Crush and confession Bagha

Crush and confession Bagha আপনার ভালবাসার কথা পৌঁছানর কাজটা আমিই করলাম না হয়

04/04/2025

বাঘা মেলাতে কি কেউ কাউকে পছন্দ হয়নি?

প্রিয় ববি,তোমার সাথে প্রথম দেখা হয়েছিল বারখাদিয়ায়। সেদিনের সেই মুহূর্তটা যেন এখনো আমার চোখে ভাসে। তোমার সরল হাসি, দুষ্টু...
30/12/2024

প্রিয় ববি,

তোমার সাথে প্রথম দেখা হয়েছিল বারখাদিয়ায়। সেদিনের সেই মুহূর্তটা যেন এখনো আমার চোখে ভাসে। তোমার সরল হাসি, দুষ্টুমিভরা চোখ, আর মন ছুঁয়ে যাওয়া উপস্থিতি—সবকিছুই আমাকে মুগ্ধ করেছিল। আমি জানি না, তোমার জন্য এই অনুভূতি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমার জন্য এটি একেবারে আলাদা।

তোমাকে দেখার পর থেকেই আমি নিজের মাঝে একটা পরিবর্তন টের পাচ্ছি। তোমার স্মৃতি প্রতিদিন আমাকে অনুপ্রেরণা দেয়। আমি চেয়েছিলাম সাহস করে সামনে গিয়ে কথা বলি, কিন্তু হয়তো ভীরুতা আমাকে আটকে রেখেছিল। তবে আজ আমি তোমার জন্য এই চিঠি লিখে সেই সাহসটা অর্জন করেছি।

তুমি যদি জানতে চাও, কেন তোমার দিকে এত আকৃষ্ট হয়েছি, তবে বলব—তোমার সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, তোমার চেহারার মাঝে একটা মায়া আছে, যা মানুষকে এক মুহূর্তে বশ করে নিতে পারে।

আমি জানি, এভাবে চিঠি দিয়ে আমার অনুভূতি প্রকাশ করা হয়তো খুব সাধারণ, কিন্তু আমার মনের গভীরতাকে আর ধরে রাখতে পারিনি। যদি কখনো সুযোগ হয়, তবে তোমার সাথে কথা বলার ইচ্ছে আছে, জানার ইচ্ছে আছে, তোমার পছন্দ-অপছন্দ নিয়ে গল্প করার ইচ্ছে আছে।

তুমি যদি আমাকে একবার সেই সুযোগ দাও, তাহলে হয়তো আমি আমার হৃদয়ের কথা আরও স্পষ্ট করে তোমাকে বলতে পারব।

তোমার জবাবের অপেক্ষায়,
তোমার নামহীন ভক্ত।

From: বার বার আনফ্রেন্ড হওয়া সেইTo:জবাপ্রিয়‌ ❤️❤️আমি তোমাকে প্রথমবার দেখি সেই ৭ বছর আগে। প্রথম দেখাতেই অনেক ভালো লেগে ...
29/10/2024

From: বার বার আনফ্রেন্ড হওয়া সেই

To:জবা

প্রিয়‌ ❤️❤️

আমি তোমাকে প্রথমবার দেখি সেই ৭ বছর আগে। প্রথম দেখাতেই অনেক ভালো লেগে গেছিল। কিন্তু বেশিদিন দেখার সৌভাগ্য হয়নি। অনেক দূরে থাকার পরও বারবার তোমার মায়াবী চেহারাই আমার চোখের সামনে ভাসত , সেই ‌থেকে অপেক্ষার শেষ নেই। হাজার খোঁজের পরে অবশেষে শত অপেক্ষার অবসান ঘটিয়ে তোমার আইডি পেলাম । কিছুদিন পর পর ই আনফ্রেন্ড করে দেও।‌ তোমাকে খুঁজে পেয়েছি এভাবেই তোমার মন ও খুঁজে পাব কোন এক সময় হাল ছাড়বো না।যে করেই হোক তোমার সাথে সারাজীবন কানেক্টেড থাকতে চাই । তাই বাধ্য হয়ে এখানে বলতে হলো। মিস করি তোমায় সারাক্ষণ❤️❤️

প্রিয় শিশির,আমি আশা করি তুমি ভালো আছো। সম্প্রতি, বাঘা দিঘির পারে তোমাকে প্রথম দেখার পর থেকেই আমার মনে তোমার জন্য এক বিশে...
28/08/2024

প্রিয় শিশির,

আমি আশা করি তুমি ভালো আছো। সম্প্রতি, বাঘা দিঘির পারে তোমাকে প্রথম দেখার পর থেকেই আমার মনে তোমার জন্য এক বিশেষ জায়গা তৈরি হয়েছে। তোমার উপস্থিতি এবং সেই দিন তোমার হাসিমুখ আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

তোমার সাদাসিধে আচরণ, তোমার চমৎকার হাসি, এবং সেই দিন আমার হৃদয়কে স্পর্শ করা।

আমি জানি, আমার প্রথম দেখা ছিলো একটি সাধারণ ঘটনা, কিন্তু সেই মুহূর্তটি আমার জীবনে বিশেষ কিছু নিয়ে এসেছে। আমি তোমার সাথে আরও সময় কাটাতে চাই, তোমার সঙ্গে আরও পরিচিত হতে চাই। আশা করি, তুমি আমার অনুভূতিগুলো বুঝতে পারবে এবং হয়তো তুমি আমার অনুভূতির প্রতি কিছুটা উত্তর দিবে।

তোমার স্নেহপূর্ণ সাড়া প্রত্যাশায়,

মিম

(আমার সাথে আমার ভাইয়া ছিল ভাইয়াকে তোমার কথা জিগাতে ভাইয়া তোমার নাম শিশির বাউল বললো তুমি নাকি গান গাও। তো আমি ছবিটি ফেসবুক থেকে পেয়েছি।শিশির বাউল লিখে সার্চ মেরেছিলাম)

আমি রিকুয়েষ্ট দিয়েছি কনফার্ম করিয়ো।
আর এই ভাবে লিখার জন্য সরি প্রিয়

বাঘা, রাজশাহী। Bagha Rajshahi
Crush Viral
Shishir Baul Squad

28/08/2024

প্রিয় [Miss X ]

আশা করি তুমি ভালো আছো। গতকাল বাঘা থানা মোড়ে তোমার সাথে আমার দেখা হওয়া ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা। তোমার চোখের দীপ্তি, চশমার পিছনে তোমার কোমল সত্তা, এবং খোলা চুলের ঝলমলে দৃশ্য আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

তুমি যখন রিক্সার জন্য দাঁড়িয়ে ছিলে, আমি ঠিক সেই মুহূর্তে তোমার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলাম। তোমার উপস্থিতি আমাকে এক অদ্ভুত মাধুর্যের অনুভূতি দিয়েছে। মনে হয়েছে, তুমি যেন পুরো জগতের সৌন্দর্যকে এক স্থানে নিয়ে এসেছো।

আমি জানি, এটি হয়তো অচেনা এবং অপ্রত্যাশিত, কিন্তু আমি এই অনুভূতি নিয়ে আর নিরব থাকতে পারিনি। আমি চাই, আমরা একসাথে সময় কাটাই, তোমার সম্পর্কে আরো জানি এবং তোমার সাথে সুন্দর মুহূর্তগুলি ভাগ করি।

তোমার উত্তরের অপেক্ষায়,
[MR : X ]

বাঘা, রাজশাহী। Bagha Rajshahi
Crush Viral

বাঘাতে যদি এমন হতো🙂
10/08/2024

বাঘাতে যদি এমন হতো🙂

এই মেয়ে টি হারিয়ে গেছে ।নাম উর্মি আক্তার প্রীতি রাত ২.৩০ মিনিট এ মেয়ে টির মা মারা গেছে  তারপর সে মানসিকভাবে প্রচন্ড আ...
24/06/2024

এই মেয়ে টি হারিয়ে গেছে ।নাম উর্মি আক্তার প্রীতি রাত ২.৩০ মিনিট এ মেয়ে টির মা মারা গেছে তারপর সে মানসিকভাবে প্রচন্ড আঘাত পেয়ে আবুুল তাবুল বলতে বলতে বাসা থেকে বের হয়ে যায় এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি যদি কেউ কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে এই ঠিকানায় পিরুজালি সড়ক ঘাট যোগাযোগ করবেন। মেয়ে টি পিরুজালী কনটেস্ট প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল এ অষ্টম শ্রেণীতে পড়ে। কেউ যদি পেয়ে থাকেন01304182818 এই নাম্বারে যোগাযোগ করবেন।
দয়া করে পোস্ট টি সেয়ার করে দিয়েন।

eid murbarok
16/06/2024

eid murbarok

এই ছেলেটা তার বাবা মা কে হারিয়ে ফেলেছে। তার নাম তার বাবা-মা এর নাম তার ঠিকানা কোনো কিছুই বলতে পারছে না সে। কোন ব্যক্তি য...
15/06/2024

এই ছেলেটা তার বাবা মা কে হারিয়ে ফেলেছে।
তার নাম তার বাবা-মা এর নাম তার ঠিকানা কোনো কিছুই বলতে পারছে না সে। কোন ব্যক্তি যদি ছেলেটা কে চিনে থাকেন তাহলে, বাঘা ডাচ্ বাংলা ATM বুথ এর কাছে ছেলেটি রয়েছে। কেউ চিনে থাকলে অবশ্যই অতিদ্রুত ছেলেটাকে তার বাবা-মা এর কাছে পৌছে দিবেন প্লিজ, কারণ ছেলেটা অনেক কান্নাকাটি করছে....
ছেলেটা কে পেতে আমার সাথেও
যোগাযোগ করতে পারেন...
মোবা: 01797329762

28/05/2024

বাঘা মহিলা কলেজে পড়ে এমন কোনো মেয়ে আছো

  : 12 to : Md Mustafizur Rahman from : তোমার এক মামাতো বোন আমি আপনাকে বাঘা মাজারে দেখছিলাম তারপর থেকে আপনাকে আমার একটু ...
07/05/2024

: 12


to : Md Mustafizur Rahman
from : তোমার এক মামাতো বোন

আমি আপনাকে বাঘা মাজারে দেখছিলাম তারপর থেকে আপনাকে আমার একটু একটু ভালো লাগে । আপনার id আমার কাছে ছিল । আমি আমার একটা ফেক id থেকে sms করছিলাম।এটা জানার জন্য আপনি কেমন আর আপনি রিলেসন করেন কিনা । পরে জানতে পারলাম আপনি আমার আত্তিয়হন একদিক থেকে । আপনার বাবা নাকি আমার মামা হয় । এডমিন কাছে থেকে id টা নিয়ে নিবেন।বাকি কথা ওখানেই হবে

লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না..😌🫶

confesson : 11to : turjofrom :তোমার অজানা একজনআমি তোমাকে খুব বেশি ভালোবাসি । আমি জানি তুমি চিনবা কে । তাই  পরিচয় দিলাম ন...
07/05/2024

confesson : 11

to : turjo
from :তোমার অজানা একজন

আমি তোমাকে খুব বেশি ভালোবাসি । আমি জানি তুমি চিনবা কে । তাই পরিচয় দিলাম না

Address

Bagha Rajshahi
Baju Bagha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush and confession Bagha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share