বিষাক্ত তুমি ↑

বিষাক্ত তুমি ↑ তোমার প্রেমে আসক্ত আজও��

25/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Younus, RH Rajon

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না;আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে আকাশে কী মেঘ করেছে দেখো!আমি বুঝেছিলাম তোমার মন খ...
06/06/2025

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না;
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে আকাশে কী মেঘ করেছে দেখো!
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে চুলে জট বেধেছে;
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চু মু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে;
তুমি বলেছিলে এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মা ম লা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;

তুমি জিজ্ঞেস করেছিলে, কেমন আছো?
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

ওড়না ঠিক করে বসো তুমি। মামা, রিক্সা দেখেশুনে চালাইবেন।এখান থেকে তুমি সোজা বাসায় ফিরে যাবা। রাস্তায় কারো সাথে আড্ডা দিয়ে ...
26/05/2025

ওড়না ঠিক করে বসো তুমি। মামা, রিক্সা দেখেশুনে চালাইবেন।

এখান থেকে তুমি সোজা বাসায় ফিরে যাবা। রাস্তায় কারো সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করবানা একদম।
মামা, আপনি যান৷

বাসায় পৌঁছায় ফোন দিবা কিন্তু৷ মেয়েটা রিকশার ফটক দিয়ে হাত বের করে বলে "আচ্ছা"

প্রিয় মানুষটার একটু বাড়তি যত্ন আর দায়িত্ববোধ থাকলেই সম্পর্কগুলো বছরের পর বছর টিকে থাকে।

আর একটা কথা, ইগো টাকে কখনো বাড়তে দেয়া যাবেনা। ভুল বোঝাবুঝি যাই হোক না কেন সেটা নিজেদের মধ্যে বলে কয়ে ঠিক করে নিতে হবে। পেটের মধ্যে চেপে রাখা চলবে নাহ।

~ সেতু জিৎ
ছবি- সংগৃহীত

কি অদ্ভুত এক নে'শা তুমি, না আছে র'ক্তের টান,না তুমি আত্মীয়স্বজন। তারপরও সব কিছুর ঊর্ধ্বে  তোমার ভাবনা কেন.! 🌸❤️
25/05/2025

কি অদ্ভুত এক নে'শা তুমি, না আছে র'ক্তের টান,
না তুমি আত্মীয়স্বজন। তারপরও সব কিছুর ঊর্ধ্বে তোমার ভাবনা কেন.! 🌸❤️

ওপেন চ্যালেঞ্জ দিলাম পারলে তোমাদের ব্রাজিলকে জিতিয়ে দেখাও,আর্জেন্টিনা 💪
03/04/2025

ওপেন চ্যালেঞ্জ দিলাম পারলে তোমাদের ব্রাজিলকে জিতিয়ে দেখাও,
আর্জেন্টিনা 💪

26/03/2025

আর কত করবে Hamza Choudhury এক একা??

24/03/2025

এই হাসিখুশি মানুষটা এভাবে কত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সময়ে, সেই কলিজাওয়ালা খান এখন নিজেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই মানুষগুলোর দোয়ায় তিনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ..
Tamim Iqbal

24/03/2025

অবহেলা করছিস কর.!

যদি সত্যি ভাগ্যে থাকিস বিয়ের পর বোঝাবো.!🙂

Address

Bajitpur

Website

http://www.Facebook.com/, http://www.Facebook.com/, http://www.Facebook.com/, http://www.Faceb

Alerts

Be the first to know and let us send you an email when বিষাক্ত তুমি ↑ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share