
03/08/2025
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণ বেশ জমে উঠেছে। হাটবাজার, গ্রামগঞ্জ থেকে শহরের চায়ের দোকান—সর্বত্রই আলোচনার কেন্দ্রে পাঁচজন কেন্দ্রীয় নেতার সম্ভাব্য প্রার্থিতা। এই পাঁচজন নেতাই নিজ নিজ জোট ও দলের হয়ে মাঠে শক্ত অবস্থান গড়ে তুলছেন। ভোটারদের মধ্যে এই মুহূর্তে জল্পনা-কল্পনার কেন্দ্রবিন্দুতে আছেন তারা।
সাধারন ভোটারদের অনেকে বলছেন যে যা বলুক এই আসনে বিএনপি থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল আর জামায়াতে ইসলামী থেকে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী মনোনয়ন পাবে । ১২ দলীয় জোটের থেকে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। ৭ দলীয় জোট থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সাঈদ আহনাফ খান নিজ নিজ দল থেকে মনোনয়ন পাচ্ছেন ।
তবে যদি রাজনৈতিক জোট গঠনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসবে। সে ক্ষেত্রে জোটগত সমঝোতার অংশ হিসেবে একাধিক কেন্দ্রীয় নেতাকে প্রার্থীতা থেকে সরে দাঁড়াতে হতে পারে।