আমার বাঘা আমার গর্ব

আমার  বাঘা আমার গর্ব বাঘা একটি ঐতিহাসিক পবিত্র স্থান

28/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

ব্যক্তিগত মতামত: পুরাতন বাসস্ট্যান্ড – নামটা থেকেই ইতিহাসটা বুঝি।আমার মতে, এই চত্বরটি যেহেতু একসময় “পুরাতন বাসস্ট্যান্ড”...
25/04/2025

ব্যক্তিগত মতামত: পুরাতন বাসস্ট্যান্ড – নামটা থেকেই ইতিহাসটা বুঝি।

আমার মতে, এই চত্বরটি যেহেতু একসময় “পুরাতন বাসস্ট্যান্ড” নামে পরিচিত ছিলো, তাই এর আগের পরিচিতি ও ইতিহাস ধরে রাখার জন্য এই জায়গাটার নাম “পুরাতন বাসস্ট্যান্ড” থাকলেই ভালো হয়।

চাইলেই এখানে একটি বাসের ভাস্কর্য তৈরি করা যায়, যা বাসস্ট্যান্ডের অতীত স্মৃতি ধরে রাখবে এবং বাঘার মানুষজনের মধ্যে একধরনের ইতিহাসের সম্পর্ক সৃষ্টি করবে।

অনেকে বলছেন “আম চত্বর” করার কথা, কিন্তু রাজশাহী তো আমাদেরই জেলা ও বিভাগীয় শহর—সেখানে আগে থেকেই আম চত্বর আছে। আমরা নিজেদের জায়গায় থেকে নিজেদের পরিচয় তৈরি করতে চাই, নকল নয়।

আবার অনেকে “বাঘের মূর্তি” করে বাঘ চত্বরের কথাও বলছেন, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে মূর্তি বানানো হারাম। তাই আমাদের উচিত হবে এমন কিছু করা যা ইতিহাস, ঐতিহ্য, চিন্তাভাবনা ও শরীয়াহ—সবকিছু মানিয়ে চলে।

তাই আমি বলবো—
“পুরাতন বাসস্ট্যান্ড” নামটিই থাকুক,

এতে করে ইতিহাস রক্ষা পাবে,

পরিচিতি বজায় থাকবে,

মানুষ চিনবে সহজেই,

এবং নতুন প্রজন্ম জানবে এই জায়গার গল্প।
© বাঘা, রাজশাহী [Bagha, Rajshahi]

তিনি একজন বাঘার কৃতি সন্তান, বাঘা কেন্দ্রীয় গোরোস্থান, বাঘা শাহী মসজিদ সহ বাঘার গুরুত্বপূর্ণ স্থাপনা এর পেছনে তার অবদান ...
24/04/2025

তিনি একজন বাঘার কৃতি সন্তান, বাঘা কেন্দ্রীয় গোরোস্থান, বাঘা শাহী মসজিদ সহ বাঘার গুরুত্বপূর্ণ স্থাপনা এর পেছনে তার অবদান ভোলার মতো না, সবাই তার জন্যে দোয়া করবেন

দুর্দান্ত বোলিংয়ে চেন্নাইকে জিতিয়ে প্রতিপক্ষের সাবেক অধিনায়ক কিং কোহলির অভিনন্দন পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ ❤
23/03/2024

দুর্দান্ত বোলিংয়ে চেন্নাইকে জিতিয়ে প্রতিপক্ষের সাবেক অধিনায়ক কিং কোহলির অভিনন্দন পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ ❤

10/03/2024
রাজশাহীর বাঘায় দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে- বেনামে যানবাহন হতে চাঁদা আদায় করে আসছে স্থানীয় কয়েকটি চক্র। অবৈধভাবে রাস্তায় ...
07/02/2024

রাজশাহীর বাঘায় দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে- বেনামে যানবাহন হতে চাঁদা আদায় করে আসছে স্থানীয় কয়েকটি চক্র। অবৈধভাবে রাস্তায় যানবাহন হতে চাঁদা আদায় বন্ধের লক্ষ্যে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে র‍্যাব-৫।

গত মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৫ টার দিকে র‍্যাব-৫ রাজশাহী সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বাঘা পৌর এলাকার বঙ্গবন্ধু চত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের জাহাব আলীর ছেলে আঃ রহমান ওরফে রানা (২৭), কলিগ্রাম গ্রামের মৃত আস্তুল মন্ডলের ছেলে আশাদুল (৩৫), চকরাজাপুর ইউনিয়ন এর পলাশী ফতেপুর গ্রামের আঃ ওয়াছাব আলীর ছেলে সোহাগ আলী (২৬) এবং লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত আঃ জলিলের ছেলে বিপ্লব আহম্মেদ (২৯)।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, বাঘা পৌর এলাকার বঙ্গবন্ধু চত্বরের অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের নিকট হতে নিয়মিতভাবে সিরিয়ালসহ বিভিন্ন নামে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করিয়া চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করেন চাঁদাবাজ চক্রটি। এই চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ আসামী ১। মোঃ আঃ রহমান ওরফে রানা (২৭), পিতা- মোঃ জাহাব আলী, মাতা- আন্জুরা বেগম, সাং- উত্তর মিলিক বাঘা, ৬নং ওয়ার্ড, বাঘা পৌরসভা,২। মোঃ সোহাগ আলী (২৬), পিতা- মোঃ আঃ ওয়াছাব আলী, মাতা- মোঃ সেফালী বেগম, সাং- পলাশী ফতেপুর, ৩। মোঃ আশাদুল (৩৫), পিতা- মৃত আস্তুল মন্ডল, মাতা- মোসাঃ জাহানারা বেগম, সাং- কলিগ্রাম, ৩নং ওর্য়াড, বাঘা পৌরসভা, সর্ব থানা-বাঘা, জেলা-রাজশাহী ৪। মোঃ বিপ্লব আহম্মেদ (২৯), পিতা- মৃত আঃ জলিল, মাতা-মৃত মাজেদা বেগম, সাং- রাধাকান্তপুর, থানা-লালপুর, জেলা-নাটোর গনদের কে নগদ -১৭৬০/- (টাকা), টালি খাতা-০১ টি, কলম-০১ টি সহ গ্রেফতার করে।

র‍্যাব-৫ আরো জানায়, আসামী ২। মোঃ সোহাগ আলী (২৬), ৩। মোঃ আশাদুল (৩৫), ৪। মোঃ বিপ্লব আহম্মেদ (২৯) গনের সহযোগিতায় চাঁদাবাদ চক্রে মূলহোতা ১নং আসামী মোঃ আঃ রহমান ওরফে রানা (২৭) কে আটক করে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় চাঁদাবাজি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

01/01/2024

সকলকে জানাই
Happy New Year

08/12/2023

বাঘার কৃতি সন্তান, বীর মুক্তিযুদ্ধা নুরুন নবী সরকারের মৃত্যুতে তাকে গার্ড অব ওনার প্রদান করলেন বগুড়া ক্যান্টোম্যান্টের বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সেনা সদস্য

Address

Bagha, Rajshahi
Baju Bagha
6280

Telephone

+8801714644343

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার বাঘা আমার গর্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমার বাঘা আমার গর্ব:

Share