বাজিতপুর সংবাদ Bajitpur News

বাজিতপুর সংবাদ Bajitpur News বাজিতপুর উপজেলা কিশোরগঞ্জ জেলা ঢাকা

পাঁচ বছর আগে আহ্বায়ক কমিটি গঠনের পর আগামীকাল শনিবার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। তবে সম্মে...
04/07/2025

পাঁচ বছর আগে আহ্বায়ক কমিটি গঠনের পর আগামীকাল শনিবার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। তবে সম্মেলন বাতিল করার দাবিতে দলের একটি অংশ আন্দোলনে যাওয়ায় তা আর হচ্ছে না। বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সম্মেলন স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা বিএনপির পক্ষ থেকে বাজিতপুর উপজেলা কমিটির নেতাদের এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

এতে বাজিতপুর উপজেলা বিএনপিতে নতুন নেতৃত্ব গঠনের বিষয়টি ফের অনিশ্চিত হয়ে পড়েছে। দলের অভ্যন্তরীণ বিভক্তিও স্পষ্ট হয়ে উঠেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, সম্মেলনের ব্যাপারে প্রত্যাশা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে দলে মতবিরোধ আছে। এ অবস্থায় জোর করে নেতৃত্ব ঘোষণা করা দলের জন্য ভালো হবে না। এ কারণেই সম্মেলন স্থগিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সবার সঙ্গে আলোচনা করে নতুন তারিখ ঘোষণা করা হবে।

নেতা-কর্মীরা জানান, কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান (মঞ্জু) বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি থাকা অবস্থায় ২০১৫ সালের ১৮ মে মারা যান। তখন দলটির সাধারণ সম্পাদক ছিলেন মনিরুজ্জামান। পরে শেখ মজিবুর রহমান (ইকবাল) সভাপতি হন এবং মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক রাখা হয়। এরপর পেরিয়ে যায় ১০ বছর। পাঁচ বছর আগে পূর্ণাঙ্গ কমিটি ভেঙে গঠিত হয় আহ্বায়ক কমিটি। তখন বলা হয়েছিল, যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি করা হবে, কিন্তু তা আর হয়নি।

পাঁচ বছর পর বহুল প্রতীক্ষিত সম্মেলনের তারিখ ঘোষণা হয়। শনিবার বাজিতপুরের নাজিম উদ্দিন ভূঁইয়া মাঠে সম্মেলন উদ্বোধনের কথা ছিল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলমের। প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খানের। তবে সম্মেলন ঘিরে শুরু হয় বিরোধ। পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়ার নেতৃত্বে একাংশ সম্মেলনের বিরোধিতা করেন। তাঁদের মধ্যে আছেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাইয়ুম খান, জেলা বিএনপির সাবেক সদস্য মীর জলিল, জেলা যুবদলের সহসভাপতি শাহ আলম, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান, হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূঁইয়াসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের অনেকে।

পক্ষটির ভাষ্য, মজিবুর ও মনিরুজ্জামান নতুন করে সভাপতি-সাধারণ সম্পাদক হতে গিয়ে দলের বড় অংশকে বাদ দিয়ে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এতে দল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের মূল দাবি ছিল, সবাইকে নিয়ে সম্মেলন আয়োজনের। এ দাবিতে গত মঙ্গলবার বাঁশমহলে সমাবেশ ও বিক্ষোভ হয়। সমাবেশ থেকে জোরালোভাবে সম্মেলন বাতিলের দাবি তোলা হয়। এরপর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে।

এহসান কুফিয়া প্রথম আলোকে বলেন, ‘দলের ভালোর জন্য সম্মেলন স্থগিত চেয়েছি। সম্মেলন স্থগিত হওয়ায় দল রক্ষা পাবে। আমাদের একটাই চাওয়া, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করা।’

ফোন বন্ধ থাকায় আহ্বায়ক শেখ মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মনিরুজ্জামান ফোন ধরেননি। তবে তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন কর্মী-সমর্থক বলেন, প্রতিপক্ষের দাবিগুলো হালকা ও ব্যক্তিস্বার্থপরায়ণ। এক পক্ষের না চাওয়ার কারণে একেবারে শেষমুহূর্তে সম্মেলন বাতিল হওয়ায় দলের বড় অংশের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে। বিভক্তি আরও বাড়বে। ভালোর চেয়ে মন্দ হবে বেশি।

পাঁচ বছর আগে আহ্বায়ক কমিটি গঠনের পর আগামীকাল শনিবার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। ....

Address

Bajitpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাজিতপুর সংবাদ Bajitpur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share