Ajkerbaliadangi.com

Ajkerbaliadangi.com মানুষ আমি, ভুলত্রুটির উর্ধে নয়। ইতিহাস ঐতিহ্য গ্রামীণ জনপদ নিয়ে আমাদের কাজ। আশা করছি পরামর্শ দিবেন, এবং ভিডিওগুলো দেখবেন।
(3)

ঠাকুরগাঁওয়ে হরিপুরে শুক্রবার দুটি মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে আ হত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে মা রা গেছেন আব্দু...
26/07/2025

ঠাকুরগাঁওয়ে হরিপুরে শুক্রবার দুটি মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে আ হত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে মা রা গেছেন আব্দুল আলিম। এর আগে তপন রায় এ ঘটনায় ঘটনাস্থলেই মৃ ত্যু বরণ করেন।

#ঠাকুরগাঁওপ্রতিদিন

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা সার উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে  সদর উ...
25/07/2025

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা সার উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের মাঠপাড়া এলাকার মোহাম্মদ ইসরাফিলের বাড়িতে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।

মোহাম্মদ ইসরাফিল অবৈধভাবে দীর্ঘদিন ধরে সার মজুত করে বাজারে সারের কৃত্তিম সংকট সৃষ্টি করে আসছিল বলে জানা যায়। অভিযানে ৩৪৩ বস্তা টিএসপি, ৪৪৭ বস্তা এমওপি, ১৫২ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা ডিএপি সারসহ মোট ৯৪৭ বস্তা সার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১১ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

আরো জানা যায়, মোহাম্মদ ইসরাফিল বস্তা প্রতি দেড় হাজার থেকে দুই হাজার টাকা অতিরিক্ত দামে সাধারণ কৃষকদের মাঝে সার বিক্রি করতেন। তবে অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে সটকে পড়েন মোহাম্মদ ইসরাফিল।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গড়েয়া ইউনিয়নের খালপাড়ায় মোহাম্মদ ইসরাফিলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৪৭ বস্ত সার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ১১লাখ টাকা।

তিনি আরও বলেন, অভিযানের টের পেয়ে সার ব্যবসায়ী মোহাম্মদ ইসরাফিল পালিয়ে যায়। উদ্ধারকৃত সারগুলো কৃষি অফিসারের হেফাজতে রাখা হয়েছে। আগামী রোববার সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা

#ঠাকুরগাঁওপ্রতিদিন

25/07/2025

শিক্ষক থেকে ভাইরাল তারকা ঠাকুরগাঁওয়ের ক্রিয়েশন অব হিমালয়। তার বিনোদন মূলক কন্টেন্ট দেখে অনেকেই এসেছেন ক্রিয়েশনে। বাবাকে দিয়েছেন বাইক উপহার। গল্প দেখুন ভিডিওতে

#ঠাকুরগাঁওপ্রতিদিন

25/07/2025

ফাঁকা রাস্তা, একটি মোটরসাইকেলে চারজন, অপরটিতে দুজন। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-হরিপুর মহাসড়কের তেঘরিয়া এলাকায় এই ফাকা সড়কে বেপরোয়া গতির কারণে মুখোমুখি সং ঘ র্ষ হয়।

এতে ঘটনাস্থলে কলেজছাত্র তপন রায় মা রা যায়। আরও দুজন দিনাজপুর মেডিকেলে কাতরাচ্ছেন। ভিডিওতে দেখুন। একদমই ফাঁকা জায়গা।

#ঠাকুরগাঁওপ্রতিদিন

অ*জ্ঞান অব*স্থায় রাস্তার পড়েছিল মানুষটি উনার পরিচয় পাওয়া যাচ্ছে না যদি কেউ চিনে থাকেন তাহলে ঠাকুরগাঁও সদর হসপিটালে আ...
25/07/2025

অ*জ্ঞান অব*স্থায় রাস্তার পড়েছিল মানুষটি উনার পরিচয় পাওয়া যাচ্ছে না যদি কেউ চিনে থাকেন তাহলে ঠাকুরগাঁও সদর হসপিটালে আসবেন সেখানে ভর্তি আছে।

#ঠাকুরগাঁওপ্রতিদিন

দুটি মোটরসাইকেল চলছিল গ্রামের রাস্তায়। দু র্ঘট নার ধরণ দেখে আন্দাজ করুন কত স্পিডে ছিলেন। ঠাকুরগাঁওয়ের হরিপুর-রানীশংকৈল দ...
25/07/2025

দুটি মোটরসাইকেল চলছিল গ্রামের রাস্তায়। দু র্ঘট নার ধরণ দেখে আন্দাজ করুন কত স্পিডে ছিলেন। ঠাকুরগাঁওয়ের হরিপুর-রানীশংকৈল দুপুরে সড়কে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের পর একজন মা রা গেছেন। চালক দিনাজপুর হাসপাতালে কাতরাচ্ছেন।

আসুন নিয়ম মেনে হেলমেট পড়ে মোটরসাইকেল চালায়। জীবনের চেয়ে সময়ের মূল্য কখনও বেশি হতে পারে না।

#ঠাকুরগাঁওপ্রতিদিন

25/07/2025

ঠাকুরগাঁওয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তপন রায় নামে এক ব্যক্তি মা রা গেছেন।

24/07/2025

৩ হাজার জন্য ঠাকুরগাঁওয়ে ললিত বণিক নামে এক স্বর্ণকারকে ছেলের সামনে মা র ধর, অপমানে গ্যাস ট্যাবলেট খেয়েছেন বাবা। দোকানের সামনে ম র দে হ রেখে প্রতিবাদ, বিচারের দাবি।

#ঠাকুরগাঁওপ্রতিদিন

24/07/2025

ঠাকুরগাঁওয়ে দোকানের সামনে ম র দেহ রেখে অবস্থান নিয়ে পরিবার। ঠাকুরগাঁওয়ের নেকমরদ বাজারে ৩ হাজার টাকার জন্য ললিত বনিক (৪০) নামে এক দোকান কর্মচারীকে লা ঞ্ছিত করার অভিযোগ উঠেছে। অপমান সইতে না পেরে গ্যাস টেবলেট খেয়েছেনন, পরে স্বজনরা হাসপাতালে নিয়ে...

অভিযুক্ত রেখা ক্লথ ষ্টোরের মালিক আব্দুর রহমান দোকান বন্ধ করে পালিয়েছেন। তার বাড়ীতে তার স্ত্রী জানান, মামলা করুক। টাকাতো চাইবোই।

#ঠাকুরগাঁওপ্রতিদিন

24/07/2025

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে বি ক্ষো ভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ, বালিয়াডাঙ্গী শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি হয়।

#ঠাকুরগাঁওপ্রতিদিন

ঠাকুরগাঁওয়ের পীরগ ঞ্জে টাঙ্গন নদীর করনাই ঘাট থেকে ওই ব্যবসায়ীর ম র দে হ উদ্ধার করে পুলিশ।  #ঠাকুরগাঁওপ্রতিদিন
24/07/2025

ঠাকুরগাঁওয়ের পীরগ ঞ্জে টাঙ্গন নদীর করনাই ঘাট থেকে ওই ব্যবসায়ীর ম র দে হ উদ্ধার করে পুলিশ।

#ঠাকুরগাঁওপ্রতিদিন

24/07/2025

গাজীপুরের কোনাবাড়ীতে মিলল ঠাকুরগাঁওয়ের
যুবক লুৎফরের ম র দে হ
--বিস্তারিত কমেন্টে--

Address

Baliadangi

Alerts

Be the first to know and let us send you an email when Ajkerbaliadangi.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajkerbaliadangi.com:

Share

বালিয়াডাঙ্গী উপজেলা

তীরনই নদীর বুক চিরে গড়ে উঠে এই উপজেলা । নদীর পশ্চিম তীরে ছিল জমিদারগণের আবাস। অনেকের মতে জমিদারগণ তাদের নিরাপত্তার জন্য ১৯০৮ সালে বর্তমান পাইলট স্কুলের উত্তর পার্শ্বে নদীর ধারে একটি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করেন। এই পুলিশ ফাঁড়ী কালক্রমে বর্তমান স্থানান্তরিত হয়ে একটি স্বতন্ত্র থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে এই থানা উপজেলায় রুপান্তরিত হয়। ১৯৪০-এর দশকের মাঝামাঝি সময়ে লাহিড়ীহাটে জমিদারদের স্বেচ্ছাচারমূলক তোলা আদায়ের বিরুদ্ধে কৃষকগণ সংগঠিত হন, যা রাজনৈতিক ইতিহাসে "তোলাবাটি" আন্দোলন নামে খ্যাত হয়। এই আন্দোলনে নেতৃত্বদানের দায়ে গ্রেফতারবরন করেন এবং তিনমাস বন্দী জীবন কাটান কৃষক নেতা কম্পরাম সিং। তোলাবটি আন্দোলন শেষ না হতেই সমগ্র উত্তরবঙ্গের সাথে বালিয়াডাঙ্গীতেও বর্গা চাষীদের তেভাগা আন্দোলন সংগঠিত হয় এবং কম্পরাম সিং সেই আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন।[২]

বালিয়াডাঙ্গী উপজেলায় কোথাও কোথাও দো-আঁশ মাটি পাওয়া গেলেও অধিকাংশ মাটিই বেলে মাটি। এ মাটিতে তেমন ভাল ফসল হতো না। কেবল কচু, বেগুন, আখ ইত্যাদি উৎপন্ন হতো ।বালিয়াডাঙ্গী মৌজায় থানা ও বর্তমান উপজেলা প্রতিষ্ঠিত হওয়ায় থানার নামও হয়েছে বালিয়াডাঙ্গী।