Azad Al Sams

Azad Al Sams I want to be a good person in terms of honesty and morality.

26/04/2025
একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তু...
18/03/2025

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।

আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না। একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে।

রাত গভীর হলে আমার ফেইসবুক ওয়াল ঘুরতে মন চাইবে। হয়তো সব বাঁধা ভেঙ্গে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে। হাসবে। রাগ করবে। কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে আর বড় কি কষ্ট থাকতে পারে?

কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙ্গে ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট আছে কি না। আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোন অন্যায় করি নি।

এখন যার সাথে আছ তাকে নিয়ে যতই সুখে থাক, যতই ভাল থাক আমি জানি আমাকে তোমার মনে পড়বেই। কারন আমি তোমাকে ঠকাই নি। তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহুর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোনায়। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে?

আমাকে কষ্ট দেয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে। একদিন তুমিও অসুখী হবে। একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাবে। কিন্তু চোখের পানি আর আসবে না।

এক শীতে সমুদ্র স্নান করতে যাবে। সাথে প্রিয় মানুষটা থাকবে। অথচ সেখানে আমার থাকার কথা ছিল। এক জোৎস্নার রাতে অথচ সেখানে আমার থাকার কথা ছিল। জোৎস্নার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে। এত সুন্দর রুপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপ্টে ধরবে না তা হবে না।

একদিন আমাকে দেখার জন্য আকুল হবে। রাস্তায় খুঁজবে, পাবে না। সেদিন আঘাত লাগবে। সেদিন বুঝবে কি অন্যায় করেছ। একদিন বুঝবে ভাল একটা সম্পর্ক শেষ করে কেউ ভাল থাকে না। একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়। সেদিন চাইলেও আর নিজেকে ভাল রাখতে পারবে না।

কিন্তু একদিন আসবে সেই দিন আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না। আমি না চাইতেও তোমার দেয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে। কিন্তু আমি আর তোমাকে মনে করবো না।

#সংগ্রহীত

🥰
20/02/2025

🥰

এইচপিভি টিকাপঞ্চম-নবম শ্রেনী অথবা ১০-১৪ বছর বয়সি কিশোরীদের জন্যে HPV টিকা সরকার বিনামূল্য দিচ্ছে।২৪ অক্টোবর ২০২৪ এক সাথে...
10/10/2024

এইচপিভি টিকা
পঞ্চম-নবম শ্রেনী অথবা ১০-১৪ বছর বয়সি কিশোরীদের জন্যে HPV টিকা সরকার বিনামূল্য দিচ্ছে।

২৪ অক্টোবর ২০২৪ এক সাথে ৭ বিভাগের (ঢাকা ব্যাতিত) সকল স্কুলে এবং ইপিআই টিকা কেন্দ্রে টিকা দিবে।

আমরা যারা স্বেচ্ছাসেবীরা আছি একটু খেয়াল রাখব যেন নিজ নিজ এলাকায় কেউ বাদ না পরে এই টিকার গুরুত্ব অনেক।

নিবন্ধন করতে www.vaxepi.gov.bd

16/09/2024

দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেললো স্মৃতি দু ডানা☁️⛈️

স্মৃতিতে ভরপুর....
31/08/2024

স্মৃতিতে ভরপুর....

Address

Baliadangi
5140

Alerts

Be the first to know and let us send you an email when Azad Al Sams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azad Al Sams:

Share