Sajeeb Talukder

Sajeeb Talukder জ্ঞান ও ভ্রমন পিপাসু বাঙালি 🇧🇩

স্বপ্ন মক্কা 🕋 মদিনা 🕌 হজ্জ ও🤲 জিয়ারতে 🤲

আমার প্রাণের কামনা 🤲 ইনশাআল্লাহ ❤️

By Foot 🇸🇦 🕋 🕌🚶

বাজিতপুর সরকারি কলেজ🏢🌿❤️🇧🇩বিদ্যালয় হল জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার পবিত্র স্থান। এখানে শিশু থেকে শুরু করে তরুণরা তাদের জ...
16/07/2025

বাজিতপুর সরকারি কলেজ🏢🌿❤️🇧🇩

বিদ্যালয় হল জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার পবিত্র স্থান। এখানে শিশু থেকে শুরু করে তরুণরা

তাদের জীবনের ভিত্তি গড়ে তোলে। বিদ্যালয় শুধু বইয়ের শিক্ষা দেয় না, শেখায় শৃঙ্খলা, নীতি,

নৈতিকতা ও মানবিক মূল্যবোধ।

শিক্ষকেরা আমাদের পথপ্রদর্শক, যারা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। বিদ্যালয়ে

আমরা বন্ধু পাই, জীবন গড়ার স্বপ্ন দেখি এবং সমাজের একজন আদর্শ মানুষ হয়ে ওঠার

প্রস্তুতি নিই।

একটি ভালো বিদ্যালয় একটি জাতিকে আলোকিত করে, আর একটি আলোকিত জাতি গড়ে

তোলে উন্নত ভবিষ্যৎ

কলেজ জীবন একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। এটি শুধু পড়াশোনার জায়গা নয়, বরং

আত্ম-উন্নয়ন, বন্ধুত্ব, এবং জীবনের বাস্তবতা শেখার একটি পরিপূর্ণ পরিবেশ। কলেজে

শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও স্বপ্নকে নতুনভাবে গড়ে তোলে।

এখানে ছাত্ররা বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে এবং ব্যক্তিত্ব

বিকাশের সুযোগ পায়। কলেজ জীবন মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায় এবং

ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী করে তোলে।

কলেজ হলো শিক্ষার বাগান, যেখানে ভবিষ্যতের ফুল ফোটে।

বন্ধু, স্মৃতি, সংগ্রাম আর স্বপ্ন—এই চারটি মিলেই কলেজ জীবনকে করে তোলে রঙিন।

কলেজ শেখায় কীভাবে বইয়ের বাইরের জগতটাকেও বুঝে নিতে হয়।!!!

জন্মিলে মরিতে হবে 🙇 অমর কে কোথা রবে,,!!!
15/07/2025

জন্মিলে মরিতে হবে 🙇 অমর কে কোথা রবে,,!!!

সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, খোলা আকাশ, আম গাছ আর গ্রামীণ পটভূমি মিলে এক, শান্ত-স্নিগ্ধ পরিবেশের সত্যিই, এমন একটি প্রাকৃ...
15/07/2025

সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, খোলা আকাশ, আম গাছ আর গ্রামীণ পটভূমি মিলে এক,

শান্ত-স্নিগ্ধ পরিবেশের সত্যিই, এমন একটি প্রাকৃতিক পরিবেশে প্রাণ জুড়িয়ে যায়!

"বাড়ির পাশে সবুজ ঘেরা"সবুজ ঘাসে পা রেখে,
হাসির ঢেউ বয়ে চলে একসাথে,
আম গাছগুলো মাথা তুলে বলে,
"এই জীবনটাই সবচেয়ে কাছে।"

নির্মল বাতাসে মিশে আছে গান,
সূর্যটা ঢলে পড়ে কোমল সন্ধ্যায়,
স্বজনদের মাঝে থাকে হৃদয়ের টান,
স্মৃতিগুলো জমে মনের খাতায়।

চেনা পথ, চেনা মুখ, চেনা সেই গ্রাম,
নতুন দিনের আশা জাগায় যে প্রাণ।
বাড়ির পাশে এই যে সাজানো প্রকৃতি,
ভালোবাসা মাখা এক চিরন্তন কবিতা!!!

হাওর আনন্দ ভ্রমণে নিকলী টু মিঠামইন সফরে ⛵ কিছু স্মৃতি কিছু প্রিয় মুখ ❤️
14/07/2025

হাওর আনন্দ ভ্রমণে নিকলী টু মিঠামইন সফরে ⛵ কিছু স্মৃতি কিছু প্রিয় মুখ ❤️

মনকে ভালো রাখতে ভ্রমণের বিকল্প নেই ⛵🖤❤️🚏লোকেশন মিঠামইন জিরো পয়েন্ট কিশোরগঞ্জ🚏
11/07/2025

মনকে ভালো রাখতে ভ্রমণের বিকল্প নেই ⛵🖤❤️

🚏লোকেশন মিঠামইন জিরো পয়েন্ট কিশোরগঞ্জ🚏

শুভ সকাল 🌅 বৃষ্টি ভেজা স্নিগ্ধ সকাল 🌄 👬ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী এবং জনগণ👬🇧🇩🌿আরও একটি ছবি 🖼️ এঁকে ফেললাম এ যেনো ভালোবাসার...
11/07/2025

শুভ সকাল 🌅 বৃষ্টি ভেজা স্নিগ্ধ সকাল 🌄 👬ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী এবং জনগণ👬🇧🇩🌿

আরও একটি ছবি 🖼️ এঁকে ফেললাম এ যেনো ভালোবাসার ❤️ সবটুকু রং 🎨🖌️🖼️

মনের মাধুর্য মাধুরী মিশিয়ে রাঙিয়ে রং তুলি🖌️ দিয়ে এঁকে দিলাম এক অপরূপ দৃশ্য 🏞️

নিজের হাতে ছবি 🖼️ আঁকা এ যেনো ভালোবাসার ❤️ সবটুকু রং 🎨🖌️🖼️মনের মাধুর্য মাধুরী মিশিয়ে রাঙিয়ে রং তুলি🖌️ দিয়ে এঁকে যাই ন...
10/07/2025

নিজের হাতে ছবি 🖼️ আঁকা এ যেনো ভালোবাসার ❤️ সবটুকু রং 🎨🖌️🖼️

মনের মাধুর্য মাধুরী মিশিয়ে রাঙিয়ে রং তুলি🖌️ দিয়ে এঁকে যাই নিরবে,🤔🤫

শুভ সকাল 🌅 বৃষ্টি ভেজা স্নিগ্ধ সকাল 🌄👬ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী এবং জনগণ👬🇧🇩🌿
10/07/2025

শুভ সকাল 🌅 বৃষ্টি ভেজা স্নিগ্ধ সকাল 🌄

👬ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী এবং জনগণ👬🇧🇩🌿

জীবন সহজ নয়, 🤫🙃তবে ধৈর্য রাখলে কঠিন জীবনও সুন্দর হয়ে যায়। ❤️🌿
07/07/2025

জীবন সহজ নয়, 🤫🙃
তবে ধৈর্য রাখলে কঠিন জীবনও সুন্দর হয়ে যায়। ❤️🌿

শুভ সন্ধ্যা 🌅 👬ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী এবং জনগণ👬🇧🇩🌿 🌈রংধনুর🌈 মতো সাত রঙে রঙিন🫧হোক সবার হৃদয়❤️
06/07/2025

শুভ সন্ধ্যা 🌅

👬ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী এবং জনগণ👬🇧🇩🌿

🌈রংধনুর🌈 মতো সাত রঙে রঙিন🫧হোক সবার হৃদয়❤️

06/07/2025

শাহাদায়ে কারবালার স্মরণে শোকের মাতম চলছে ইমাম বাড়ি 😭😭

ভাগলপুর বাজিতপুর কিশোরগঞ্জ

06/07/2025

আজ পবিত্র আশুরা উপলক্ষে শোকের মাতম চলছে দেওয়ান বাড়ি🏚️

ভাগলপুর বাজিতপুর কিশোরগঞ্জ

Address

Bajitpur

Telephone

+8801916270593

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajeeb Talukder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajeeb Talukder:

Share