতে দেড় মিনিটের মতো লাগে।
ডিবির ওয়ারী অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ৫ অক্টোবর জামিনে মুক্ত হওয়ার পর ওয়ারী অঞ্চলে অন্তত ৮টি মোটরসাইকেল চুরি করেছেন আবুল কালাম আজাদ। ওই ঘটনাগুলোর তদন্ত করতে গিয়ে আবুল কালামকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।


কপি পোস্ট

Address

Bajitpur

Alerts

Be the first to know and let us send you an email when Verge Of Death - মৃত্যুর দ্বারপ্রান্তে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Verge Of Death - মৃত্যুর দ্বারপ্রান্তে:

Share