আমাদের বাজিতপুর

আমাদের বাজিতপুর আমাদের বাজিতপুরের সৌন্দর্য ও ঐতিহ্যকে বহিরাঞ্চলে তুলে ধরার প্রয়াসেই আমাদের পথ চলা।

17/07/2025

নিজের জামাই বাদে দুনিয়ার সব জামাই ভালো।
তার বইনের জামাই ভালো,
তার বান্ধবীর জামাই ভালো,,,,
তার নিজের জামাই টাই শুধু পচাঁ 🙃

_তাইলে নিজের জামাইরে যদি অন্য কেউ ভালোবাসে,,
এতো জ্বলে কেনো ওস্তাদ....😏😏

*i

11/07/2025

বিএনপি, যুবদলের কর্মীরা এভাবেই মেরে ফেলেছে ব্যবসায়ীকে।

এ কেমন বর্বরতা,,, এদের হাতে দেশ গেলে কি হবে এই দেশের.??

বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আশরাফ উদ্দিন আজ আনুমানিক...
11/07/2025

বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আশরাফ উদ্দিন আজ আনুমানিক সকাল সাড়ে ছয়টায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্যারের নামাজের জানাজা আজ শুক্রবার জুম্মার নামাজের পর পাইলট স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে।

খুলে দেয়া হল বহুল প্রতিক্ষিত বাজিতপুর সাধারণ গ্রন্থাগার...🥰
10/07/2025

খুলে দেয়া হল বহুল প্রতিক্ষিত বাজিতপুর সাধারণ গ্রন্থাগার...🥰

বাজিতপুর রেলস্টেশনে এই ছেলেটি স্লিপ করে ট্রেনের চাকার নিচে চলে যায়।কোমর এর হাড্ডি আর ডান হাত আলাদা হয়ে গেছে। ইন্নানিল্লা...
08/07/2025

বাজিতপুর রেলস্টেশনে এই ছেলেটি স্লিপ করে ট্রেনের চাকার নিচে চলে যায়।কোমর এর হাড্ডি আর ডান হাত আলাদা হয়ে গেছে। ইন্নানিল্লাহ.....

02/07/2025

গতকাল গেয়েছিলাম আব্দুল মান্নান স্বপন স্কুল এন্ড কলেজে।
বলিয়ারদী, বাজিতপুর, কিশোরগঞ্জ।
# Kishoreganj

01/07/2025

জুলাই ২০২৪।

মুরাদনগরে ধ*র্ষিত নারী এবং ধ*র্ষণ মামলায় যে পুরুষ গ্রেফতার হয়েছে তারা পূর্বপরিচিত ছিল। তারা দুজনে আগে থেকেই পরকীয়া সম্পর...
29/06/2025

মুরাদনগরে ধ*র্ষিত নারী এবং ধ*র্ষণ মামলায় যে পুরুষ গ্রেফতার হয়েছে তারা পূর্বপরিচিত ছিল। তারা দুজনে আগে থেকেই পরকীয়া সম্পর্কে ছিল।

ওই মহিলা বিবাহিত হবার পরও তাদের দুজনের মধ্যে বহুদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল। এমনকি মাঝেমধ্যে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো।

এলাকার অনেকেও তাদের সম্পর্কের কথা জানতো কিন্তু কখনো হাতেনাতে ধরতে পারেনি।

মহিলা এবং তার পরকীয়া প্রেমিক প্রতিবার সুযোগ খুঁজতো কখন বাসা ফাঁকা হয়। আর বৃহস্পতিবার রাতেই আসে সে সুযোগ।

রাতে বাড়ির সবাই যখন পাশ্ববর্তী বাড়িতে পূজোর অনুষ্ঠানে গিয়েছিল এই মহিলা তখন তার পরকীয়া প্রেমিক ফজর আলীকে বাসায় ডেকে আনে এবং দুজন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।

তার প্রেমিক যখন তাদের বাড়িতে ঢুকে এলাকার এক ছেলে সেটা দেখতে পায়। তারপর সেই ছেলে ওই মহিলা এবং তার প্রেমিককে হাতেনাতে ধরার জন্যে আরও তিনজনকে ডেকে নিয়ে আসে।

তারপর তারা সেই ঘ‌রের টিন ও কা‌ঠের দরজা জো‌রে ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ ক‌রে।

তারা রুমে ঢুকেই দেখতে পায় ওই মহিলা এবং তার প্রেমিক ফজর আলী পুরোপুরি উলঙ্গ অবস্থায় আছে এবং ওইসময় অন্তরঙ্গ মুহুর্তে ছিল।

তাদেরকে আকস্মিক ঘরে ঢুকতে দেখে মহিলাটা চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপর তারা ওই মহিলার প্রেমিককে কিছুক্ষণ মারধর করে এবং এ ঘটনার প্রমাণ রাখতে ভিডিও করে।

এর ম‌ধ্যেই চিৎকার শুনে ওই মহিলার মা ও চাচীরা আ‌সে। তারাও মহিলার পরকীয়ার ব্যাপারে আগে থেকে কিছুটা জানতো।

তারা এসে মহিলার প্রেমিক ফজর আলীকে রুমে দেখতে পায় এবং রাগে ক্ষোভে মা চাচীরা ওই মহিলাকেও মারধর করে।

ওই রাতে প্রেমিক ফজর আলীকে ছেড়ে দেয়া হয় এবং ঘটনা সেখানেই সমাপ্ত হয়।

কিন্তু পরদিন পরিবারের সদস্যরা ওই মহিলাকে ফজর আলীর বিরুদ্ধে ধ*র্ষণ মামলা করার জন্য চাপ দেয়। কিন্তু মহিলা মামলা করতে রাজি হচ্ছিল না।

কেননা ফজর আলীর সাথে তার সম্পর্ক ছিল এবং রাতের ঘটনায় মহিলারও দোষ ছিল।

মহিলা মামলা করতে রাজি না হওয়ায় তার
স্বামী তাকে ওয়ার্নিং দেয়- ধ*র্ষণ মামলা না করলে তাকে আর সংসারে রাখবে না। তাই মহিলা বাধ্য হয়ে ধ*র্ষণ মামলা করে।

আর যেহেতু তার পরকীয়া প্রেমিক ফজর আলীর সাথে রাতে তার শারীরিক সম্পর্ক হয়েছিল তাই মেডিকেল রিপোর্টেও ধ*র্ষণের আলামত পাওয়া টা সহজতর ছিল।

এরপরই এ ঘটনাকে ধ*র্ষণ রূপে সাজিয়ে আওয়ামী লীগের কিছু মিডিয়া এটাকে বিএনপি নেতার দ্বারা ধ*র্ষণ টাইপের ক্যাশন দিয়ে পোস্ট করতে থাকে।

অথচ ওই প্রেমিক ফজর আলী আগে আওয়ামী লীগের সাথেই জড়িত ছিল। আওয়ামী লীগের পরিচালিত কিছু ফেসবুক পেইজ "হিন্দু নারীকে জোরপূর্বক বিএনপির এক কর্মী তার ঘরে ঢুকে ধ*র্ষণ করেছে" এমন ক্যাপশনে ভিডিও আপলোড করতে থাকে।

এরপরই বিষয়টা ভাইরাল হয় এবং মূল ঘটনা চাপা পড়ে যায়।

বর্তমান আপডেট হচ্ছে- ওই নারী আজকে ধ*র্ষণ মামলা তুলে নেয়ার কথা বলছে। সাংবাদিকরা তাকে বারবার জিজ্ঞেস করেছে- কেন মামলা তুলে নিবেন? মহিলা কোন সদুত্তর দিতে পারেনি।

সদুত্তর দিবেই বা কিভাবে?

ওই মহিলা এবং তার পরিবার জানে যেহেতু দুজনের মধ্যে পরকীয়া প্রেমের শারীরিক সম্পর্ক ছিল তাই ধ*র্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হবে এবং ওই মহিলা এবং তাদের পরিবার উল্টো ফেঁসে যাবে

তথ্য সংগ্রহ - কালবেলা অনলাইন ও বিভিন্ন পত্রিকা 🔥

>>>ব্রেকিং নিউজ
29/06/2025

>>>ব্রেকিং নিউজ

28/06/2025

নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের তীব্র আকাঙ্ক্ষা।

বিঃদ্রঃ বিনা অনুমতিতে অন্যদেশের ভূখন্ডে আকাশ যান পাঠানো আন্তর্জাতিক অপরাধ।

Address

Bajitpur
<<NOT-APPLICABLE>>

Telephone

+8801932654716

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের বাজিতপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের বাজিতপুর:

Share